শালিখায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, শনাক্ত ৭
মাগুরার শালিখা উপজেলায় বাড়ছে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগীর সংখ্যা। মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত শালিখা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে আসা ১২ জন রোগীর মধ্যে ৭ জনের ডেঙ্গু শনাক্ত এবং হাসপাতালে ভর্তি ৪ জনের তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমুন নেছা।
ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধের উপায় জানতে চাইলে ডাক্তার সাইমুন নেছা বলেন, অফিস ও বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, পলিথিন/চিপসের খালি প্যাকেট ইত্যাদিতে পানি জমে থাকলে সৃষ্টি হতে পারে ডেঙ্গু ও চিকনগুনিয়া মশার প্রজনন। ডেঙ্গু ও চিকনগুনিয়া মশার লার্ভা ধ্বংস করতে যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই তিন দিনের মধ্যে পরিবর্তন করতে হবে। ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগের লক্ষণ দেখা দিলে হাসপাতালে পরীক্ষা করানোর পর চিকিৎসা গ্রহণের পরামর্শ দিয়েছেন তিনি।
এমএসএম / জামান