ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

ফুটবলার পাওলো দিবালার উভকামী অভিনেত্রী প্রেমিকা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-১২-২০২২ বিকাল ৫:৪৯

আর্জেন্টিনার তারকা ফুটবলার পাওলো দিবালা। খুব কম বয়সে ফুটবল মাঠে নজর কাড়েন তিনি। কাতার বিশ্বকাপের আগে চোটে পড়েছিলেন পাওলো দিবালা। শঙ্কা জেগেছিল বিশ্বকাপ খেলা নিয়েও। তবে সব শঙ্কা কাটিয়ে বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে ওঠেন দিবালা, সুযোগ পান আর্জেন্টিনার বিশ্বকাপ দলে। তবে আর্জেন্টিনার প্রথম দুই ম্যাচে খেলানো হয়নি এই ফরোয়ার্ডকে। তবে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমে নিজের দ্যুতি ছড়ান।

পাওলো দিবালার পায়ের জাদুতে মুগ্ধ অসংখ্য ভক্ত। তার শরীরি সৌন্দর্যে বুঁদ বহু নারী। অনেকের কাছে কাঙ্ক্ষিত পুরুষ এই খেলোয়াড়। পাওলো দিবালা ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে সম্পর্কে জড়ানোর খবর প্রকাশ্যে এসেছে। তবে দীর্ঘ দিন ধরে আর্জেন্টিনার মডেল-অভিনেত্রী ওরিয়ানা সাবাতিনিওর সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন। পাওলো দিবালার প্রেমিকাকে নিয়ে সাজানো হয়েছে এই ফটো ফিচার।

১৯৯৬ সালের ১৯ এপ্রিল আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে জন্মগ্রহণ করেন ওরিয়ানা সাবাতিনিও। তার বাবা-মা দুজনেই অভিনয়শিল্পী। খুব ছোটবেলায় গান ও পিয়ানো বাজানোর তালিম নেওয়া শুরু করেন। পাশাপাশি থিয়েটারের সঙ্গে যুক্ত হন তিনি

মাত্র ১৩ বছর বয়েসে মডেলিং ক্যারিয়ার শুরু করেন ওরিয়ানা। তবে ২০১১ সালে টেলিভিশনে অভিষক ঘটে তার। ২০১৮ সালে স্প্যানিশ ‘পেরডিডা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন এই অভিনেত্রী

ওরিয়ানা শুধু মডেল-অভিনেত্রী নন, তিনি একজন পেশাদার গায়িকাও। ২০১৭ সালে প্রথম প্রকাশিত হয় তার একক গান ‘লাভ মি ডাউন ইজি’

আর্জেন্টিনার অভিনেতা-ইউটিউবার জুলিয়ানা সেরানোর সঙ্গে প্রথমে সম্পর্কে জড়ান ওরিয়ানা। তিন বছর প্রেম করার পর ভেঙে যায় এই সম্পর্ক। ২০১৮ সালে ফুটবলার পাওলো দিবালার সঙ্গে সম্পর্কে জড়ান ওরিয়ানা। দীর্ঘ চার বছর ধরে চুটিয়ে প্রেম করছেন এই তারকা জুটি। তারা বিয়ের পরিকল্পনাও করেছেন।

২০১৯ সালে এক নারীর সঙ্গে ওরিয়ানার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আসে। তারপর এ নিয়ে হইচই পড়ে যায়। এ বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়— ‘আপনি কি উভকামী?’ জবাবে ওরিয়ানা বলেন, ‘সত্যি? যদি এ বিষয়ে আমাকে লেভেল লাগাতে হয় তবে আমি বলব, এতে আমি বিশ্বাস করি। আমি উভকামী।’

একটি রেডিওর সঙ্গে আলাপকালে এ ওরিয়ানা বলেছিলেন— ‘জীবনে মুক্ত অনুভব করার চেয়ে সুন্দর আর কিছু নেই। আমি যদি সমকামী হই এবং নারীদের পছন্দ করি বা যদি উভকামী হই; তবে এ বিষয়ে কোনো কুসংস্কার রাখব না।’ তবে পরবর্তীতে ওরিয়ানা বলেছিলেন, ‘আমি পাওলো দিবালাকে বিয়ে করতে চাই।’

কাতার বিশ্বকাপে প্রেমিককে উজ্জিবিত করতে মাঠে হাজির ছিলেন ওরিয়ানা। আর্জেন্টিনা ফাইনাল ম্যাচে বিজয়ী হওয়ার পর মাঠে নেমে যান ওরিয়ানা। পুরো দলের সঙ্গে উদযাপন করতে দেখা যায় তাকে। প্রিয় মানুষ পাওলো দিবালাকে জড়িয়ে ধরে ফ্রেমবন্দি হয়েছেন এই গায়িকা 

প্রীতি / প্রীতি

সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ

দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ

দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা

সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?

আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা

দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট

‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি

সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি

সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ

ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের

তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি

ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি