রাজশাহীতে ৮০‘র দশকের ছাত্র সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন

করোনাকালে নানা বিষয়ে দাবি এবং করণীয় ও তাদের কর্মসূচি সবার মাঝে তুলে ধরার লক্ষ্যে বুধবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজশাহীর ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদ সংবাদ সম্মেলন করেছে। নগরীর লক্ষ্মীপুর মোড়ে জেলা আওয়ামী লীগের সাবেক অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক ছাত্রনেতা কামরান হাফিজ।
তিনি বক্তব্যে বলেন, ৮০‘র দশকের ছাত্র সংগ্রাম পরিষদ রাজশাহীর করোনা মহামারীতে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে। তারা শুরু থেকে রাজশাহী মহানগরী ও রাজশাহীর প্রত্যন্ত অঞ্চলে মানুষকে সচেতন করার লক্ষ্যে লিফলেট ও মাস্ক বিতরণ এবং জনসচেতনতামূলক স্টিকার লাগানো ও সাধ্যমতো খাবার সরবরাহ করে আসছেন। এছাড়া এই সংগঠন ইতোমধ্যে করোনা রোগীদের জীবন বাঁচাতে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেছে। দশজন চিকিৎসক নিয়ে একটি প্যানেল গঠন করেছে। চিকিৎকরা অনলাইনে ও ফোনে চিকিৎসাসেবা অব্যাহত রেখেছেন।
তিনি আরো উল্লেখ করেন, তারা ঈদুল আজহার পূর্বেই অসহায় জনগণের মধ্যে খাদ্যসামগ্রী প্রদান করবেন। শুধু তাই নয়, ওষুদ সিন্ডিকেট ভাঙার জন্য তারা জেলা প্রশাসকের সাথে কথা বলেছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার জন্য। সেই সাথে সংবাদ সম্মেলন থেকে আটটি দাবি তুলে ধরেন তারা।
দাবিগুলো হলো- অক্সিজেন সিলিন্ডারের মূল্য সমন্বয় করা এবং কোনোভাবেই অক্সিজেনের মূল্য ১২ হাজার টাকার উপরে করা যাবে না, অক্সিজেন রিফিলের ক্ষেত্রে কোন কোম্পানি বিবেচনা করা যাবে না, নিজ কোম্পানি নয় বরং সর্বজনীনভাবে সকল কোম্পানির অক্সিজেন সিলিন্ডার রিফিলের ব্যবস্থা করা, ২৪ ঘণ্টা অক্সিজেন রিফিলের ব্যবস্থা কোম্পানিগুলোকে করতে হবে। কোভিড-১৯ চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে চিকিৎসা ফি অর্ধেক নেয়ার দাবি জানান তারা।
তারা আরো দাবি করেন, করোনা রোগীদের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই সিটিস্ক্যানসহ সকল প্রকার পরীক্ষা ও রিপোর্ট স্বল্প সময়ে দিতে হবে, হাসপাতালে মৃত রোগীর লাশবাহী সকল গাড়ির ভাড়া আরএমপি কর্তৃক নির্ধারণ করতে হবে। সেই সাথে ভাড়ার তালিকা টাঙাতে হবে, দ্রততম সময়ের মধ্যে রাজশাহী সদর ও শিশু হাসপাতালসহ সকল হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা সেবা চালু করতে হবে, দেশীয় ওষুধ কোম্পানিগুলো করোনাসহ সকল প্রকার ওষুধ বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে মুল্যবৃদ্ধি করছে। এ ধরনের অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। সেই সাথে করোনা থেকে বাঁচতে সকল মানুষকে টিকা গ্রহণ ও মাস্ক পরার অনুরোধ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহা. আসাদুজ্জামান আসাদ, রাজশাহী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও রাজশাহী মহানগর জাসদের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, সংগ্রাম পরিষদের নেতা ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি নফিকুল ইসলাম সেল্টু, সাবেক ছাত্রনেতা ও আওয়ামী লীগ নেতা মেরাজুল আলম মেরাজ, সাবেক ছাত্রনেতা কামরান হাফিজ, সাবেক ছাত্রনেতা সাহরিয়ার রহমান সন্দেশ, সাবেক ছাত্রনেতা ফারুক হোসেন ও সাবেক ছাত্রনেতা হাবিবুর রহামন বাবু।
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফি।
এমএসএম / জামান

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই
