বাংলাদেশের বিপক্ষে প্রশ্নবিদ্ধ জিম্বাবুয়ে স্পিনারের বোলিং অ্যাকশন
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে সন্দেহযুক্ত বোলিং অ্যাকশনে প্রশ্নবিদ্ধ হয়েছেন জিম্বাবুয়ের অফস্পিনিং অলরাউন্ডার রয় কাইয়া। ম্যাচে হতাশাজনক পারফরম্যান্সের পর সন্দেহজনক বোলিং অ্যাকশন তার জন্য এলো মরার ওপর খাঁড়ার ঘা হয়ে।
হারারে টেস্টে দুই ইনিংস মিলে ২৩ ওভার বোলিং করেছেন রয় কাইয়া। প্রথম ইনিংসে ১০ ওভারে ৪৩ ও দ্বিতীয় ইনিংসে ১৩ ওভারে ৮৪ রান খরচ করেও কোনো উইকেটের দেখা পাননি। শুধু তাই নয়, দুই ইনিংসেই তিনি আউট হয়েছেন শূন্য রান করে।
এমন পারফরম্যান্সের পর ম্যাচ শেষে তার বোলিং অ্যাকশনে প্রশ্ন তুলেছেন ম্যাচের দুই আম্পায়ার মারাইস এরাসমাস ও ল্যাংটন রুসেল। এখন বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে পরীক্ষা করা হবে কাইয়ার বোলিংয়ের ভিডিও ফুটেজ।
করোনাভাইরাসের কারণে থাকা নানান নিষেধাজ্ঞায় আইসিসির নির্ধারিত পরীক্ষাগারে এখন কাইয়ার বোলিং অ্যাকশন পরীক্ষা করা সম্ভব নয়। তাই বিশেষজ্ঞ প্যানেল কোনো সিদ্ধান্ত জানানোর আগপর্যন্ত বোলিং চালিয়ে যেতে পারবেন কাইয়া।
প্রায় ৬ বছর আগে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছে কাইয়ার। বিশেষ করে ব্যাটিং দক্ষতার কারণে দল জায়গা পেয়েছিলেন তিনি। তবে এখনও পর্যন্ত একটি ওয়ানডে খেলারই সুযোগ পেয়েছেন ২৯ বছর বয়সী এ অলরাউন্ডার।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচটি ছিল তার ক্যারিয়ারের তৃতীয়। ঘরোয়া ক্রিকেটে সবমিলিয়ে একশর ওপর উইকেট থাকলেও, আন্তর্জাতিক অঙ্গনে এখনও বল হাতে কোনো সাফল্য পাননি কাইয়া।
এমএসএম / এমএসএম
প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল
দুবাইয়ে নজর কেড়েছে রোনালদোর ঘড়ি, দাম কত?
দাপুটে জয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্সের
চোট নিয়েও দুই তারকা থাকছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে
রোনালদোর জোড়া গোল, আল নাসরের দশে দশ
উলভসকে হারিয়ে শীর্ষ চারে লিভারপুল
সালাহর গোলে জিতলো ১০ জনের মিশর, সবার আগে নকআউটে
ক্ষোভে নোয়াখালীর অনুশীলন রেখে সিলেট ছাড়ছেন সুজন-তালহা
‘বিশ্বকাপে আর্জেন্টিনার ভারসাম্যই বদলে দিতে পারেন মেসি’
ক্লাব কিনছেন দানি আলভেস
বিপিএলের আগেই ক্রিকেটারদের খুশি করল রংপুর, এখনো টাকা দেয়নি যারা
ট্রান্সফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় স্বস্তি রোনালদোর ক্লাবে