শৈলকুপায় দলিল লেখকদের কর্মবিরতি

শৈলকুপা উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসে সাব-রেজিস্ট্রার ও দলিল লেখকদের পরস্পরবিরোধী অবস্থান, ঘুষ কেলেঙ্কারি,দলিল রেজিষ্ট্রি জালিয়াতি এবং দলিল লেখককে সাসপেন্ড এর ঘটনায় দলিল লেখকদের কর্মবিরতি ধর্মঘট পালিত হয়েছে।
এদিকে দলিল রেজিস্ট্রি না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। তবে সাব রেজিস্টার ইয়াসমিন শিকদার তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন। উপজেলার মধ্যে দলিল কমিশনে অতিরিক্ত ফি দাবি, দলিল রেজিস্ট্রির সময় নানা অজুহাতে দলিল প্রতি অতিরিক্ত অর্থ আদায় ও বিলম্বে অফিসে আসাসহ বিভিন্ন অভিযোগে রোববার থেকে সাব রেজিস্টার ইয়াসমিন শিকদারের বিরদ্ধে এ কর্ম বিরতি শুরু হয়েছে বলে জানান দলিল লেখকরা।
জানা যায়, সাব-রেজিস্ট্রার দলিল করার ক্ষেত্রে দীর্ঘ বছরের প্রচলিত নিয়ম পরিবর্তন করে অনৈতিক কর্মকান্ডে মৌখিক ও কাগুজে নিয়ম’ চালু করেন। আর এ কারণেই ক্ষুব্ধ হয়ে দলিল লেখকেরা প্রতিবাদস্বরূপ দলিল লেখা বন্ধ করে দেন। এভাবে সাব-রেজিস্ট্রার ও দলিল লেখকদের পরস্পরবিরোধী অবস্থানের কারণে শৈলকুপা সাব-রেজিস্ট্রি অফিসে গত দুইদিন যাবৎ দলিল রেজিস্ট্রি বন্ধ রয়েছে।
সাব-রেজিস্ট্রার ও দলিল লেখকদের পরস্পরবিরোধী অবস্থানের মধ্যেই হঠাৎ করে গতকাল রবিবার এবং সোমবার সাব-রেজিস্ট্রার ইয়াসমিন শিকদারের বিরুদ্ধে ঘুষের অভিযোগ এনে দলিল লেখকেরা স্ববিরোধী বক্তব্য দিয়েছেন এবং
কর্মবিরতি পালন করছেন। দলিল লেখকেরা সবাই সাব-রেজিস্ট্রারের ঘুষ গ্রহণের বিষয়টি এক বাক্যে স্বীকার, তাঁরা এভাবে আর ঘুষ দেবেন না বলেও ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়েছেন এবং তা বন্ধের ব্যাপারে ঐকমত্য পোষণ করেছেন ও কর্মবিরতির আন্দোলন চালাচ্ছেন ।
এ বিষয়ে শৈলকুপা দলিল লেখক সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক কালিপ্রসাদ বিশ্বাস এবং আক্তারুজ্জামান খান মনির এর কাছে জানতে চাইলে তারা বলেন, সাব রেজিস্টার ইয়াসমিন শিকদার শৈলকুপায় যোগদানের পর থেকে দলিল লেখকরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। সমিতির নামে দলিল লেখকদের কর্মবিরতির বিষয়টি স্বীকার করেন।
দলিল লেখক রবিউল ইসলাম সাবু অভিযোগ করেন, তার কাছ থেকে লিখিত একটি দলিলে ঢাকায় কমিশন করে রেজিস্টার করতে ৬০ হাজার টাকা নিয়েছেন সাব রেজিস্টার ইয়াসমিন শিকদার। অথচ এ কাজের সরকারি কমিশন ফি নয় হাজার টাকা বলে।
এ বিষয়ে শৈলকুপা সাব-রেজিস্ট্রার ইয়াসমিন শিকদার অনৈতিক সুবিধা, অতিরিক্ত অর্থ গ্রহণের অভিযোগ, ঘুষ গ্রহণের বিষয়টি অস্বীকার করেছেন এবং তিনি জানান,দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক আক্তারুজ্জামান খান মনির অসাধু উপায়ে, কৌশলে প্রতারণা মুলকভাবে দলিল রেজিষ্ট্রি করায় তিনি তাকে সাসপেন্ড করার কারনে তারা আমার বিরুদ্ধে এ কর্মবিরতি পালন করছে ।
