ঢাকা মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

পাবনা ফাউন্ডেশন ও স্কয়ার গ্রুপ পাবনা স্বাস্থ্য বিভাগকে ১০০ অক্সিজেন সিলিন্ডার দিল


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৭-২০২১ দুপুর ৩:৩৪

করোনা মহামারিতে সারাদেশের মতো পাবনাতেও অক্সিজেনের তীব্র সংকট দেখা দিয়েছে। সংকট মোকাবিলায় স্বাস্থ্য বিভাগকে সহায়তা করতে হাত বাড়িয়ে দিয়েছে পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এবং স্কয়ার গ্রুপ। পাবনা ফাউন্ডেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা স্বাস্থ্য বিভাগকে ৫০টি অক্সিজেন সিলিন্ডারসহ স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী প্রদান করেছে। 
ফাউন্ডেশনের সভাপতি আওয়ামী লীগের কেন্দ্রীয়  উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ সাহাবুদ্দিন চুপ্পু ও সাধারণ সম্পাদক রেলসচিব সেলিম রেজার পক্ষে স্থানীয় নেতারা পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন ও সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরীর কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহসভাপতি পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক শিবজিত নাগ, বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ. স. ম আবদুর রহিম পাকন, দপ্তর সম্পাদক মহিউদ্দিন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহেদ পারভেজ, পাবনা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার, ২৫০ শয্যাবিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারি পরিচালক ডা. সালেহ মোহম্মদ আলী প্রমুখ।
ফাউন্ডেশনের সভাপতি মোঃ সাহাবুদ্দিন চুপ্পু বলেন, মহাদুর্যোগে সামান্য সহযোগিতার মাধ্যমে পাবনাবাসীর পাশে থাকতে পেরে আমরা খুশি।
এছাড়া একইদিন বৃহস্পতিবার জেলা প্রশাসনের নিকট ৫০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে স্কয়ার গ্রুুপ। জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা কভিড-১৯ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের কাছে এসব সিলিন্ডার হস্তান্তর করেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মানবসম্পদ বিভাগের সহকারি মহাব্যবস্থাপক অ্যাডভোকেট আব্দুল হান্নান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাহেদ পারভেজ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান।
স্কয়ার গ্রুপের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক জানান, এসব অক্সিজেন সিলিন্ডার পাবনা ২৫০-বেড জেনারেল হাসপাতালে করোনা চিকিৎসায় ব্যবহার করা হবে।

এমএসএম / এমএসএম

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩

জীবননগর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকট, ভোগান্তিতে সাধারণ রোগী

গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত