২০২৬ বিশ্বকাপেও মেসিকে দেখতে চান সতীর্থরা
পাঁচটি বিশ্বকাপ খেলে ফেলেছেন লিওনেল মেসি। সবশেষ কাতার বিশ্বকাপে পেয়েছেন অধরা শিরোপার ছোঁয়া। জীবনে আর কিছু চাওয়া নেই তার। তবে বিশ্বচ্যাম্পিয়ন তকমায় আরও কিছুদিন খেলে যেতে চান তিনি। অবশ্য অনেক আগেই কাতার বিশ্বকাপকে নিজের শেষ বিশ্বকাপ বলে ঘোষণা দিয়েছেন। কিন্তু সতীর্থরা তাকে ছাড়তে নারাজ।
আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। যৌথভাবে আসরটির আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এই বিশ্বকাপেও মেসির পায়ের জাদু দেখতে চান আর্জেন্টাইন মিডফিল্ডার মাক আলিস্তার।
২০২৬ বিশ্বকাপের সময় মেসির বয়স হবে ৩৯ ছুঁইছুঁই। তবে বয়সের থোড়াই কেয়ার করে আলিস্তার বলেন, ‘আমরা চাই না, সে জাতীয় দল ছাড়ুক। সে বলেছিল, কাতার বিশ্বকাপই তার শেষ বিশ্বকাপ, কিন্তু আমরা তা চাই না। আমরা চাই সে আমাদের সঙ্গে থাকুক। তাই দেখা যাক কী হয়। ’
দলের প্রত্যেক সতীর্থকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন মেসি। আলিস্তার বলেন, ‘গতকাল (০১ জানুয়ারি) সে আমাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে। সে আমাদের প্রতি খুবই কৃতজ্ঞ। খেলা শেষে আমরা খুব একটা কথা বলতে পারিনি কারণ উদযাপন করতে চেয়েছিল। যা অর্জন করেছি তা এখনো আমরা উপলব্ধি করতে পারছি না বলে মনে আমার। তবে আগামী পাঁচ বা দশ বছরে সবাই বুঝবে। ’
এই বিশ্বকাপ মেসির প্রাপ্য ছিল বলছেন আলিস্তার, ‘এটা তার প্রাপ্য। একমাত্র শিরোপা যা তার ছিল না এবং এখন সেটা আছে। আমি এর অংশ হতে পেরে, তাকে সাহায্য করতে পেরে এবং এই দলকে ট্রফি এনে দিতে পেরে খুবই আনন্দিত। আমি সত্যিই তার জন্য খুব খুশি। ডি মারিয়ার জন্যেও, কারণ তারা দুজন এই ট্রফিটি অর্জনের জন্য গত দুই বছর দেশের হয়ে খেলে প্রচুর লড়াই করেছে। ’
প্রীতি / প্রীতি
সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ
দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা
সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?
আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা
দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট
‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি
সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি
সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ
ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের
তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি