ঢাকা সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

মানচিনি হাসলেন, মানচিনি কাঁদলেন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-৭-২০২১ দুপুর ২:১৫

কোপা আমেরিকা জিতে ২৮ বছরের শিরোপা খরা ঘুচিয়েছে আর্জেন্টিনা। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবার কোনও বৈশ্বিক শিরোপা জিতেছেন লিওনেল মেসি। ব্রাজিলের বিপক্ষে মেগা ফাইনালে ম্যাচ রেফারির শেষ বাঁশির পর অঝোরে কাঁদলেন মেসি। শিরোপা হাতের তোলার পর তার মুখে যে হাসি দেখা গেল, সেটি অন্য কোনও মূল্য দিয়ে কেনা সম্ভব নয়। রোববার ইংল্যান্ডকে হারিয়ে ইউরো কাপের শিরোপা জিতেছে ইতালি। এই টুর্নামেন্টের পরও মঞ্চায়িত হলো প্রায় একই রকম দৃশ্য।

বিশ্বকাপজয়ী দল ইতালি। অথচ তারাই কীনা বিশ্বকাপ বাছাই পর্ব উতরাতে না পেরে ২০১৮ সালে রাশিয়া যেতে পারেনি। ভঙ্গুর সেই ইতালি দলের হাল ধরেন রবার্তো মানচিনি। তবে চুক্তি অনুযায়ী কাজটা সহজ ছিল না তার জন্য। ২০২০ ইউরো কাপে খেলার যোগ্যতা অর্জনের ভার পড়ে তার কাঁধে। সেটি করতে ব্যর্থ হলে হারাতে হবে চাকরি। এমন প্রস্তাবের পরেও মুখ ফিরিয়ে নেননি মানচিনি। তিনি বুঝতে পেরেছিলেন, ইতালির এই দলে তাকে খুব বেশি প্রয়োজন।

এরপর একে একে বেয়েছেন সাফল্যের সিঁড়ি। টানা গত ৩৪ ম্যাচ তাদের হারাতে পারেনি কোনও দল। এই ৩৪ ম্যাচের সবশেষটি ইংল্যান্ডের বিপক্ষে ইউরো কাপের মেগা ফাইনাল। শিরোপা জেতার পর অঝোরে কাঁদলেন মানচিনি, পরে হাসলেনও তিনি। ম্যাচ শেষে জানালেন, এটি অবিশ্বাস্য কিছু অর্জনের আবেগের বহিঃপ্রকাশ।

মানচিনি বলেন, ‘অবিশ্বাস্য কিছু অর্জনের আবেগের প্রকাশ এটি। ছেলেদের উদযাপন করতে দেখে, গ্যালারিতে সমর্থকদের উল্লাস দেখে সুখের অনুভূতির প্রকাশ এটি। গত তিন বছরে যা কিছু আমরা করেছি, যতকিছুর ভেতর দিয়ে আমরা গিয়েছি, বিশেষ করে, গত ৫০ দিনে যতটা কঠোর পরিশ্রম করেছি, এই সবকিছুর কারণেই এমন আবেগ।’

১৯৬৮ সালের পর আবার ইউরোপ সেরার স্বাদ পেয়েছে ইতালি। মানচিনি জানালেন, তার দল গুছিয়ে তোলা আর এই সাফল্য যাত্রায় মূল শক্তি ছিল দলীয় একতা আর পারস্পরিক বন্ধন। যা সামনে কখনোই ছিন্ন হবে না।

মানচিনি জানালেন, ‘আমরা একে অপরের সঙ্গে দারুণ মানিয়ে নিয়েছি। কখনোই কোনো সমস্যা হয়নি, সেই কৃতিত্ব ফুটবলারদেরই প্রাপ্য। শুধু মাঠেই নয়, সেখানে তো তারা অসাধারণ করেছেই, কিন্তু মাঠের বাইরেও, আমরা দারুণ টিম স্পিরিট গড়তে পেরেছি। ওরা এমন একটি বন্ধন গড়ে তুলেছে, যা সামনেও কখনোই ছিন্ন হবে না। এই সাফল্যের প্রতিশব্দ হয়ে থাকবে ওরা। কারণ, পরস্পরের প্রতি ওদের শ্রদ্ধা ও সম্মান তীব্র।’

এমএসএম / এমএসএম

ইয়ামাল-নিকোলের প্রেম তাহলে ভেঙেই গেল, নেপথ্যে কী?

কার মাথায় উঠবে শ্রেষ্ঠত্বের ‘প্রথম’ মুকুট

টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যাবেন শান্ত, নিশ্চিত করল বিসিবি

বেটিংয়ে জড়ানোয় ১৪৯ রেফারি বরখাস্ত

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে যেমন হবে একাদশ, বাদ জাকের!

দুই ফরম্যাটের সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ

ভিনিসিয়ুসের সঙ্গে নতুন চুক্তির পরিকল্পনা রিয়ালের!

অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ

তৃতীয় টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করল বিসিবি

সিরিজ বাঁচানোর ম্যাচে ফিরছেন জাকের, একাদশে কারা থাকছেন?

গোলরক্ষক মার্টিনেজের গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

প্রথমবার জাতীয় লিগে চট্টগ্রামের ‘রহস্য’ স্পিনার রুবেল

কালামের সেঞ্চুরিতে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