বিজয় দিবস উপলক্ষে
যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের আলোচনা সভা

বাংলাদেশের ৫১তম বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের উদ্দ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ ডিসেম্বর দুপুরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম মোহিদ আলী মিঠুর সভাপতিত্বে ও যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ খালেদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেফিল্ডের লর্ড মেয়র কাউন্সিলর সিনেড মাইর রির্চার্ড, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জলবায়ু পরিবর্তন ও নেট জিরো বিষয়ক ছায়ামন্ত্রী ওলিভিয়া ব্লাক এমপি, শেফিল্ড সিটি কাউন্সিল লিডার কাউন্সিলর টেরি ফক্স, শেফিল্ডের সাবেক লর্ড মেয়র কাউন্সিলর ডিনেস ফক্স এবং কাউন্সিলর মেরি লিয়া।
সভাপতির বক্তেব্যে এম মোহিদ আলী মিঠু বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে, দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এবং বহু আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিন্ন করে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের পূর্বসূরি মুক্তিযোদ্ধারা বিজয় ছিনিয়ে এনেছিল। এ বিজয় বাঙালির চিরদিনের গৌরব, অসম সাহস, বীরত্ব ও আত্মদানে মহিমান্বিত অর্জন।
তিনি আরো বলেন, আমাদের মহান বিজয়কে ৫১ বছর পরও আমরা সুসংহত করতে পারিনি। বিএনপি দলগতভাবে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ‘স্বাধীনতাবিরোধী অপশক্তি যারা আমাদের পূর্বসূরি মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, মুক্তিকামী মানুষের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল, সেই জামায়াতে ইসলামী, তাদের বংশধরেরা, বিএনপির যে সব নেতা স্বাধীনতাবিরোধী ছিল তারা এবং বিএনপি দলগতভাবে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।’ মুক্তিযুদ্ধের সপক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সেই পরাজিত শক্তিকে আবারও প্রতিহত করতে হবে।’ পরাজিত ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিএনপিসহ দেশবিরোধী, স্বাধীনতাবিরোধী সব অপশক্তি ও ষড়যন্ত্রকে দমন-নির্মূল করে ২০৪১ সাল নাগাদ একটি পরিপূর্ণ উন্নত দেশে পরিণত করা এবং বঙ্গবন্ধুকন্যা রূপায়িত ডিজিটাল বাংলাদেশকে ‘স্মার্ট বাংলাদেশে’ রূপান্তর করাই আমাদের আওয়ামী লীগ সরকারের স্বপ্ন।
শেফিল্ড আওয়ামী লীগের নেতা বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে আজ বিশ্বব্যাংক থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে সবাই প্রশংসা করছে। কিন্তু দেশ যখন এগিয়ে যাচ্ছে,স্বাধীনতার পাঁচ দশক পরেও স্বাধীনতাবিরোধী অপশক্তি দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র আটছে। তারা বিদেশিদের কাছে দেশ সম্পর্কে নানা ভুল তথ্য উপাত্ত দিচ্ছে এবং দেশ-বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।মোহিদ আলী মিঠু বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন একে আমাদের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে হত্যা করার কারণে তিনি সেসব স্বপ্ন বাস্তবায়ন করে যেতে পারেননি। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সেই স্বপ্নপূরণের পথে বাংলাদেশ গত ১৪ বছরে অভাবনীয় উন্নতি সাধন করেছে। আমরা মধ্যম আয়ের, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে উন্নীত হয়েছি।
অলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, শেফিল্ড আওয়ামী লীগ নেতা মতিউর রহমান শাহিন, সুফিয়ান আহমদ চৌধুরী, হাজী মোঃ মোবারক আলী, আব্দুল মতিন, আলাউর রহমান উজ্জ্বলসহ শেফিল্ড আওয়ামী লীগের অন্যান নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে সংগীত পরিবেশন করেন নীলা পাল ও সাফা বেগম।
এমএসএম / এমএসএম

কাতারে লক্ষীপুর জেলা ঐক্য পরিষদ গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত

কাতারে বাংলাদেশ দূতাবাস থেকে সাংবাদিক সাদ্দামকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান

কাতারে যাত্রা শুরু করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান আল রুয়াইস ট্রাভেলস এর দ্বিতীয় শাখা

কাতারে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পর্তুগালে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

আরাফাতের ময়দান মুখর হয়ে উঠেছে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে

ঈদুল আজহায় কাতার মাতাবেন নগর বাউল জেমস সহ বাংলাদেশী শিল্পীরা

গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পর্তুগাল শাখার কমিটি গঠন

কাতারে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে

কাতারে যাত্রা শুরু করলো, বাংলাদেশি প্রতিষ্ঠান এ আর ট্রাস্ট ট্রাভেল এন্ড ট্যুরিজম

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়ার সম্ভাবনা

কাতারে কাশেম আলী'র মৃত্যুতে দোয়া মাহফিল করেছে প্রবাসী চট্রগ্রামবাসী
