ঝিনাইদহে আয়কর দাখিলে মানুষের আগ্রহ বেড়েছে

ঋণ গ্রহন, শেয়ার হোল্ডার, পৌরসভায় ট্রেড লাইসেন্স নিতে, ঠিকাদারী লাইসেন্স, চিকিৎসা সেবা দিতে, জমি ক্রয়, আগ্নেয় অস্ত্রের লাইসেন্সসহ দেশের ৪০টি আর্থিক সেবা পেতে এখন আয়কর রির্টান দাখিলের প্রচলন করায় ব্যবসায়ী, চাকুরিজীবী, ঠিকাদারসহ বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে রির্টান দাখিলের আগ্রহ বেড়েছে। ৩০নভেম্বর কর দিবসকে সামনে রেখে ঝিনাইদহ উপ কর কমিশিনারের কার্যালয়ে কর দাতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
শিক্ষক, আইনজীবী, ব্যাংকার, ব্যবসায়ী, ঠিকাদার, ডাক্তার ছাড়াও বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তা কর্মচারীরা লাইনে দাড়িয়ে তাদের রির্টান দাখিল করছেন। এছাড়া প্রথম বারেরমত অনলাইনেও যথেষ্ট পরিমান করদাতা তাদের রির্টান জমা দিচ্ছেন বলে জানা যায়। বিগত বছরের তুলনায় এবার ২০২২-২০২৩ অর্থ বছরে রির্টান দাখিলের পরিমান বেশী হবে বলে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা গেছে।
ঝিনাইদহের সহকারী কমিশনার মোঃ শিহাব উদ্দীন আহম্মেদ জানান, গত ২৯নভেম্বর পর্যন্ত প্রায় ৯হাজার কর দাতা সরাসরি এবং অনলাইনে আরও ৬শত গ্রাহক তাদের রির্টান জমা দিয়েছেন। এখনো দিন বাকী আছে আমরা আশা করছি আমাদের টার্গেট পূরণ হবে।
গত ২০২১-২০২২ অর্থ বছরে ১৯- ঝিনাইদহ সার্কেলে আয়কর জমার টার্গেট ছিল ৪৮ কোটি ১০ লাখ যা যথা সময়ে পূরণ হয়েছে বলে তিনি জানান, এছাড়া এবছর ২০২২-২০২৩ অর্থ বছরে আয়কর জমার টার্গেট আছে ৫৪ কোটি ২৯লাখ যা পূরণ হবে বলে তিনি আশাবাদি। সহকারী অধ্যাপক কে এম সালেহ,গৃহিনী মমতাজ বেগম ও ব্যাংকার ফিরোজ আহম্মেদ সহ বেশ কয়েকেজন করদাতা বলেন অনলাইনে ফরম পূরণ আর একটু সহজ হলে গ্রাহকদের আর কষ্ট করে অফিসে এসে ভীড় জমাতে হতোনা।
এপ্রসঙ্গে সহকারী কমিশনার বলেন, রির্টান আর একটু সহজ করা যায় কিনা সে ব্যাপারে কতৃপক্ষের নিকট আলোচনা করবো। স্বাভাবিক ব্যক্তির জন্য যাদের বছরে আয় ৩লক্ষ টাকার বেশী তারা এবং মহিলা, তৃতীয় লিঙ্গ ও ৬৫ বছরের উর্ধ্বে বয়স তাদের ক্ষেত্রে ৩লক্ষ ৫০ হাজার টাকার বেশি আয় হলে আয়কর দিতে হবে। তাছাড়া চাকুরীজীবীদের ক্ষেত্রে মাসিক ১৬হাজার টাকার উপরে স্কেলধারীদের ক্ষেত্রে রির্টান দাখিল করার বাধ্যবাধকতা
রয়েছে।
প্রীতি / প্রীতি

ডাকসু-জাকসু নির্বাচনের পর চাঁদপুরে মিশ্র প্রতিক্রিয়া

রায়পুরে ইউএনও-র বিরুদ্ধে বিক্ষোভ, পরে ক্ষমা চাইলেন অটোচালক ও মালিক শ্রমিকরা

ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পিকআপ, চালকসহ নিহত ২

রাজনৈতিক বলয়ে প্রভাব বিস্তার করে জমি দখলের পায়তারা

নাগরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতিটি মন্দিরে শতভাগ নিরাপত্তা নিশ্চিতকরণে আইপি ক্যামেরা বিতরণ

তানোর নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ

কাপ্তাইয়ে দুর্গাপূজার মন্ডপ গুলোতে চলছে জমজমাট প্রস্তুতি

সংগ্রামী নারী খালেদা খাতুন: অপমান-অত্যাচার পেরিয়ে স্বাবলম্বী উদ্যোক্তা

ফরিদপুর-১ আসনে তারেক রহমানের পক্ষে ৩২৫ মন্দিরে আর্থিক সহায়তা দিচ্ছেন নাসিরুল ইসলাম

নড়াইলে গণঅধিকার পরিষদ কর্তৃক লায়ন নুর ইসলামকে সংবর্ধনা

চেয়ারম্যান থেকে সাধারণ সম্পাদক জনআস্থার প্রতীক সাইফুল আলম মৃধা

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণ এর উদ্বোধন
