ঢাকা সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

বাংলাদেশের বিপক্ষে প্রশ্নবিদ্ধ জিম্বাবুয়ে স্পিনারের বোলিং অ্যাকশন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-৭-২০২১ দুপুর ১:৫০

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে সন্দেহযুক্ত বোলিং অ্যাকশনে প্রশ্নবিদ্ধ হয়েছেন জিম্বাবুয়ের অফস্পিনিং অলরাউন্ডার রয় কাইয়া। ম্যাচে হতাশাজনক পারফরম্যান্সের পর সন্দেহজনক বোলিং অ্যাকশন তার জন্য এলো মরার ওপর খাঁড়ার ঘা হয়ে।

হারারে টেস্টে দুই ইনিংস মিলে ২৩ ওভার বোলিং করেছেন রয় কাইয়া। প্রথম ইনিংসে ১০ ওভারে ৪৩ ও দ্বিতীয় ইনিংসে ১৩ ওভারে ৮৪ রান খরচ করেও কোনো উইকেটের দেখা পাননি। শুধু তাই নয়, দুই ইনিংসেই তিনি আউট হয়েছেন শূন্য রান করে।

এমন পারফরম্যান্সের পর ম্যাচ শেষে তার বোলিং অ্যাকশনে প্রশ্ন তুলেছেন ম্যাচের দুই আম্পায়ার মারাইস এরাসমাস ও ল্যাংটন রুসেল। এখন বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে পরীক্ষা করা হবে কাইয়ার বোলিংয়ের ভিডিও ফুটেজ।

করোনাভাইরাসের কারণে থাকা নানান নিষেধাজ্ঞায় আইসিসির নির্ধারিত পরীক্ষাগারে এখন কাইয়ার বোলিং অ্যাকশন পরীক্ষা করা সম্ভব নয়। তাই বিশেষজ্ঞ প্যানেল কোনো সিদ্ধান্ত জানানোর আগপর্যন্ত বোলিং চালিয়ে যেতে পারবেন কাইয়া।

প্রায় ৬ বছর আগে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছে কাইয়ার। বিশেষ করে ব্যাটিং দক্ষতার কারণে দল জায়গা পেয়েছিলেন তিনি। তবে এখনও পর্যন্ত একটি ওয়ানডে খেলারই সুযোগ পেয়েছেন ২৯ বছর বয়সী এ অলরাউন্ডার।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচটি ছিল তার ক্যারিয়ারের তৃতীয়। ঘরোয়া ক্রিকেটে সবমিলিয়ে একশর ওপর উইকেট থাকলেও, আন্তর্জাতিক অঙ্গনে এখনও বল হাতে কোনো সাফল্য পাননি কাইয়া।

এমএসএম / এমএসএম

টানা তিন হারের পরও যেভাবে শিরোপা জয়, যা বললেন ভারতীয় অধিনায়ক

ইয়ামাল-নিকোলের প্রেম তাহলে ভেঙেই গেল, নেপথ্যে কী?

কার মাথায় উঠবে শ্রেষ্ঠত্বের ‘প্রথম’ মুকুট

টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যাবেন শান্ত, নিশ্চিত করল বিসিবি

বেটিংয়ে জড়ানোয় ১৪৯ রেফারি বরখাস্ত

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে যেমন হবে একাদশ, বাদ জাকের!

দুই ফরম্যাটের সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ

ভিনিসিয়ুসের সঙ্গে নতুন চুক্তির পরিকল্পনা রিয়ালের!

অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ

তৃতীয় টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করল বিসিবি

সিরিজ বাঁচানোর ম্যাচে ফিরছেন জাকের, একাদশে কারা থাকছেন?

গোলরক্ষক মার্টিনেজের গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

প্রথমবার জাতীয় লিগে চট্টগ্রামের ‘রহস্য’ স্পিনার রুবেল