প্রয়াত নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর দশম মৃত্যুবার্ষিকী পালিত

নানান কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে ভূমিমন্ত্রীর পিতা,বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য,সাবেক সংসদ সদস্য ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আখতারুজ্জামান চৌধুরী বাবুর দশম মৃত্যুবার্ষিকী।
(০৪) নভেম্বর শুক্রবার সকাল থেকে মরহুমের প্রতি ভালোবাসা জানাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর গ্রামের বাড়িতে ঢল নামে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের হাজারো নেতাকর্মীর। সকালে মরহুমের গ্রামের বাড়িতে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল,মরহুমের কবরে ফাতেহা পাঠ এবং ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয় ।
এদিন সকালে মরহুমের কবরে পুষ্পস্তক অর্পন করেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারাকর্মীরা। পরে কবরে ফাতেহা পাঠ এবং ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন আখতারুজ্জামান চৌধুরী বাবুর পুত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি,চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী,বাশখালী উপজেলা চেয়ারম্যান গালিব সাদলী,
জেলা পরিষদের সদস্য এস এম আলমগীর চৌধুরী, উপজেলা আঃ লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাঃ সম্পাদক এম এ মালেক প্রমুখ।আখতারুজ্জামান চৌধুরী বাবু রাজনৈতিক, শিল্পোদ্যোক্তা,সংগঠকসহ জীবনের নানা ক্ষেত্রে সফলতার পরিচয় দিয়েছেন।দীর্ঘ সময় ধরে ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছাড়াও জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন চারবার। নবম জাতীয় সংসদে তিনি ছিলেন পাট বস্ত্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
১৯৪৫ সালে আনোয়ারা হাইলধর গ্রামে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন আখতারুজ্জামান চৌধুরী বাবু।তার পিতার নাম নুরুজ্জামান চৌধুরী। তিনি আইনজীবী ছিলেন।তাঁর মাতার নাম খোরশেদা বেগম। তিনি বাংলাদেশের স্বনামধন্য শিল্পপতি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মরহুম আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরীর দ্বিতীয় কন্যা নুর নাহান জামান এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।তিনি ২০১২ সালের ৪ নভেম্বর তিনি ইন্তেকাল করেন।
তিনি ব্যক্তিগত জীবনে ৩ পুত্র ও ৩ কন্যার জনক।তাঁর মৃত্যুর পর বড় ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ একই আসন থেকে আওয়ামীলীগ প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন।বর্তমানে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল ভূমিমন্ত্রী হিসেবে সারা দেশে প্রসংশিত হয়েছে।মেজ ছেলে আনিসুজ্জামান চৌধুরী রনি দক্ষিণ জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের ইসির চেয়ারম্যানসহ সফল শিল্পোদোক্তা হিসেবে পরিচিতি লাভ করেন।ছোট ছেলে আসিফুজ্জামান চৌধুরী জিমি ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক ও জামান গ্রুপের পরিচালকের দায়িত্বে রয়েছেন।
এমএসএম / এমএসএম

আলোকবালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

কাপাসিয়ায় কড়িহাতা ইউনিয়নের মাস্টার ইয়াকুব আলী ফাউন্ডেশনের' উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

আলোকবালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসনের মতবিনিময় সভা মাজহারুল ইসলাম ইমন

সলঙ্গায় কচুরিপানার নিচ থেকে মানুষের পায়ের কঙ্কাল উদ্ধার

পাবিপ্রবি’র শিক্ষকদের জন্য কর্মশালা শুরু

ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে চলছে মাছ ধরার প্রতিযোগিতা

হাটহাজারীতে মানবতার কল্যাণে আমরা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

চন্দনাইশে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নাচোলে যথাযোগ্য মর্যাদায় ইলা মিত্রের জন্মশত বার্ষিকী পালিত

পাঁচবিবিতে গভীর রাতে ঝগড়া থামাতে বলায় প্রতিবেশির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামে নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভায় বেগম সেলিমা রহমান

দাগনভূঞায় ফেনী-৩ উন্নয়ন পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজারের বেশি রোগীকে সেবা প্রদান

ভূরুঙ্গামারীতে গণমাধ্যমকর্মীর তৎপরতায় এক শিক্ষার্থী ফিরে পেল বই-খাতা আর স্বপ্নের স্কুলজীবন
Link Copied