রাষ্ট্রীয় সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আলী আশরাফ
রংপুরের বিশিষ্ট সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফ (৬৬) আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। সোমবার (১২ জুলাই) রাত ৮টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে স্ত্রী ও দুই মেয়ে, জামাতাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার (১৩ জুলাই) বাদ জোহর রংপুর নগরীর পূর্ব কামাল কাছনা জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার (রাষ্ট্রীয় সম্মান) নিবেদন করা হয়। পরে তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় রংপুর প্রেসক্লাবের সামনে। সেখানে সর্বস্তরের মানুষ তার কফিনে ফুলেল শ্রদ্ধা জানান। বিকেল ৩টায় নগরীর নূরপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার (১১ জুলাই) গুরুতর অসুস্থ হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে সাংবাদিক আলী আশরাফ ২০১৭ সালের ৮ জুন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তিনি প্যারালাইসড, উচ্চরক্তচাপ, ডায়াবেটিস ছাড়াও বিভিন্ন রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন।
অসুস্থ হওয়ার আগে আলী আশরাফ বাংলাদেশ টেলিভিশনের রংপুর প্রতিনিধি, দৈনিক বায়ান্নোর আলোর নির্বাহী সম্পাদক এবং বাংলাদেশ বেতার রংপুরের নগর সংবাদদাতা হিসেবে দায়িত্বে ছিলেন। এর আগে তিনি স্থানীয় পত্রিকা দৈনিক যুগের আলো ও দৈনিক দাবানল-এর নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি স্বাধীনতাপরবর্তী বাংলার বাণী, সংবাদ ও আমাদের সময় পত্রিকায় রংপুর থেকে কাজ করেন।
আলী আশরাফ রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। টগবগে তরুণ বয়সে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তার ৪৫ বছরের সাংবাদিক জীবনে অনেক সম্মাননা ও অর্জন রয়েছে। আলী আশরাফ একজন সফল বাবা। তার বড় মেয়ে আমিনা লাবিব অমি উচ্চশিক্ষত। বড় জামাতা শামীম জামান। বাংলাদেশের একজন জনপ্রিয় নাট্যাভিনেতা ও পরিচালক। তার ছোট মেয়ে আদিবা লাবিব বনির স্বামী কাজী শুভ। তিনিও একজন বিশিষ্ট সঙ্গীতশিল্পী। তার শব্দ এবং পুর্নতা নামে দুই নাতি-নাতনি রয়েছে।
তার স্ত্রী জেনিফার আলী এলি। তিনি সেই নারী, যিনি ১৯৭২ সালের ১১ মে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রংপুর সফরে এলে সার্কিট হাউসে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য বারান্দার ক্ষোপ ক্ষোপ বেয়ে বেয়ে উঠে বঙ্গবন্ধুর হাতে ফুল দিয়েছিলেন। সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জেনিফার এলির মাথায় হাত রেখে হাসিমুখে কথা বলেছিলেন।
এমএসএম / জামান