রাজশাহীতে ৮০‘র দশকের ছাত্র সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন
করোনাকালে নানা বিষয়ে দাবি এবং করণীয় ও তাদের কর্মসূচি সবার মাঝে তুলে ধরার লক্ষ্যে বুধবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজশাহীর ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদ সংবাদ সম্মেলন করেছে। নগরীর লক্ষ্মীপুর মোড়ে জেলা আওয়ামী লীগের সাবেক অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক ছাত্রনেতা কামরান হাফিজ।
তিনি বক্তব্যে বলেন, ৮০‘র দশকের ছাত্র সংগ্রাম পরিষদ রাজশাহীর করোনা মহামারীতে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে। তারা শুরু থেকে রাজশাহী মহানগরী ও রাজশাহীর প্রত্যন্ত অঞ্চলে মানুষকে সচেতন করার লক্ষ্যে লিফলেট ও মাস্ক বিতরণ এবং জনসচেতনতামূলক স্টিকার লাগানো ও সাধ্যমতো খাবার সরবরাহ করে আসছেন। এছাড়া এই সংগঠন ইতোমধ্যে করোনা রোগীদের জীবন বাঁচাতে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেছে। দশজন চিকিৎসক নিয়ে একটি প্যানেল গঠন করেছে। চিকিৎকরা অনলাইনে ও ফোনে চিকিৎসাসেবা অব্যাহত রেখেছেন।
তিনি আরো উল্লেখ করেন, তারা ঈদুল আজহার পূর্বেই অসহায় জনগণের মধ্যে খাদ্যসামগ্রী প্রদান করবেন। শুধু তাই নয়, ওষুদ সিন্ডিকেট ভাঙার জন্য তারা জেলা প্রশাসকের সাথে কথা বলেছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার জন্য। সেই সাথে সংবাদ সম্মেলন থেকে আটটি দাবি তুলে ধরেন তারা।
দাবিগুলো হলো- অক্সিজেন সিলিন্ডারের মূল্য সমন্বয় করা এবং কোনোভাবেই অক্সিজেনের মূল্য ১২ হাজার টাকার উপরে করা যাবে না, অক্সিজেন রিফিলের ক্ষেত্রে কোন কোম্পানি বিবেচনা করা যাবে না, নিজ কোম্পানি নয় বরং সর্বজনীনভাবে সকল কোম্পানির অক্সিজেন সিলিন্ডার রিফিলের ব্যবস্থা করা, ২৪ ঘণ্টা অক্সিজেন রিফিলের ব্যবস্থা কোম্পানিগুলোকে করতে হবে। কোভিড-১৯ চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে চিকিৎসা ফি অর্ধেক নেয়ার দাবি জানান তারা।
তারা আরো দাবি করেন, করোনা রোগীদের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই সিটিস্ক্যানসহ সকল প্রকার পরীক্ষা ও রিপোর্ট স্বল্প সময়ে দিতে হবে, হাসপাতালে মৃত রোগীর লাশবাহী সকল গাড়ির ভাড়া আরএমপি কর্তৃক নির্ধারণ করতে হবে। সেই সাথে ভাড়ার তালিকা টাঙাতে হবে, দ্রততম সময়ের মধ্যে রাজশাহী সদর ও শিশু হাসপাতালসহ সকল হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা সেবা চালু করতে হবে, দেশীয় ওষুধ কোম্পানিগুলো করোনাসহ সকল প্রকার ওষুধ বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে মুল্যবৃদ্ধি করছে। এ ধরনের অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। সেই সাথে করোনা থেকে বাঁচতে সকল মানুষকে টিকা গ্রহণ ও মাস্ক পরার অনুরোধ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহা. আসাদুজ্জামান আসাদ, রাজশাহী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও রাজশাহী মহানগর জাসদের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, সংগ্রাম পরিষদের নেতা ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি নফিকুল ইসলাম সেল্টু, সাবেক ছাত্রনেতা ও আওয়ামী লীগ নেতা মেরাজুল আলম মেরাজ, সাবেক ছাত্রনেতা কামরান হাফিজ, সাবেক ছাত্রনেতা সাহরিয়ার রহমান সন্দেশ, সাবেক ছাত্রনেতা ফারুক হোসেন ও সাবেক ছাত্রনেতা হাবিবুর রহামন বাবু।
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফি।
এমএসএম / জামান
পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর
কুমিল্লা-৯ আসনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
কুমিল্লায় প্রায় দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ
নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে র্যালি, আলোচনা ও দোয়া মাহফিল
টুঙ্গিপাড়ায় শিক্ষকদের পদসোপান আন্দোলন: দুই বিদ্যালয়ে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা স্থগিত
কুমিল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে ধারাবাহিক কুরআন খতম ও দোয়া
ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : শফিকুর রহমান
আমরা হিন্দু-মুসলিম নয় আমরা বাঙ্গালী এটাই আমাদের পরিচয়ঃ মহিত তালুকদার
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুজিবনগরে দোয়া মাহফিল
ময়মনসিংহ রিয়াদ হত্যার প্রতিবাদে মানববন্ধন, পিতার আহাজারি
ভূরুঙ্গামারীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদ্রাসা ছাত্রীর ধর্ষণ মামলার বাদীর ওপর হুমকির সংবাদ সম্মেলন