ঢাকা মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

ড. নূরুন নবীর বই বিতরণ করা হচ্ছে ১শ শিক্ষা প্রতিষ্ঠানে


ফয়েজ রেজা  photo ফয়েজ রেজা
প্রকাশিত: ১-১১-২০২২ দুপুর ১১:৩০

মুজিববর্ষ উপলক্ষ্যে ১শ শিক্ষা প্রতিষ্ঠানে নিজের লেখা বই বিতরণের উদ্যোগ  নিয়েছেন  বীরমুক্তিযোদ্ধা ড. নূরুন নবী। সম্প্রতি  গণভবন সরকারী  উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা জাহানের  নিকট  দুটি বই প্রদানের মধ্য দিয়ে  বিতরণ কর্মসূচি শুরু হয়। এসময় লেখকের দুটি বই- ‘বাংলাদেশে পাকিস্তানীদের যুদ্ধাপরাধ ও প্রেসিডেন্ট নিক্সন-ড. কিসিঞ্জারের দায়’ এবং ‘অন্তরঙ্গ জানালায় বঙ্গবন্ধু’ নামের দুটি বই হস্তান্তর করা হয়। লেখকের পক্ষে বই বিতরণ করেছেন এনআরবি নিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ওমর আলী।

এরপর কলেজ অব নার্সিংয়ের অধ্যক্ষ শাহীনুর বেগম, ধানমন্ডি গভ: বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো: মিজানুর রহমান, বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো: লূৎফর রহমান, কেয়ার মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ গোলাম মোরশেদ সুমন, আশা ইউনিভার্সিটির উপাচার্য ইকবাল খান চৌধুরী এবং অনাথ শিশুদের শিক্ষায় নিয়োজিত আন্তর্জাতিক প্রতিষ্ঠান এসওএস চিলড্রেন ভিলেজেস এর সহকারী  প্রোগ্রাম অফিসার মুস্তাকিম খানের নিকট বই দুটি  অর্পণ করা  হয়।

বাংলাদেশ ইউনিভার্সিটি, পিপলস ইউনিভার্সিটি, কবি নজরুল ইনস্টিটিউট, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে ওই বই দুটি দেওয়া  হয়ছে ।  নতুন প্রজন্মের  কাছে  বঙ্গবন্ধুর জীবন ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।  ১৫দিনের মধ্যে ১শ প্রতিষ্ঠানে এসব বই দেওয়া হবে। বইগুলি এসব প্রতিষ্ঠানের গ্রন্থাগারে রাখা হবে।  এরআগে গত ১৬ অক্টোবর ২০২২ ইং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে তালিকাভুক্ত হয় লেখকের বই, ‘জাপানীদের চোখে বাঙালি বীর’, ‘অন্তরঙ্গ জানালায় বঙ্গবন্ধু, ‘মুক্তিযুদ্ধে ভারত’ এবং ‘দ্যা রোল অফ নিক্সন কিসিঞ্জার ইন দ্য নাইনটিন সেভেনটি ওয়ান পাকিস্তানী ওয়ার’।

ভারতের ন্যাশনাল লাইব্রেরিতেও তালিকাভুক্ত হয়েছে ড. নূরুন নবীর ৯টি বই। ৩শ বছরের প্রাচীন এই লাইব্রেরিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিষয়ে গবেষণার জন্য সংরক্ষিত আছে- অনিবার্য মুক্তিযুদ্ধ, জন্ম ঝড়ের বাংলাদেশ, বুলেটস অফ সেভেনটি ওয়ান, বঙ্গবন্ধু এন্ড টারবুলেন্ট বাংলাদেশ, জাপানীদের চোখে বাঙালি বীর, অন্তরঙ্গ জানালায় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধে ভারত এবং দ্যা রোল অফ নিক্সন কিসিঞ্জার ইন দ্য নাইনটিন সেভেনটি ওয়ান পাকিস্তানী ওয়ার। ন্যাশনাল লাইব্রেরিতে ভারতের বিভিন্ন অঞ্চলের ১৩টি ভাষার বই ছাড়াও বাংলা, ইংরেজি, আরবী, রাশিয়ান, চায়নিজ, জার্মান ও ফ্রেঞ্চ ভাষার ৫০ লক্ষাধিক বই ও জার্নাল রয়েছে।

ড. নূরুন নবী প্রায় ৪৫ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তিনি ২০২০ সালে বাংলাদেশ সরকারের ২য় সর্বোচ্চ রাষ্ট্রিয় সম্মাননা একুশে পদক পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তারপর জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা, ক্যিউশু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ ডি এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জন করেন।

ড. নূরুন নবী বর্তমানে যুক্তরাষ্ট্রে মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত এবং নিউজার্সি অঙ্গরাজ্যের প্লেইনসবোরো নগরীতে পরপর ৪বারের নির্বাচিত কাউন্সিলম্যান। তিনি ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশন ইন নর্থ আমেরিকার (ফোবানা) প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি, এনআরবি গ্লোবাল ব্যাংকের প্রতিষ্ঠাকালীন পরিচালক, এনআরবি নিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি, এনআরবি ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ফোরামের প্রেসিডিয়াম মেম্বার, বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতিসহ দেশে-বিদেশে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত আছেন।

এমএসএম / এমএসএম

বিতর্কের মুখে প্রাথমিকের শারীরিক শিক্ষা-সংগীত শিক্ষক পদ বাদ

বাঁচতে চায় জবি শিক্ষার্থী নূরনবী, মানবতার টানে এগিয়ে আসুন একটি জীবন বাঁচানোর আহ্বান

ইবিতে জুলাই গণঅভ্যুত্থানে বিরোধীতার অভিযোগে ৭৪ শিক্ষক -কর্মকর্তা- শিক্ষার্থী বহিষ্কার

রসায়ন ছাত্র থেকে বৈশ্বিক পর্যটন নেতৃত্বে আল মামুন

জবি ছাত্রদলের নভেম্বর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

জকসু সামনে রেখে জবি ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

র‍্যাগিংয়ের ঘটনায় পবিপ্রবির তিন শিক্ষার্থী বহিষ্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১৩ ডিসেম্বর

জকসু নির্বাচনে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতির ওপর ছাত্রদলের হামলা

বুয়েটের ধর্ষক শ্রীশান্ত রায়ের বিচারের দাবিতে জাবিতে মানববন্ধন

সব লোকে কয় কী জাত সংসারে: গবিতে লালনের স্মরণোৎসব