সাব রেজিস্টার ইয়াসমিন শিকদার আরো বলেন, দলিল লেখকরা তার বিরুদ্ধে যে অভিযোগ করছেন এটা তাদের মনগড়া। তিনি সরকারি নিয়মের বাইরে কোনো দলিল রেজিস্ট্রি করেন না বলেও দাবি করেন।
রেজিষ্ট্রি দলিলের কাগজপত্রাধি সংগ্রেহে জানা গেছে, শৈলকুপা উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসে অসাধু উপায়ে,ঘুষ দুর্নীতির মাধ্যমে রেজিষ্ট্রি জালিয়াতির প্রমান পাওয়া গেছে।যার দলিল নাম্বার ৬০৪০/২১ সাল,রেজিষ্ট্রি তারিখঃ৩১/১০/২০২১,জমির পরিমান ২৯.৫০শতক। গ্রহীতাঃ নাইমূল ইসলাম নোমান গং পিতাঃ ভূমিদস্যু জালিয়াতকারি ফরিদুল ইসলাম ভুন্ডুলে । দাতাঃ রোকসানা ইসলাম লাবনী গং পিতাঃ মৃতঃ রেজাউল ইসলাম টুকু। সর্বসাং হাটফাজিলপুর ১৬৯নং মৌজা। শৈরকুপা উপজেলার সাব-রেজিস্ট্রার ইয়াসমিন শিকদার , দলিল লেখক চর আউশিয়া গ্রামের মোঃ বাবুল আক্তার,পিতা-মোঃ ইয়াকুব আলী, সনদ নাম্বার ১৩২ এবং দলিল সনাক্তকারি শিক্ষক মাহাবুবুল ইসলাম জুয়েল এর যোগসাজশে ব্যাপক ঘুষ বানিজ্যের মাধ্যমে প্রায় কোটি টাকা মূল্যের জমি রেজিষ্ট্রি সম্পন্ন হয়েছে।
এদিকে শৈলকুপা সাব-রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রি জালিয়াতির ঘটনায় যশোর দু’দক অফিসের কর্মকর্তা বাদী হয়ে শৈলকুপা থানায় তৎকালিন কর্মরত শৈলকুপার সাব রেজিষ্টারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং ০৬/২৬০ তারিখ ১০/১১/২০১৪। দুনীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোর এর ই/আর নং ২০/২০১০ অনুসন্ধান কালে, আসামীদের বিরুদ্ধে মামলা রুজুর অনুমতি প্রদান তারিখ ১৫/১০/২০১৪।জমির এস.এ দাগ নং ৩০৭৭, নির্মল কুমার এর কবলা দলিল নাম্বার ৬৫২০,তারিখ ০৪/১২/১৯৭২, ১৬৯নং হাটফাজিলপুর মৌজার। দলিল লেখক,ভুয়া দাতা,ব-কলমে স্বনাক্তকারিসহ মূল অপরাধিরা এখনও ধরাসোয়ার বাইরে। দুদকে মামলার জালিয়াতী দলিল নং ৫৬৮৬/০৯, তারিখ ২১/ ১২/০৯,দলিল নাম্বার ৫৬৮৫/০৯, তারিখ- ২১/১২/০৯ জালিয়াতী নাম পত্তন নং- ৫৮৯/১-১/০৯-১০ তারিখঃ ২৮/০৭/০৯ ইং। দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা মতে আসামীগন ১৩৫২ নং খতিয়ানের খরিজের উদ্ধৃতি দিয়ে ১৩৫২/১ নম্বর খতিয়ানের ভূয়া পর্চা তৈরী করে ৫৬৮৫/০৯,এবং ৫৬৮৬/০৯ দলিল রেজিঃ সম্পন্ন করে প্রতারনা ও জালিয়াতির আশ্রয় গ্রহন করায় শান্তি যোগ্য অপরাধ করেছেন মর্মে রেকর্ড পত্র দৃষ্টে প্রাথমিক ভাবে প্রতিয়মান হওয়ায় ,আসামী তৎকালীন শৈলকুপায় কর্মরত সাব রেজিষ্টার মোঃ মমিন উদ্দিন মন্ডল, পিতা নিজাম উদ্দীন মন্ডল ,থানা ভুরুঙ্গামারি ,জেলা কুড়িগ্রাম কে আসামী করে মামলা দায়ের করেন।বিচার বিহিন মামলাটি আজও অবদি শৈলকুপা থানায় থেকে যায়।
