২২৭ রানেই থেমে গেল বাংলাদেশের ইনিংস
দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে একাই লড়ে গেলেন মুমিনুল হক। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ২২৭ রানে থামল টাইগাররা। ইতিমধ্যে ব্যাট করতে নেমেছে ভারত।
দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি বাংলাদেশের জন্য সমতায় ফেরার ম্যাচ। শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার দলনেতা সাকিব আল হাসান। ব্যাট হাতে ভালো শুরুর আভাস দিয়েছিলেন দুই ওপেনার নাজমুল হাসান শান্ত ও জাকির হোসেন। ওপেনিং জুটিতে আসে ৩৯ রান। ১৫ রানে জাকির ও ২৪ রানে শান্ত আউট হন।
ব্যাট হাতে সুবিধা করতে পারেননি দলনেতা সাকিব আল হাসানও। আউট হওয়ার আগে করেন ১৬। জয়দেব উনাদকাটের বলে কটবিহাইন্ড হওয়ার আগে ২৬ রান করেছেন উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। ২৬ বলে ২৫ রান করেন লিটন কুমার দাস।
এরপর মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে দলীয় স্কোর বাড়িয়ে নিচ্ছিলেন মুমিনুল। কিন্তু বেশিক্ষণ মুমিনুলের সঙ্গ দিতে পারেননি মিরাজ। ভারতীয় পেসার উমেশ যাদবের দুর্দান্ত বোলিংয়ে একে একে ফিরে যান মিরাজ-সোহান-তাসকিন। ৫১ বলে ১৫ রানে মিরাজ, ১৩ বলে ৬ রানে সোহান ও ১৬ বলে ১ রান করে তাসকিন।
এদিকে আপনতালে খেলতে থাকা মুমিনুল হক ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৮৪ রানে আউট হন। ১৫৪ বলে খেলা তার এই ইনিংসটি ১২টি চার ও একটি ছয়ে সাজানো। শূন্যরানে আউট খালেদ আহমেদ। আর ৪ রানে অপরাজিত থাকেন তাইজুল ইসলাম।
ভারতের পক্ষে সর্বোচ্চ চারটি করে উইকেট নেন উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন। এছাড়া দুটি উইকেট পেয়েছেন জয়দেব উনাদকাট।
প্রীতি / প্রীতি
সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ
দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা
সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?
আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা
দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট
‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি
সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি
সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ
ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের
তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি