বিমানের কেবিন ক্রু পদের স্বাস্থ্য পরীক্ষার তারিখ প্রকাশ
বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের কেবিন ক্রু বা ফ্লাইট স্টুয়ার্ডেস পদে আবেদনকারী প্রার্থীদের ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড মেডিকেল টেস্ট পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেবিন ক্রু বা ফ্লাইট স্টুয়ার্ডেস পদে আবেদনকারী প্রার্থীদের ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড মেডিকেল টেস্ট ১০ জানুয়ারি শুরু হবে। সাপ্তাহিক ছুটির দিন বাদে ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে পরীক্ষা।
পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশ এয়ারলাইনস ট্রেনিং সেন্টার (বিএটিসি), হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুর্মিটোলা, ঢাকায়।
আবেদনকারী প্রার্থীরা মুঠোফোনে খুদে বার্তা পাওয়ার পর এই ওয়েবসাইট থেকে ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড মেডিকেল টেস্ট পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করা প্রবেশপত্রসহ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে মাস্ক পরে প্রার্থীদের যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে।
ফ্লাইট স্টুয়ার্ডেস পদে নিয়োগ পেলে বেতন স্কেল হবে ১৫,৯০০ টাকা থেকে ৩৮,৪০০ টাকা; সঙ্গে উৎসব ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক ভাতা। দেশে ও বিদেশে প্রশিক্ষণের সুযোগ রয়েছে। বিদেশে উন্নতমানের আবাসন ও যাতায়াতসুবিধাও পাওয়া যাবে। এ ছাড়া উন্নত চিকিৎসাসুবিধা ও পোশাক ভাতা রয়েছে।
স্বাস্থ্য পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এই লিংকে। সূত্র: প্রথম আলো
প্রীতি / প্রীতি