শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পেলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দীপ্তি রহমানসহ দশ সংগ্রামী নারী
“জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কর্মসূচি ২০২১-২০২২ এ নারী জাগরণের অগ্রদূত মহীয়সী বেগম রোকেয়া দিবসে রোকেয়ার কর্ম ও আদর্শ সামনে রেখে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অনন্য অর্জনের জন্য জেলা ও উপজেলা থেকে পাঁচজন করে মোট দশজন সংগ্রামী নারীকে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার প্রদান করা হয়েছে।জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর,ঝিনাইদহ এর আয়োজনে সকাল সাড়ে ১১টায় এ অনূষ্ঠান অনুষ্ঠিত হয়।
‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী’ ক্যাটাগরীতে ঝিনাইদহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পেয়েছেন জাতীয় মহিলা সংস্থা ঝিনাইদহ জেলা শাখার চেয়ারম্যান, হরিণাকুন্ডুর কৃতি-সন্তান জেলা নারী সমাজ কল্যান সমিতির সভাপতি ও ঝিনাইদহ জেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি
নারী নেত্রী দীপ্তি রহমান।
শুক্রবার (৯ ডিসেম্বর) ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষ অবদানের জন্য মোট দশ নারীর হাতে পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও জেলা প্রশাসক মনিরা বেগম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সেলিম রেজা পিএএ, এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইয়ারুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজীবুল ইসলাম খান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন,ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম.রায়হান,অ্যাড.সালমা উয়াসমিন ,শিশু বিষয়ক কর্মকর্তা,মহিলা কমিশনার ফারহানা রেজা আন্ধস,মহিলা অধিদপ্তরের কর্মকর্তা,জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা, ঝিনাইদ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,উইমেন্স ক্লাবের সভাপতি,সিও
এন্ধিসঢ়;জওর কর্মকর্তাসহ সকল পর্যায়ের নারী নেত্রীগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তর,ঝিনাইদহ এর উপপরিচালক নিলুফার ইয়াসমিন। শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পেলেন জাতীয় মহিলা সংস্থা ঝিনাইদহ জেলা শাখার চেয়ারম্যান দীপ্তি রহমানসহ দশ সংগ্রামী নারী। শ্রেষ্ঠ জয়িতা হিসেবে এ বছর নির্বাচিত হয়েছেন ঝিনাইদহ জেলা পর্যায়ে পাচঁজন এবং উপজেলা পর্যায়ে পাচজন করে মোট দশজন আত্মপ্রত্যয়ী এবং সংগ্রামী নারী।
ঝিনাইদহ জেলা ও উপজেলার সম্মাননা প্রাপ্ত নির্বাচিত শ্রেষ্ঠ পাঁচ ও পাচঁ দশজন জয়িতা হলেন-সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরীতে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার ভায়না গ্রামের রুহুল কুদ্দুস ও রহিমা কুদ্দুসের কন্যা ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু’র বড় বোন দীপ্তি রহমান এবং সদর উপজেলার আলেয়া বেগম,অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে সদর উপজেলার সাগান্না ইউনিয়নের আম্বিয়া খাতুন লাকী,সফল জননী নারী ক্যাটাগরিতে কোটচাঁদপুর উপজেলার তালসা গ্রামের আমিনুর নাহার,শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী শৈলকুপা উপজেলার ১০নং বগুড়া ইউনিয়নের জেসমীন নাহার কামনা ও দুলিনা খাতুন,নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী মোছাঃ নাজমা খাতুন ও ঝিনাইদহ সদর উপজেলার মুক্তা আক্তার সাগরী।
প্রধান অতিথি ও জেলা প্রশাসক জেলার নির্বাচিত জয়িতার হাতে সম্মাননা স্মারক, নগদ অর্থ ও সনদ তুলে দেন। প্রধান অতিথি ও জেলা প্রশাসক মনিরা বেগম বলেন, বাংলাদেশে আজ নারীরা প্রশাসন, বিচার বিভাগ, সশস্ত্র বাহিনী, স্বাস্থ্য-শিক্ষাসহ সব ক্ষেত্রে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে। গত একযুগে এদেশে নারী উদ্যোক্তাদের অভাবনীয় বিকাশ হয়েছে। এসবই সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নারী উন্নয়নে গৃহীত বিভিন্ন বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনার জন্য। শামীমুল ইসলাম শামীম,
প্রীতি / প্রীতি
কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা
‘গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’ : ত্রিশালে ভোটের গাড়ির ব্যতিক্রমধর্মী গণসচেতনতা কার্যক্রম
কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান
রামুতে পুলিশের যৌথ অভিযান: ধানের বস্তায় মিলল রাইফেলের গুলি, অস্ত্র কারিগর কালু গ্রেফতার
প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী তাহমিনা জামান
তারাগঞ্জে মহাসড়কে যত্রতত্র আটো রিকশা, সিএনজি পার্কিং,বাড়ছে দুর্ঘটনা
শেরপুরে সরিষার বাম্পার ফলনের আশা: উৎপাদিত সরিষায় জেলার শতকরা ৭০ ভাগ ভোজ্যতেলের চাহিদা পূরণ হবে
আইনশৃঙ্খলা জোরদারে মনপুরার হাট–বাজারে নৌবাহিনীর ফুট পেট্রোলিং
সুনামগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় পন্যসহ ২ জন আটক
মান্দায় দখলদারিত্ব ধরে রাখতে ফসল বিনষ্টে আগাছানাশক প্রয়োগ
তানোরে অবশেষে তালন্দ কলেজের নিয়োগ বোর্ড স্থগিত!
রাজস্থলীতে পুলিশের অভিযানে চুরির মামলা গ্রেফতার ২