শৈলকুপা সাব-রেজিষ্ট্রি অফিসের রেজিষ্ট্রি জালিয়াতী হাটফাজিলপুর ১৬৯নং মৌজার দলিল নং- ৬৩০৫/১১, রেজিঃ তাং- ২৬/১২/১১ ইং,জালিয়াতী হাল খতিয়ান বুজরাত নং১০৬০, ডিপি খতিয়ান নং ২৭।দলিল নং-২০৭১/১৪,রেজিষ্ট্রি তারিখ ২৮/০৪/২০১৪,দলিল নং ১৭৫০/১০ রেজিষ্ট্রি তারিখ ২৩/০৩/২০১০,জালিয়াতি দলিল নং-৬৮৪০/৬৮ তাং-২৬/১২/১৯৬৮ ইং ।
দলিল জালিযাতির ঘটনায় শৈলকুপা উপজেলার বেষ্টপুর গ্রামের ছেলে যশোর ডি.আর অফিসের প্রশাসনিক কর্মকর্তা ছিলেন মোঃ ইব্রাহীম হোসেন বাবুল,বর্তমানে জেলা রেজিস্ট্রারের কার্য্যালয় কুষ্টিয়াতে প্রধান সহকারী হিসাবে কর্মরত আছেন। ঘুষ-দুর্নীতি ও ভূমি জালিয়াতির দুর্নীতির মাধ্যমে অসৎ উপায়ে নামে-বেনামে কোটি কোটি টাকা ও সম্পদের মালিক বনে গেছেন। দুর্নীতির এই বরপুত্র এখনো ধরাছোঁয়ার বাইরে,তিনি কর্মক্ষেত্রে এখনো বহালতবিয়তে রয়েছেন।২০১৮সালে যশোর ডি.আর অফিসে কর্মরত থাকাবস্থায় দলিল জালিয়াতি সিন্ডিকেট এর যোগসাজশে যশোর ডিআর অফিসের দলিলের রেকর্ড ভোলিয়াম বই থেকে শৈলকুপা উপজেলার ১৬৯নং পৌজার হাটফাজিলপুর এলাকার গ্রহিতা রেজাউল ইসলাম ও দাতাঃ ফরিদুল ইসলাম, দলিল নং ১১৩৯/৮১ , রেজিষ্ট্রি তারিখঃ ২০/০১/১৯৮১ সালের দলিলটি যশোর সাব-রেজিষ্ট্রি (ডি.আর)অফিসের তৎকালিন বড় বাবু ,শৈলকুপার ১৩নং উমেদপুর ইউনিয়নের বেষ্টপুর গ্রামের ইব্রাহীম হোসেন বাবুলের সহযোগিতায় ভোলিয়াম বই থেকে ১১৩৯/৮১ নং দলিলের সব পাতা ব্যাপক টাকার বিনিময়ে ছিড়ে ফেলতে সক্ষম হয়েছেন তিনি ।
এবিষয়ে মোঃ ইব্রাহীম হোসেন বাবুলের মোবাইল নাম্বারে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি যশোরে ২০১৯সাল পর্যন্ত কর্মরত ছিলাম। এবিষয়ে আমি কিছু জানিনা এবং কোন বক্তব্যও দিতে রাজি নয়। শৈলকুপা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে সাব-রেজিষ্টার, দলিল লেখকদের ঘুষ-দুনীতির এবং অসাধু উপায়ে দলিল রেজিষ্ট্রির ঘটনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিবেন এমনটি প্রত্যাশা করছেন উপজেলার সাধারন মানুষের।
প্রীতি / প্রীতি

নড়াইলে গণঅধিকার পরিষদ কর্তৃক লায়ন নুর ইসলামকে সংবর্ধনা

চেয়ারম্যান থেকে সাধারণ সম্পাদক জনআস্থার প্রতীক সাইফুল আলম মৃধা

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণ এর উদ্বোধন

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেই চলেছে

নড়াইলে গণঅধিকার পরিষদের উদ্যোগে তুলারামপুর ব্রিজের সৌন্দর্যবর্ধন উদ্বোধন

রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

অভয়নগরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন, অব্যবস্থাপনার অভিযোগ

নোয়াখালী জেনারেল হাসপাতালে দালালের দৌরাত্ম, অভিযানে ৭ দালালের কারাদন্ড

শিবচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতকানিয়া কেরানীহাটের মাছ বাবুল গ্রেফতার

কোটালীপাড়ায় শরীরে আগুন দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক
