ঢাকা বুধবার, ১ অক্টোবর, ২০২৫

বিএনপির ও জামাতের বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তরের জনসভা


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১৩-১২-২০২২ রাত ৯:১৫

১৩ ই ডিসেম্বর ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ শেরেবাংলা নগর  বানিজ্য মেলার মাঠে  সমাবেশের  আয়োজন করে। বিএনপি জামাতের বোমাবাজী অগ্নি সন্ত্রাস  দেশ বিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে আজকের বিক্ষোভ সমাবেশ এতে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান সঞ্চয়লনায় ছিলে এসএম মান্নান কচি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এডঃজাহাঙ্গীর কবির নানক প্রেসিডিয়াম সদস্য মির্জা আজম, আলহাজ্ব সাদেক খান। ঢাকা মহানগর সহ-সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ ফজলে সামস্ পরশ। বাংলাদেশ  যুবলীগের সভাপতি মাঈনুল ইসলাম খান নিখিল, বাংলাদেশ  যুবলীগে সাধারণ সম্পাদক ।  গাজী মেজবাহুল ইসলাম সাচ্চু স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তর সভাপতি এবং বাহাউদ্দীন নাসিম।

সমাবেশের শুরুতেই বক্তব্য দেন আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্র মন্ত্রী। তিনি বলেন বিএনপির নৈরাজ্য আর অন্ধকারে এদেশের জনগণ আর ফিরে যাবে না। করোনা মোকাবিলা, বিশ্ব পরিস্থিতি কিংবা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতার জন্য এদেশের মানুষ ভালো আছে ।

আফম বাহাউদ্দীন নাসিম বলেন, বিএনপির বিরুদ্ধে মানুষ ফুঁসে উঠেছে তাদের আর এদেশের মানুষ চায়না। তিনি আরো বলেন মানুষ আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবেন। 

সাবেক খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম  বলেন, বিএনপি চায় আবার ২০০৬ সাল হোক, কিন্তু তা আর হতে দেওয়া হবে না।  তিনি বলেন ২৪ সালের নির্বাচনে আবারও শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন তাও ভোটের মধ্যে দিয়েই। বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক তাতে কিছু যায় আসে না। 

মহানগর নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, সন্ত্রাসীর মধ্যে দিয়ে আবারও ক্ষমতায় আসতে চায় বিএনপি, কিন্তু তাদের এই দিবাস্বপ্ন পূর্ন হবে না।

নানক বলেন,  ঢাকা মহানগর উত্তরের সমাবেশ তাতেই লক্ষ মানুষের মত উপস্থিত হয়েছে। আমাদের খোঁজাখুঁচি করবেন না। ৬০০ সামরিক বাহিনী কে ফাঁসি দিয়েছিল জিয়াউর রহমান। সেই জিয়াউর রহমানের বিএনপি আবারও অশান্তি করে ক্ষমতায় আসতে চায়। গত ৭ ই ডিসেম্বর পুলিশের উপর বোমা হামলা করেছে বিএনপি, সেই মোবা উদ্ধার করেছে পুলিশ। তারা এখন বোমার রাজনীতি করছে।

বিদ্যুৎতের বিষয়ে নানক বলেন আপনারা বিশ্ব ফুটবল খেলা দেখছেন, খেলা দেখার সময় কি বিদ্যুৎ গেছে? তারেক লন্ডন থেকে সপ্ন দেখছেন ক্ষমতায় আসার জন্য। যেকোনো লড়াইয়ে জন্য প্রস্তুত থাকতে কর্মীদের নির্দেশ দেন তিনি।

ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান বলেন,  আজকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের জনসভা মানুষকে জানান দেওয়ার জন্য দেখেন ছোট্ট একটি জনসভায় কি পরিমান মানুষ হতে পারে। তিনি জিয়াউর রহমানের সমালোচনা করেন বলেন,  জিয়াউর রহমান একজন খুনী ছিলো তার দল বিএনপি। বিএনপি মানুষ পোড়ানো রাজনীতি করে। আর আওয়ামী লীগ মানুষের সেবা করে এটাই আওয়ামী লীগ বিএনপির পার্থক্য। 

