ঢাকা রবিবার, ৩ আগস্ট, ২০২৫

টুইটারের আইনজীবী বরখাস্ত


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৭-১২-২০২২ বিকাল ৬:২৭

টুইটারের আইনজীবী জেমস বেকারকে বরখাস্ত করেছেন ইলন মাস্ক। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে ব্যবসায়ী হান্টার বাইডেনের ল্যাপটপ সম্পর্কিত বিতর্কের মধ্যে আইনজীবীকে বরখাস্ত করলেন তিনি। মঙ্গলবার (৬ ডিসেম্বর) এক ঘোষণায় এ বিষয়টি নিজেই জানান ইলন।

জেমস বেকার ২০২০ সালে টুইটারের ডেপুপি জেনারেল কাউন্সেল হিসেবে যোগ দেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা এফবিআই’র আইনজীবী ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ প্রশ্নে এফবিআই যে তদন্ত করেছিল, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন জেমস বেকার।

বেকারকে বরখাস্তের ব্যাপারে এক টুইটার বার্তায় ইলন মাস্ক বলেন, টুইটার প্লাটফর্মে হান্টার বাইডেনের ল্যাপটপ বিতর্ক সামলানোর বিষয়ে তথ্য ধামাচাপা দেয়ার চেষ্টার ঘটনার উদ্বেগ থেকে শীর্ষ আইনজীবীকে সরিয়ে দিয়েছেন তিনি।

ইলন আরও বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমত প্রকাশের জন্য গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত গোপন করার ক্ষেত্রে সম্ভাব্য ভূমিকার কারণে’ জেমস বেকারকে সরিয়ে দেয়া হয়েছে। তিনি বলেন, হান্টার বাইডেনের ল্যাপটপ সংক্রান্ত খবর প্রকাশ আটকে দেয়ার বিষয়টি নিয়ে ‘অবিশ্বাসযোগ্য’ ব্যাখ্যা দেন জেমস।

এদিকে ম্যাট টাইবি নামে এক সাংবাদিক ও লেখক জেমস বেকারকে নিয়ে চাঞ্চল্যকার খবর প্রকাশ করেছেন। এক টুইটার বার্তায় তিনি বলেছেন, হান্টার বাইডেনের ল্যাপটপ বিতর্কের খবর প্রকাশে টুইটারের ভূমিকা সম্পর্কিত নতুন অভ্যন্তরীণ নথি প্রকাশের যে পরিকল্পনা করা হয়েছিল, আইনজীবী জেমস বেকারের ‘ভেটো’র কারণে তা বিলম্বিত করা হয়।

হান্টারের ল্যাপটপ বিতর্ক নিয়ে গত কয়েকদিন ধরে একের পর এক তথ্য সামনে আনছেন স্বাধীন সাংবাদিক হিসেবে পরিচিত ম্যাট টাইবি। গত ৩ ডিসেম্বর তিনি দাবি করেন, ২০২০ সালে হান্টারের ল্যাপটপ সংক্রান্ত খবর প্রকাশে বাধা দিয়েছিলেন টুইটার কর্তৃপক্ষ।

হান্টার নিয়ে যাবতীয় বিতর্কের সূত্রপাত ২০২০ সালের অক্টোবরে। প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে যুক্তরাষ্ট্রের এক প্রথম সারির সংবাদ মাধ্যম তৎকালীন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বাইডেনেরে ছেলে হান্টারের ল্যাপটপকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে দাবি করা হয়, হান্টার ডেলাওয়্যার রাজ্যের উইলমিংটনের একটি দোকানে নিজের ল্যাপটপ সারাতে দিয়েছিলেন।

নির্দিষ্ট ওই ল্যাপটপে কিছু ই-মেল ছিল, যা থেকে নির্বাচনী প্রচার চলাকালে বাইডেন যে দুর্নীতিতে জড়িয়েছিলেন সেটা প্রমাণ করা যেতে পারে। সে সময় ওই দোকানের এক কর্মচারী জানিয়েছিলেন, ২০১৯ সালে ল্যাপটপটি দিয়ে যাওয়ার পর সেটি আর ফেরত নিতে আসেননি হান্টার। সেই সময় ওই প্রতিবেদন নিয়ে হইচই শুরু হওয়ায় বিষয়টি তদন্ত শুরু হয়।

