ড. নূরুন নবীর বই বিতরণ করা হচ্ছে ১শ শিক্ষা প্রতিষ্ঠানে

মুজিববর্ষ উপলক্ষ্যে ১শ শিক্ষা প্রতিষ্ঠানে নিজের লেখা বই বিতরণের উদ্যোগ নিয়েছেন বীরমুক্তিযোদ্ধা ড. নূরুন নবী। সম্প্রতি গণভবন সরকারী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা জাহানের নিকট দুটি বই প্রদানের মধ্য দিয়ে বিতরণ কর্মসূচি শুরু হয়। এসময় লেখকের দুটি বই- ‘বাংলাদেশে পাকিস্তানীদের যুদ্ধাপরাধ ও প্রেসিডেন্ট নিক্সন-ড. কিসিঞ্জারের দায়’ এবং ‘অন্তরঙ্গ জানালায় বঙ্গবন্ধু’ নামের দুটি বই হস্তান্তর করা হয়। লেখকের পক্ষে বই বিতরণ করেছেন এনআরবি নিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ওমর আলী।
এরপর কলেজ অব নার্সিংয়ের অধ্যক্ষ শাহীনুর বেগম, ধানমন্ডি গভ: বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো: মিজানুর রহমান, বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো: লূৎফর রহমান, কেয়ার মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ গোলাম মোরশেদ সুমন, আশা ইউনিভার্সিটির উপাচার্য ইকবাল খান চৌধুরী এবং অনাথ শিশুদের শিক্ষায় নিয়োজিত আন্তর্জাতিক প্রতিষ্ঠান এসওএস চিলড্রেন ভিলেজেস এর সহকারী প্রোগ্রাম অফিসার মুস্তাকিম খানের নিকট বই দুটি অর্পণ করা হয়।
বাংলাদেশ ইউনিভার্সিটি, পিপলস ইউনিভার্সিটি, কবি নজরুল ইনস্টিটিউট, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে ওই বই দুটি দেওয়া হয়ছে । নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবন ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ১৫দিনের মধ্যে ১শ প্রতিষ্ঠানে এসব বই দেওয়া হবে। বইগুলি এসব প্রতিষ্ঠানের গ্রন্থাগারে রাখা হবে। এরআগে গত ১৬ অক্টোবর ২০২২ ইং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে তালিকাভুক্ত হয় লেখকের বই, ‘জাপানীদের চোখে বাঙালি বীর’, ‘অন্তরঙ্গ জানালায় বঙ্গবন্ধু, ‘মুক্তিযুদ্ধে ভারত’ এবং ‘দ্যা রোল অফ নিক্সন কিসিঞ্জার ইন দ্য নাইনটিন সেভেনটি ওয়ান পাকিস্তানী ওয়ার’।
ভারতের ন্যাশনাল লাইব্রেরিতেও তালিকাভুক্ত হয়েছে ড. নূরুন নবীর ৯টি বই। ৩শ বছরের প্রাচীন এই লাইব্রেরিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিষয়ে গবেষণার জন্য সংরক্ষিত আছে- অনিবার্য মুক্তিযুদ্ধ, জন্ম ঝড়ের বাংলাদেশ, বুলেটস অফ সেভেনটি ওয়ান, বঙ্গবন্ধু এন্ড টারবুলেন্ট বাংলাদেশ, জাপানীদের চোখে বাঙালি বীর, অন্তরঙ্গ জানালায় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধে ভারত এবং দ্যা রোল অফ নিক্সন কিসিঞ্জার ইন দ্য নাইনটিন সেভেনটি ওয়ান পাকিস্তানী ওয়ার। ন্যাশনাল লাইব্রেরিতে ভারতের বিভিন্ন অঞ্চলের ১৩টি ভাষার বই ছাড়াও বাংলা, ইংরেজি, আরবী, রাশিয়ান, চায়নিজ, জার্মান ও ফ্রেঞ্চ ভাষার ৫০ লক্ষাধিক বই ও জার্নাল রয়েছে।
ড. নূরুন নবী প্রায় ৪৫ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তিনি ২০২০ সালে বাংলাদেশ সরকারের ২য় সর্বোচ্চ রাষ্ট্রিয় সম্মাননা একুশে পদক পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তারপর জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা, ক্যিউশু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ ডি এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জন করেন।
ড. নূরুন নবী বর্তমানে যুক্তরাষ্ট্রে মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত এবং নিউজার্সি অঙ্গরাজ্যের প্লেইনসবোরো নগরীতে পরপর ৪বারের নির্বাচিত কাউন্সিলম্যান। তিনি ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশন ইন নর্থ আমেরিকার (ফোবানা) প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি, এনআরবি গ্লোবাল ব্যাংকের প্রতিষ্ঠাকালীন পরিচালক, এনআরবি নিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি, এনআরবি ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ফোরামের প্রেসিডিয়াম মেম্বার, বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতিসহ দেশে-বিদেশে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত আছেন।
এমএসএম / এমএসএম

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু
