ব্র্যাকে সাপোর্ট অফিসার পদে চাকরির সুযোগ
সম্প্রতি বেসরকারি সংস্থা ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের হেলথ নিউট্রিশন অ্যান্ড পুপলেশন প্রোগ্রামে জনবল নিয়োগ দেবে। লাগবে সিএসসি বা সিএসই বা ইসিই বা স্ট্যাটিস্টিক বিষয়ে ডিগ্রি। আবেদনের শেষ তারিখ ১৪ ডিসেম্বর।
পদের নাম: ডিজিটাল সাপোর্ট অফিসার।
পদের সংখ্যা: নির্ধারিত না।
আবেদন যোগ্যতা লাগবে: সিএসসি বা সিএসই বা ইসিই বা স্ট্যাটিস্টিক বিষয়ে ডিগ্রি থাকতে হবে।
দক্ষতা: কম্পিউটার ফান্ডামেন্টাল, এমএস অফিস অ্যান্ড মোবাইল অ্যাপ্লিকেশন, কম্পিউটার অ্যান্ড মোবাইল, ফেসিলেশন স্কিল, যোগাযোগ দক্ষতা, ইন্টারপারসোনাল স্কিল, ডাটা ম্যানেজন্টে করার সক্ষমতা থাকতে হবে।
অভিজ্ঞতা: পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন যেভাবে: অনলাইনে আবেদন করতে লিংক ক্লিক করুন।
আবেদেনর শেষ: ডিসেম্বর ১৪, ২০২২
বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। এছাড়া উৎসব ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়েটি, স্বাস্থ্য ও জীবন বিমা প্রদান করা হবে।
সুজন / সুজন