তবে তদন্তের পর ফরেন্সিক বিশেষজ্ঞেরা জানান, ওই ল্যাপটপ শুধুমাত্র হান্টার একা ব্যবহার করেননি। ফলে সেখান থেকে ফরেন্সিক নমুনা পাওয়া খুবই মুশকিল। ভোটের আগে হওয়ায় বিষয়টি ঝাঁপিয়ে পড়েন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওই সংবাদমাধ্যম অবশ্য পরে জানায়, ট্রাম্প-ঘনিষ্ঠ লোকজনই তাদের ওই ই-মেইলগুলো সম্পর্কে জানিয়েছিল। এমনকি সেগুলো থেকে বাইডেনের দুর্নীতি আদৌ প্রমাণ করা সম্ভব কিনা, তা নিয়েও যথেষ্ট সংশয় ছিল।

ওই ঘটনার প্রায় দুই বছর পর চলতি সপ্তাহে সাংবাদিক ও লেখক ম্যাট টাইবি বিস্ফোরক দাবি নিয়ে সামনে আসেন। তিনি বলেন, ২০২০ সালে হান্টারের ল্যাপটপ সংক্রান্ত খবর প্রকাশে বাধা দিয়েছিলেন টুইটার কর্তৃপক্ষ।

এক টুইটার বার্তায় তিনি লেখেন, প্রথমে নিরপেক্ষভাবে কাজ করলেও পরে বিভিন্ন প্রভাবশালী ও ক্ষমতাবান ব্যক্তিত্বের ‘অনুরোধে’ নানা টুইট ও বিতর্কিত খবরের লিংক ডিলিট করেছে টুইটার। হান্টার বাইডেনের ল্যাপটপ সংক্রান্ত খবরও তার মধ্যে পড়ে।

এর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমটির বর্তমান কর্ণধার ও সিইও ইলন মাস্ক জানান, হান্টার বাইডেনের ল্যাপটপ বিতর্কের খবর নিয়ে ‘টুইটার ফাইলস’ নামে একটি সিরিজ় খুব শিগগিরই প্রকাশ্যে আসছে। যেখানে প্রথমে থাকবে হান্টারের ল্যাপটপ সংক্রান্ত বিধি-নিষেধের প্রসঙ্গ।

গত অক্টোবর মাসের শেষ সপ্তাহে টুইটারের মালিকানা নিয়েই কোম্পানির শীর্ষ নির্বাহীদের চারজনকে বরখাস্ত করেন ইলন মাস্ক। পুরোনোদের বাদ দেয়ার সঙ্গে সঙ্গেই নিজের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করার জন্য একটি ছোট কাউন্সিল তৈরি করেন তিনি।

ছোট এই দলে আছেন মাস্কের ব্যক্তিগত আইনজীবী, তার চিফ অব স্টাফ ও একাধিক বিনিয়োগকারী বন্ধু। নতুন এই দলটি এরই মধ্যে গণছাঁটাই সম্পন্ন করেছে। কোম্পানির কনটেন্ট মডারেশন পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করে এবং অর্থের বিনিময়ে ইউজার ভেরিফিকেশন প্যাকেজ তৈরি করে।

সুজন / সুজন

মঙ্গলের হিমবাহের ৮০ শতাংশই বিশুদ্ধ পানির বরফ: গবেষণা

জিমেইল ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী বিটচ্যাট, চলবে ইন্টারনেট ছাড়াই

বাইকের ব্যাটারির যত্ন ও চার্জ ধরে রাখবেন যেভাবে

এসিরও হার্ট আছে জানেন কি?

ফ্যাক্ট চেকিংয়ের পরিবর্তে ‘কমিউনিটি নোটস’ আসছে

স্টারলিংকের ইন্টারনেটে স্বাধীনতা নাকি নিয়ন্ত্রণ

প্রতি মাসে জেমিনি ব্যবহারকারী ৩৫ কোটির বেশি

এসিই রুম হিটারের কাজ করবে, জানুন পদ্ধতি

গুগল ডুডলে নতুন বছর বরণ

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এআই গডফাদারের ভয়ংকর ভবিষ্যদ্বাণী

গ্রামীণফোনে ‘লিমিটলেস’ ভিডিও দেখার সুযোগ

বিজয় দিবস উপলক্ষে ঢাকা-কক্সবাজার- ফ্রি এয়ার টিকেট জেতার সুযোগ দিল পিপলএনটেক