ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

বাণিজ্য মেলায় স্টল নির্মাণে ব্যস্ত সময় কাটাচ্ছে শ্রমিকরা


 আনিছুর রহমান আনিছ photo আনিছুর রহমান আনিছ
প্রকাশিত: ১৮-১২-২০২২ দুপুর ১:৫০

রূপগঞ্জের পূর্বাচল উপ-শহরে ৪ নম্বর সেক্টরে বঙ্গবন্ধু চায়না বাংলাদেশ এক্সিবিশন সেন্টারের বসতে যাচ্ছে আন্তর্জাতিক বানিজ্যমেলার ২৭তম আসর। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বানিজ্য মন্ত্রনালয় যৌথ উদ্যেগে ১৯৯৫ সাল থেকে মেলার আসর বসেছে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে। পূর্বাচল ৪ নম্বর সেক্টরের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্্িরবিশন সেন্টারে দ্বিতীয়বারের মতো বসবে এ মেলা।

১ জানুয়ারি মেলার উদ্বোধনের কথা রয়েছে প্রধামন্ত্রীর। মেলা উদ্ধোধনকে সামনে রেখে সকল প্রস্তুতির কাজ চলছে তোরজোড়ে। নির্দিষ্ট সময়ে মেলা উদ্ধোধনকে সামনে রেখে দ্রুত গতিতে এগিয়ে চলছে স্টলের নির্মানের কাজ। নির্মান শ্রমিকরা কাজে এতই ব্যস্ত যে কথা বলার সময় নেই তাদের। আগে স্টল বরাদ্ধ পাওয়ায় স্টল নির্মান কাজ আগে শেষ হবে বলে আশা করছেন স্টল মালিকরা। এদিকে কুড়িল বিশ^রোড ৩০০ফিট মূল সড়কটির কাজও প্রায় সমাপ্তর পথে। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীদের মেলায় আসতে যাতে কোন বেক পেতে না হয় সেজন্য সড়কের কাজ দ্রুত শেষ হচ্ছে। দর্শনার্থীদের চলাচলের সুবিধার্থে চালু করা হবে বিআরটিসির স্পেশাল বাস সার্ভিস। এদিকে এশিয়ান হাইওয়ে সড়কের নির্মান কাজ বানিজ্য মেলার সামনের অংশটুকু দ্রুত শেষ করতে নির্মাধীন প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছেন বানিজ্য মেলা কতৃপক্ষ। পূর্বাচলের বানিজ্যমেলা সফল করতে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি সব রকমভাবে চেষ্টা করে যাচ্ছে। মেলার সফল করতে প্রশাসন সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করবে।  বিষয়টি নিশ্চিত করেছেন ইপিবি সচিব ও বাণিজ্য মেলার পরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী।

সরেজমিন ঘুরে দেখা যায়, মেলার প্রধান ফটক ও প্রবেশদ্বারে তিনটি মেগাপ্রকল্পের কাঠামো, বঙ্গবন্ধু কর্নার তৈরির কাজ চলছে। বেশির ভাগ স্টলের নির্মাণকাজ দ্রুত গতিতে আগাচ্ছে। বেশীর ভাগ স্টলের অবকাঠামো নির্মানের কাজ দ্রুত গতিতে চলছে। স্টিল নির্মান শেষ হলে স্টলে বোর্ড লাগানো ও রং দেওয়ার কাজ শুরু হবে। অনেক স্টলের কাঠামো দাঁড় করানো হয়েছে। এসব স্টলের কাজ পুরোপুরিভাবে শেষ হতে আরো ৮/১০ দিন সময় লাগবে বলে জানান মেলায় অংশগ্রণকারী প্রতিষ্ঠানের মালিকরা।

সেভয় আইসক্রীম এর সিভিল ইঞ্জিনিয়ার রাহাতুল ইসলাম বলেন, আমাদের প্রতিষ্ঠান (সেভয় আইসক্রীম) মেলায় ২হাজার ৫শত স্কয়ার ফিটের একটি প্যাভিলিয় নিয়েছে। বর্তমানে স্টিলের সেঠ নির্মান কাজ শেষের দিকে। বাকী কাজ দ্রুত শেষ হবে। আমাদের প্যাভিলিয়নে আইস ক্রীমের পাশাপাশি কুমকুম নারিকেল তেল,সেভয় মিল্ক সেক থাকবে।

