ইবিতে 'শিষ্টাচার ও বিনয়' বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) "ইসলামীক দৃষ্টিকোণ থেকে শিষ্টাচার ও বিনয়" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে বুধবার (২১ ডিসেম্বর) ধর্মতত্ত্ব অনুষদের সেমিনার কক্ষে এই আয়োজন করা হয়।
বিভাগটির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ অলী উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ধর্মতত্ত্ব অনুষদের ডিন প্রফেসর ড. এইচ এ এন এম এরশাদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ প্রফেসর ড. মোঃ আব্দুল কাদের।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. নাছির উদ্দীন মিঝি, দা'ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মুহাঃ কামরুজ্জামান। সেমিনারটি সঞ্চালনা করেন প্রফেসর ড. মাসউদ আল মাহদী।
সেমিনারে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন- মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক প্রভাষক জাকির হোসেন। তার গবেষণার তত্ত্ববধায়ক হিসেবে ছিলেন প্রফেসর ড. নাছির উদ্দীন মিঝি ও প্রফেসর ড. মুহাঃ কামরুজ্জামান।
সুজন / সুজন