ঢাকা সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

মেসির কোপা জয় উদযাপনে শামিল ব্রাজিল সমর্থকরাও


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-৭-২০২১ দুপুর ১:৫২

কোপা আমেরিকার ফাইনাল। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই ফাইনালে ব্রাজিলের মাটিতে তাদেরই হারিয়ে লিওনেল মেসির আর্জেন্টিনা জিতেছে শিরোপা। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে এই হারে কোথায় শোকে মুষড়ে পড়বেন ব্রাজিলিয়ান সমর্থকরা, তা না করে সব ভেদাভেদ ভুলে তারাও উদযাপনে শামিল হলেন ‘মেসি, মেসি’ রবে। 

ঐতিহ্যবাহী এস্তাদিও দে মারাকানায় রোববারের ফাইনালে মেসির আর্জেন্টিনা মুখোমুখি হয় ব্রাজিলের। সে ম্যাচে ২২ মিনিটে আনহেল ডি মারিয়ার একমাত্র গোলে জয় নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। তাতে টানা দ্বিতীয় আর সব মিলিয়ে দশম কোপা আমেরিকাটা অধরাই রয়ে যায় ব্রাজিলের। অন্যদিকে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠ আসরের সর্বোচ্চ ১৫তম শিরোপাটা ঘরে তোলে আর্জেন্টিনা। 

ফাইনালের আগ থেকেই শোনা যাচ্ছিল, একটা বড় অংশের ব্রাজিলিয়ান ফাইনালে সমর্থন যোগাবেন মেসির আর্জেন্টিনাকে। সেখানে যে মেসির জনপ্রিয়তা আকাশছোঁয়া! এই তো কিছুদিন আগেই এক ব্রাজিলিয়ান সমর্থক আলোচনায় এসেছিলেন নিজের পিঠে মেসির উল্কি আঁকিয়ে। আর্জেন্টাইন অধিনায়ক পরে সে উল্কিতে নিজের স্বাক্ষর রেখেছেন, ব্রাজিলিয়ান সেই মেসিভক্ত পরে সেটাতেও আঁকিয়ে নিয়েছেন উল্কি। 

সেই ব্রাজিলেই আরেকটা ফাইনালে যে মেসির সমর্থন থাকবে, তা অনেকটাই অনুমিত কিছু। হয়েছেও তাই। ফাইনালের আগেই বেশ কিছু সমর্থক সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন সে কথা। তাতে বিরূপ প্রতিক্রিয়াও জানিয়েছিলেন নেইমার আর থিয়াগো সিলভারা। 

তবে তা ফাইনালে ব্রাজিলিয়ানদের মেসি-সমর্থনে ভাটার টান পড়াতে পারেনি। মেসির আর্জেন্টিনা যখন মাতল শিরোপার উল্লাসে, তার কিছু পরেই মারাকানা স্টেডিয়ামের বাইরে দেখা মিলল অনন্য এক দৃশ্যের। অনেক ভক্ত, যাদের গায়ে ছিল আকাশী সাদা রঙা জার্সি, তারা নেচে-কুঁদে উদযাপন করছিলেন দলের শিরোপাজয়, তাদের সঙ্গে মিলে ‘মেসি, মেসি’ রবে গলা ফাটাচ্ছিলেন সেলেসাও সমর্থকরাও।

বিষয়টার গুরুত্ব আঁচ করা যায় এর কিছু পরেই শেষ হওয়া ইউরো ২০২০ এর ফাইনালের পর ইংলিশ ভক্তদের প্রতিক্রিয়ায়। কোপা আমেরিকার মতো সে প্রতিযোগিতার ফাইনালেও ছিল স্বাগতিক দল, তারাও গিয়েছিল হেরে। কিন্তু ব্রাজিল সমর্থকদের মতো তারা প্রতিপক্ষের সঙ্গে উল্লাসে মাতেননি, বরং হামলে পড়েছিলেন প্রতিপক্ষ ইতালির সমর্থনে আসা দর্শকদের ওপর! 

এদিকে মেসি নিজেও সেদিনের উদযাপনে প্রথমে ব্রাজিল তারকা নেইমারকে জড়িয়ে ধরেছিলেন। পরে আন্তর্জালে ছড়িয়ে পড়া একটা ভিডিও ক্লিপে দেখা যায়, এই জয়ের উদযাপনে মেসির সতীর্থরা ‘ওলে, ওলে, ওলে’ স্লোগানের সঙ্গে ব্রাজিলকে নিয়েও চুটকি কাটতে যাচ্ছিলেন, আর্জেন্টাইন অধিনায়ক সঙ্গে সঙ্গেই থামিয়ে দিয়েছেন তা। এমন কিছু করতে পারেন যিনি, তার জন্যে ব্রাজিলিয়ান সমর্থকদের এমন উদযাপন তো যুক্তিযুক্তই। 

তার জয় ছাড়িয়ে যায় চিরপ্রতিদ্বন্দ্বিতার গণ্ডি। তার সাফল্য উদযাপনে মাতে প্রতিপক্ষ সমর্থকরাও।  মেসির মাহাত্ম্য বোধহয় কিছুটা আঁচ করা যায় এতেই!

এমএসএম / এমএসএম

ইয়ামাল-নিকোলের প্রেম তাহলে ভেঙেই গেল, নেপথ্যে কী?

কার মাথায় উঠবে শ্রেষ্ঠত্বের ‘প্রথম’ মুকুট

টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যাবেন শান্ত, নিশ্চিত করল বিসিবি

বেটিংয়ে জড়ানোয় ১৪৯ রেফারি বরখাস্ত

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে যেমন হবে একাদশ, বাদ জাকের!

দুই ফরম্যাটের সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ

ভিনিসিয়ুসের সঙ্গে নতুন চুক্তির পরিকল্পনা রিয়ালের!

অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ

তৃতীয় টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করল বিসিবি

সিরিজ বাঁচানোর ম্যাচে ফিরছেন জাকের, একাদশে কারা থাকছেন?

গোলরক্ষক মার্টিনেজের গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

প্রথমবার জাতীয় লিগে চট্টগ্রামের ‘রহস্য’ স্পিনার রুবেল

কালামের সেঞ্চুরিতে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