মেসিদের বাংলাদেশে আসা প্রায় চূড়ান্ত
বাংলাদেশে মেসিদের নিয়ে আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর থেকেই এমন আলোচনা। বাফুফের পক্ষ থেকে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে প্রীতি ম্যাচের জন্য চিঠিও দেওয়া হয়েছে ইতোমধ্যেই। বাংলাদেশি ফুটবল প্রেমীদের আকাঙ্ক্ষা পূরণ করে বিশ্বকাপজয়ী লিওনেল মেসিরা বাংলাদেশে আসবে কিনা সেটি নিয়ে চলছে জোর জল্পনা-কল্পনা। সেই আলোচনায় বেগ পেয়েছে, চেষ্টা সফল হতে চলেছে বাফুফের। আগামী জুনে ঢাকায় আসছে লিওনেল মেসির বিশ্বজয়ী আর্জেন্টিনা।
মঙ্গলবার বিষয়টি জানিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। আর্জেন্টিনার বাংলাদেশে আসা প্রায় চূড়ান্ত জানিয়ে তিনি বলেছেন, 'প্রায় চূড়ান্ত হয়ে গেছে আর্জেন্টিনার প্রস্তাবিত সফর। কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। জুনের ফিফা উইন্ডোতে আসতে চায় বলে আমাদের জানিয়েছে তারা। টার্মস অ্যান্ড কন্ডিশনে সমস্যা না হলে আগামী জুনে আর্জেন্টিনা বাংলাদেশে আসবে, এটা বলাই যায়।'
এর আগে ২০১১ সালে বাংলাদেশে এসেছিল আর্জেন্টিনা। নাইজেরিয়ার বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ খেলেন মেসি-ডি মারিয়ারা। এবারও এই মাঠেই খেলা আয়োজন করার পরিকল্পনা বাফুফের। কিন্তু দেশের ফুটবলের প্রধানতম এই ভেন্যুতে সংস্কার কাজ চলছে। পুরো কাজ বাকি হতে এখনও বেশ বাকি।
কাজী সালাউদ্দিন অবশ্য বঙ্গবন্ধু স্টেডিয়ামেই ম্যাচটি আয়োজন করার পরিকল্পনার কথা জানিয়েছেন। বাফুফের পক্ষ দ্রুততার সঙ্গে কাজ শেষ করার জন্য জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) চিঠি দিয়েছে। বাফুফে প্রধান বলেন, 'ম্যাচটি বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে। জরুরি ভিত্তিতে সব করে দিতে আমরা আজ জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছি, তারা রাজি হয়েছে।'
মেসিদের প্রতিপক্ষও এখনও চূড়ান্ত হয়নি। কাজী সালাউদ্দিন জানিয়েছেন, কোচের সঙ্গে আলোচনার প্রতিপক্ষ হিসেবে কয়েকটি দেশের নাম বাংলাদেশ দেবে আর্জেন্টিনা। সেখান থেকে একটি দল চূড়ান্ত করা হবে। বাফুফে সভাপতি বলেন, 'তাদের কোচের সঙ্গে আলোচনা করে কয়েকটি দেশের নাম আমাদের দেবে আর্জেন্টিনা। এরপর আমরা নামগুলো নিয়ে কাজ করে একটি দেশ ঠিক করবো।'
সুজন / সুজন
দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা
সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?
আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা
দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট
‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি
সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি
সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ
ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের
তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি
ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি