ঢাকা মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

দৌলতপুর এক ইউপি মেম্বারের রমরমা মাদক ব্যাবসা


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৫-১২-২০২২ দুপুর ১:১২
কুষ্টিয়া দৌলতপুর ফিলিপ নগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের  মৃত হবি সর্দারের ছেলে মামুনুর রশীদ মামুন মেম্বার (ওরোকে জাসদ মামুন) -এর চলছে মাদক ব্যবসা । স্থানীয়ভাবে জানা যায় , গত ৫-৬ মাস পূর্ব এই মামুন মেম্বার কুষ্টিয়া প্রশাসনের কোন এক দপ্তরের লোকজন ফেন্সিভিল রিকভারী সহ ধরেছিলেন , পরে বিষয়টি ৩-নং ফিলিপ নগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সহ আরো ইউপি সদস্যের উপস্থিতি সম্মানের খাতিরে ফিলিপনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যন নঈম উদ্দীন সেন্টু ঘটনাটি যেকোনো ভাবে ধামা চাপা দেন ইউপি সদস্য মামুনের জন্য ।
 
তবে নঈম উদ্দীন সেন্টু ফেন্সি মামুন কে শতর্ক করে দিয়ে বলেন , পরবর্তীতে এধরনের আচরণ বা রিপোর্ট প্রমাণ হলে মামুনকে বহিষ্কার করবে স্থানীয় সরকার রেজুলেশন অনুযায়ী । উল্লেখি ২০২১ সালে মামুনের বিশ্বস্ত সহযোগী রাজিব নামের একজন গ্রেফতার হয়েছিলো ও মামুন ঘটনা স্থল হতে পালিয়েছিলো,   মাদক-ফেন্সিডিল সহ-কুষ্টিয়া সিআইডির একটি অভিযানিক দল । ফেন্সি মামুনের একান্ত সহযোগী রাজীব সিআইডির হাতকড়া সহ পালিয়ে যায় সেই  অভিযানিক দল সিআইডি এক কর্মকর্তাকে গুরুত্বর আঘাত করে।দুই(২)দিন পরে সেই হাতকড়া সহ রাজীব সিআইডি-র গ্রেফতার হন।
 
সেই অভিযানে ভারতীয় অবৈধ মাদক ফেন্সিডিল উদ্ধার হয়েছিলো ৯ ( নয় ) বোতল । যাহার মামলা ন নং- দৌলতপুর থানার জি আর নং- ১৩৬ (এফআইআর নং-৩৫/১৬৩ ),এই মাদক মামলাতে ফেন্সি মামুন বেশ কিছুদিন  কারাভোগ করেছেন । মামুনের বর্তমান অবস্থা , মামুনুর রশীদ মামুন মেম্বর ওরোকে জাসদ মামুন,বর্তমান ফেন্সি মামুন তাহার অত্র এলাকায় এখনো রমরমা ফেন্সিডিলের ব্যবসা করছেন ।জাসদ মামুন ওরোফে ফেন্সিমামুন ৩ নং ফিলিপনগর ইউপি মেম্বার হয়েছেন । এ ইউপি মেম্বার হওয়ার পর হতে বেড়েই চলেছে মামুনের ফেন্সিডিল ব্যবসা ও ভারতীয় মদের ব্যবসা ।
 
৩ নং ফিলিপ নগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নঈম উদ্দীন সেন্টুর মোবাইল ফোনে যোগাযোগ করে তিনার ইউপি সদস্য  মামুনর রশীদ মামুন,ওরোকে জাসদ মামুন, বর্তমান ফেন্সি মামুন নামে বেশ পরিচিত , চেয়ারম্যান নঈম উদ্দীন সেন্টু বলেন , মামুনতো মেম্বার গায়ে নাম লিখিয়েছেন । ফেন্সি মামুন মেম্বারের মূল পেশা ফেন্সিডিলের ব্যবসা,এছাড়া অন্য কোন ব্যবসা মামুনের নাই , চেয়ারম্যান আরো বলেন মেম্বার মামুন ফেন্সিডিলের ব্যবসা করে ব্যাংকের টাকার পাহাড় করেছেন । এই ফেন্সি মামুনের জন্য আমার ইউনিয়নের চেয়াম্যান কার্য্যালয় বেশ বিতর্কিত আমরা । এদিকে স্থানীয় বেশ কিছু সু - শীল সমাজের ব্যক্তিবর্গ বলেন । ঈদে চান্দে ও বিভিন্ন সমসাময়িক ছুটির সময় ঢাকাতে কর্মরত  এলাকার ছেলেরা আসলে ফেন্সি মামুনের ফেন্সি ব্যবসার জোর বেড়ে যায় । এদিকে ফেন্সি মামুনের বিষয়ে ফিলিপনগর ইউনিয়নের বেশ কিছু ইউপি সদস্যের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনারা বলেন, ফেন্সি মামুনের একটি সিন্ডিকেট আছে 
আর এ সিন্ডিকেটের মাধ্যমেই ফেন্সিডিল ব্যবসা করে মামুন । মামুনের এলাকার বেশ কিছু ফেন্সিডিল আমদানীকারক ও সিন্ডিকেটের হেড ফেন্সি মামুন । এই ফেন্সি মামুন মেম্বার হওয়ার পরযেনো মামুনের ফেন্সি ব্যবসার জোর বেড়েছে । স্থানীয় সু - শীল সমাজ , ফিলিপ নগর ইউনিয়নের  চেয়ারম্যান ও ইউপি সদস্যরা ফেন্সি মামুনের বিষয়ে সাংবাদিকদের এগিয়ে আসতে অনুরোধ করেন।

এমএসএম / এমএসএম

কুয়াকাটায় পরিচ্ছন্নতা ও পর্যটকবান্ধব সেবা নিশ্চিতকরণে রেস্তোরাঁ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

রামুর বাঁকখালী নদীতে ভাসলো ঐতিহ্যবাহী কল্পজাহাজ

দোহারে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

নওগাঁয় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ; ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা

ক্ষুদে ক্রিকেটার ঈসার পাশে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিস

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

কোনাবাড়ী থেকে নিখোঁজ গৃহবধূ নাটোর থেকে উদ্ধার

ভূরুঙ্গামারীতে অসহায় দরিদ্র উদ্যোক্তা মহিলাদের সেলাই বিষয়ক প্রশিক্ষনের শুভ উদ্বোধন

ডাকসুর এজিএস মহিউদ্দীন খানকে জয়পুরহাটে সংবর্ধনা

নরসিংদীতে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৬ জন, হাসপাতালে ভর্তি ৩৮ জন

মেহেরপুরে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার পরিদর্শন

ধামইরহাটে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত