সিংগাইরে বিএনপির ১৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩
মানিকগঞ্জের সিংগাইরে ককটেল বিস্ফোরণ ও সিএনজি চালিত অটোরিকশায় আগুন দেয়ার ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আলীসহ ১৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আরো ২০-২৫ জন বিএনপির নেতাকর্মীকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
রোববার (২৭ নভেম্বর) সিএনজির মালিক রুবেল মিয়া বাদী হয়ে বিষ্ফোরক দ্রব্য আইনে মামলাটি দায়ের করেন। মামলার পরিপেক্ষিতে পুলিশ এজাহারভূক্ত ৩ আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতাররা হলো- মামলার এজাহারভূক্ত আসামী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আজিমপুর মহল্লার মৃত শেখ গরীবুল্লার পুত্র আঃ গফুর (৬০), লক্ষীপুর তালতলা গ্রামের মৃত দলিল উদ্দিনের পুত্র সালাম(৪৫) ও হিসামুদ্দিনের পুত্র আঃ ছামাদ (৩৬)।
মামলার এজাহারভূক্ত আসামীরা সকলেই বিএনপির নেতাকর্মী ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্তর সমর্থক বলে জানা গেছে।
মামলার এজাহারসুত্রে জানা যায়, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে সিংগাইর বাসস্ট্যান্ডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মামলার আসামীরা আগামী ১০ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশ অচল করার লক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছিল। এ সময় সিএনজি গাড়িটি দেখা মাত্র ককটেল নিক্ষেপ করে তারা। এতে গাড়িটি পুড়ে ২ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে বাদী করে তার এজাহারে উল্লেখ করা হয়।
এদিকে বিএনপি এ মামলাটিকে হয়রানিমূলক মিথ্যা বলে দাবি করেছেন। পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র অ্যাড.খোরশেদ আলম ভূঁইয়া জয় বলেন, গায়েবী ও পরিকল্পিত মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদেরকে হয়রানি করা হচ্ছে। আমি এ মিথ্যা মামলা প্রত্যাহারসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্তে মুক্তিদাবী করি।
মামলার তদন্ত কর্মকর্তা শেখ কামরুল ইসলাম বলেন,ঘটনাস্থল থেকে পোড়া গাড়ি ও ককটেলের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
এ ব্যাপারে সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আদিত্য বলেন,বিএনপি সারাদেশ অচল করার লক্ষে শক্তি প্রদর্শন ও তাদের পেশীশক্তি প্রকাশ করার জন্য এমন ঘটনা ঘটিয়েছে।
প্রীতি / প্রীতি
রাণীশংকৈলে কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় ৮ জনের নামে থানায় মামলা
চট্টগ্রামে আরও চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
চট্টগ্রাম মহানগর যুবদলের মোশাররফ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার
লাঙ্গলবাঁধ তিন ব্যবসায় প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
কালিয়ায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার
তারাগঞ্জ উপজেলার নবাগত ইউএনও'র মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাদারীপুরের দুই আসনে বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা আক্তার ও জাহানদার আলী জাহান
রংপুরের কাউনিয়ায় মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে
সরকারি নির্দেশনা অমান্য করে রাণীশংকৈলে শিক্ষকদের আন্দোলন কর্মসূচি
কাউনিয়ায় বিজয় দিবস উদযাপনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন
মেহেরপুর মুজিবনগরে সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক ১ যুবক গ্রেপ্তার
কালিয়ায় সুধীজন ও দপ্তরের কর্মরতদের সাথে মতবিনিময় করলেন নবাগত ইউএনও জান্নাতুল ইসলাম