ঢাকা শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

দেশের মানুষ কষ্টে আছে: কামরুল


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২১-১-২০২৩ বিকাল ৫:৫

বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে দেশের মানুষ কষ্টে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাভোকেট কামরুল ইসলাম।

তিনি বলেছেন, করোনা ভাইরাস এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা সৃষ্টি হয়েছে।

 
 

বাংলাদেশ এর বাইরে নয়। তাই দেশের মানুষ এখন কষ্টে আছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পিতভাবে এই সংকট মোকাবিলা করছেন। করোনা যখন এসেছে, তখন ধারণা করা হয়েছিল হাজার হাজার মানুষ মারা যাবে। এটাকে আমরা মোকাবিলা করতে পারবো না। কিন্তু বিশ্বের যে কয়টি দেশ সফলভাবে করোনা মোকাবিলা করেছে, তার মধ্যে একটি বাংলাদেশ। মানুষ বিনামূল্যে টিকা পেয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক অগ্রযাত্রায় ইউনিয়ন পরিষদ সদস্যদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন অ্যাভোকেট কামরুল ইসলাম।

জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস)।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের পর দেশে সাড়ে ৭ কোটি মানুষ ছিল। এখন তা হয়েছে ১৭-১৮ কোটি। মানুষ বাড়লেও কৃষি জমির পরিমাণ বাড়েনি। উল্টো কমে গেছে। ফলে উৎপাদনও কমেছে। কিন্তু তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনায় আমরা আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

কৃষক বাঁচলে দেশ বাঁচবে উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষক এবং কৃষি উৎপাদন কীভাবে বাড়ানো যায়, সেই লক্ষ্যে কাজ শুরু করেছিলেন। কিন্তু ১৯৭৫ সালে জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়। আমরা অন্ধকারে নিক্ষিপ্ত হই। তারপর দীর্ঘ ২৯ বছর স্বাধীনতা বিরোধী একাত্তরের পরাজিত শক্তি বিভিন্ন লেবাসে রাষ্ট্র ক্ষমতায় ছিল। এই সময়ে দেশে কৃষির অগ্রগতি কতটুকু হয়েছে কেউ বলতে পারবে না।

কামরুল ইসলাম আরও বলেন, কৃষি উৎপাদন বাড়াতে জাতির পিতা ধান গবেষণা ইনস্টিটিউট, কৃষি গবেষণা কেন্দ্রসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে বিকশিত হয়েছে। ফলে বিভিন্ন ধরনের ধান উৎপাদনের মাধ্যমে আমরা ফসল উৎপাদন দ্বিগুণ, তিনগুণ করতে পেরেছি।

বাইসস চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলনের সভাপতিত্বে ও মহাসচিব এম সাইফুল ইসলাম মোয়াজ্জেমের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বাইসস পৃষ্ঠপোষক কাজী মামুনুর রশিদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান প্রমুখ।

এমএসএম / এমএসএম

জাপান-বাংলাদেশ বেসবল ফ্রেন্ডশিপ ম্যাচ–২০২৬

বাংলাদেশ বেতারে আঞ্চলিক পরিচালক হিসেবে পদোন্নতি পেলেন মনির হোসেন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

বিদেশি পাসপোর্টধারী ইবিএল চেয়ারম্যানের অর্থ পাচার নিয়ে তদন্তে সিআইডি

সাকরাইনের ডাকে রঙিন আকাশ: পৌষের শেষদিনে পুরান ঢাকায় উৎসবের মহাকাব্য

অনৈতিকতার বিরুদ্ধে জিরো টলারেন্স: মানিকগঞ্জের ঘটনায় কঠোর অবস্থানে আনসার ও ভিডিপি

যাত্রাবাড়ীর এলাকার স্থানীয় বাসিন্দা যশোরে অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণ 

নেকাব ইস্যুতে বিএনপি নেতার মন্তব্যে ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতির তীব্র প্রতিবাদ

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময়

বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ও চাষী মজদুর সংগ্রাম পরিষদের পাঁচ দফা দাবি

এসএমই ও এসএমএস খাত উন্নয়নে তরুণ উদ্যোক্তা তৈরিতে জোর দেবে সরকার

গুলিস্তান-বঙ্গবাজারে মোজাম্মেল হক মজুর সাড়ে তিন দশকের ‘একচ্ছত্র সাম্রাজ্য’, অতিষ্ঠ ব্যবসায়ীরা

ডেমরায় ভবন নির্মাণ কাজে বাধা ও প্রাণনাশের হুমকি