সেভয় আইসক্রীম এর সেট নির্মানাধীন প্রতিষ্ঠান শাহাআলী ইঞ্জিনিয়ারিং ওয়াকসপ এর ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আবুল কালাম আজাদ জানান, ১৭ জন নির্মান শ্রমিক পর্যায়ক্রমে দিন-রাত কাজ করছে আগামী ৮/১০ দিনের মধ্যে কাঠের ডিজাইন ও রং এর কাজ সমাপ্ত হবে।  
বেঙ্গল পলিমার প্যাভিলিয়নের সাইট ইঞ্চিনিয়ার মোঃ এমরান বলেন, আমাদের প্রতিষ্ঠান (বেঙ্গল পলিমার) বিগ প্যাভিলিয়ন ২য় তলার নির্মান কাজ চলছে। আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে কাজ সমাপ্ত হবে। বাণিজ্য মেলায় প্রতিবছর আমাদের দোতলা প্যাভিলিয়ন থাকে। 

মিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এর এমডি ইসাহাক মিয়া জানান, গত বছর প্যাভিলিয়ন বরাদ্ধ পেয়েছিলাম ডিসেম্বর মাসের ১০ তারিখে তাই স্টল চালু করতে দেরী হয়েছিল। এবছর স্টল বরাদ্ধ পেয়েছি নভেম্বর মাসে আশা করি আগামী ২৫ ডিসেম্বর এর মধ্যে স্টল নির্মানের সকল কাজ শেষ হবে।মি.বাইট রেস্টুরেন্ট এর পরিচালক ইঞ্চিনিয়ার মোঃ খোকন জানান, গত বানিজ্য মেলা নতুন জায়গায় দেরীতে স্টল বরাদ্ধ পাওয়ায় স্টল নির্মানের দেরী হয়েছে। 

মেলায় স্টল নির্মান করতে আসা আনন্দ মেটাল ইঞ্চিনিয়ারিং ওয়াকসপ এর ম্যানেজার চৈতন্য দাস দৈনিক সকালের সময়কে বলেন, ঢাকা মিরপুর থেকে মেলায় কাজ করতে এসেছি ছোট বড় মিলিয়ে আমরা ১৫টি স্টল নির্মানের কাজ পেয়েছি। গত ২৮ নভেম্বর থেকে ১৬ জন শ্রমিক দিন-রাত কাজ করছে। মেসার্স মদিনা এন্টার প্রাইজ, রংপুর ক্রাফট, ইরানী থাই এম্পপোরিয়াম এর প্যাভিলিয়ন নির্মান কাজ শেষের দিকে। । আগামী ১৫ দিনের মধ্যে পুরো স্টলের কাজ সমাপ্ত হবে।
ঢাকা থেকে আসা কাঠ ও রংমিস্ত্রি শামিম বলেন, ‘সকাল ৮টা থেকে রাত ৩টা পর্যন্ত কাজ করছি। তার পরও শেষ করতে পারছি না। রং, সাজসজ্জা সব মিলিয়ে দশ থেকে পনের দিনের মধ্যে স্টল প্রস্তুত হবে।

রপ্তানী উন্নয়ণ ব্যুরো (ইপিবি) সহকারী প্রকৌশলী মামুনুর রশিদ জানান, বানিজ্য মেলার বিদ্যুৎ ও পানির লেআউট সংযোগের কাজ চলছে কয়েক দিনের মধ্যে বাকী কাজ শেষ হবে।আমেনা টের্ডাস এমডি হবিউল্লাহ জানান, বানিজ্য মেলার ৯৩ টি ওয়াশব্লকের কাজ পেয়েছে তার প্রতিষ্ঠান। মেলার ওয়াশব্লক সচল রাখতে ২২ শ্রমিক দিন-রাত কাজ করছেন। 

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান বলেন, রূপগঞ্জের পূর্বাচলে ৪ নম্বর সেক্টরের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্্িরবিশন সেন্টাওে ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলার ২৭তম আসর উদ্ধোধন ১লা জানয়ারী উদ্ধোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। এবছর মেলায় স্টল সংখ্যা বেড়েছে আশা করি মেলা জমজমাট হবে।

এমএসএম / এমএসএম

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত

কুতুবদিয়ায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ৪

ঠাকুরগাঁওয়ে এলজিইডির উদ্যোগে পিপিআর ২০২৫ অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ত্রিশালে প্রবাসবন্ধু ফোরামের পুর্নকমিটি গঠন