ঢাকা মহানগর উত্তর সহ-সভাপতি এবং ঢাকা  ১৩ আসনের এমপি আলহাজ্ব সাদেক খান বলেন বিএনপির দিবাস্বপ্ন দেখে লাভ নেই, এ দেশের জনগণ আওয়ামী লীগের সাথে। আগামী ২৪ সালে জনগণের ভোটে আওয়ামী লীগ আবারও দেশ পরিচালনা করবে। বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

তিনি আরও বলেন মোহাম্মদপুরের মাটিতে কাউকে কোনো রকম সন্ত্রাসী কার্যকলাপ করতে দেওয়া হবেনা। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সকল জনগনকে নিয়ে বিএনপির ও জামাতে বিরুদ্ধে রাজপথে আছি এবং ২৪ সালের নির্বাচন পর্যন্ত থাকবো।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ওবায়দুল কাদের বলেন বিএনপি জঙ্গিদের মাঠে নামিয়েছে সতর্ক থাকতে হবে। ১০ তারিখ পড়ে এখন ২৪ তারিখ! চক্রান্ত শুরু করছে আমাদের সতর্ক থাকতে হবে।

আমির খসরু মাহামুদ চৌধুরী বিদেশের মাটিতে ঘুরছে ক্ষতায় আসার জন্য। বিশ্বের ২০ টি রাস্ট্রে অবরোধ দিয়েছে আমেরিকা কিন্তু তাতে বাংলাদেশের নাম নেই। আমরা গনতন্ত্রকে বিশ্বাস করি গনতন্ত্র পন্থায় আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে।এখনো ৫ মাসের খাদ্য রিজার্ভ আছে। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও জনগণের ভোটে নির্বাচিত হয়ে ২৪ সালে প্রধানমন্ত্রী হবেন।

সমাবেশে বিশাল একটি কর্মী বাহিনি নিয়ে উপস্থিত হন,আদাবর থানা আওয়ামী লীগের  সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজিব আমজাদ।

একটি বিশাল মিছিল নিয়ে উপস্থিত হন মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি নাঈমুল হাসান রাসেল সমাবেশে স্বাগতিক শেরেবাংলা নগর থানা আওয়ামীলীগের নেতাদের পক্ষ থেকে আজকের এই সমাবেশ সফল করার লক্ষ্যে  ব্যাপক তোরজোর লক্ষ করা গেছে।

শেরেবাংলা নগর থানা আওয়ামীলীগের সদ্য বিদায়ি সভাপতি সাব্বির হোসেন মাসুদ, সাধারণ সম্পাদকআনোয়ার হোসেন মিন্টু, সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র ও যুব নেতা নিয়ামত হোসেন রাজুর নেতৃত্বে সমাবেশ স্থলে আগত মিছিল ছিল চোখে পড়ার মত।

 

এছাড়াও উপস্থিত ছিলেন শেরেবাংলা নগর স্বাগতিক ২৭ নং ওয়ার্ড আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক জনাব তারিক হাসান কাজল। তিনি সমাবেশ সফল করার লক্ষ্যে ব্যাপক শোডাউন করেন এবং সবরকম সহযোগিতা করেন নেতাদের।

সুজন / এমএসএম

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম

গঠনতন্ত্র ও আরপিও অনুযায়ী কাউন্সিলে নির্বাচিত বৈধ নেতৃত্ব লাঙ্গল প্রতীকের মালিক

মাদকবিরোধী অভিযান, ‎ব্যাপক পরিবর্তন গেন্ডারিয়া এলাকায়

জেএসএস এর নবনির্বাচিত যুগ্ম মহাসচিব শোয়েব রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুহুল আমিন গাজীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মন্দির পরিদর্শনে ঢাকা গেন্ডারিয়া থানার ওসি, পূজাকে ঘিরে কড়া নিরাপত্তার আশ্বাস

রূপনগর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো.মোরশেদ আলমের যোগদান