ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

কেনের জাদুকরী অনুভূতি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-২-২০২৩ দুপুর ১১:৫৭

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) শিরোপার দৌড়ে থাকা ম্যানচেস্টার সিটিকে থামিয়ে দিয়েছে টটেনহ্যাম হটস্পার। হ্যারি কেনের একমাত্র গোলে শেষ হাসি হাসে সাদাপদ্ম শিবির। এ দিন সিটিবধের পাশাপাশি টটেনহ্যামের হয়ে সর্বকালের শীর্ষ গোলদাতার রেকর্ডও গড়েন ইংল্যান্ড অধিনায়ক। 

গত মাসে ফুলহ্যামের বিপক্ষে দলের জয়ে একমাত্র গোল করে স্পারদের সর্বকালের শীর্ষ গোলদাতা জিমি গ্রিভসকে ছুঁয়েছিলেন কেন। ক্লাবটির হয়ে ২৬৭তম গোল করে ইংল্যান্ডের ১৯৬৬ বিশ্বকাপজয়ী দলের সদস্যকে পেছনে ফেললেন ২৯ বছর বয়সী ফরোয়ার্ড।

স্পার্স লিজেন্ডকে টপকে গিয়ে কেন বলেন, ‘ফুটবল খেলার মধ্যে জিমি ছিলেন একজন সেরা স্ট্রাইকারদের মধ্যে একজন। তাকে টপকে যাওয়া স্বপ্ন সত্যি হওয়ার মতো।’

৪১৬ ম্যাচে কেন এই কীর্তি গড়েন। টটেনহ্যাম যুব দল থেকে উঠে আসা এই ফরোয়ার্ডের ক্যারিয়ারের অধিকাংশ সময় কেটেছে এই ক্লাবেই। ২০১১ সালে স্পারদের হয়ে ইউরোপা লিগে প্রথম গোল করেন শামরক রোভার্সের বিপক্ষে। এরপর ধারে খেলেছিলেন লেটন অরিয়েন্ট, মিলওয়াল, নরউইচ সিটি ও লেস্টার সিটির হয়ে। শেষ পর্যন্ত ২০১৪ সালে টটেনহ্যামের প্রথম দলে থিতু হন এবং সাদারল্যান্ডের বিপক্ষে প্রথম প্রিমিয়ার লিগ গোল করেন। ২০১৪-১৫ মৌসুমের পর থেকে গত মৌসুম পর্যন্ত গড়ে ২৩টি করে লিগ গোল করেছেন। তিনবার লিগে পেয়েছেন গোল্ডেন বুট অ্যাওয়ার্ড। 

দীর্ঘদিনের অধ্যাবসায় আর ধারাবাহিকতার সুফল মিললো রোববার। কেন বলেন, ‘এটা একেবারেই কল্পনা মনে হচ্ছে, ঘরের ভক্তদের সামনে এটা করে ও জিতে জাদুকরী অনুভূতি হচ্ছে। আমি এই বিশেষ জায়গায় এসব চমৎকার ভক্তদের সামনে এটা করতে চেয়েছিলাম।’

টটেনহ্যামে নিজের অভিজ্ঞতা নিয়ে কেন বলেন, ‘আমি ১১ বছর বয়স থেকে এখানে আছি। অনেক কঠোর পরিশ্রম, ত্যাগ এবং উৎসর্গের মধ্যে যেতে হয়েছে। আমি আমার প্রথম প্রিমিয়ার লিগ গোলের কথা মনে করতে পারি এবং এখন ২০০ প্রিমিয়ার লিগ গোল করে ফেললাম। অনেক কষ্টের ফসল এটি। যখন আমি বুড়িয়ে যাবো তখন এই অর্জনের দিকে তাকিয়ে গর্ব করবো।’

লিগে ইতোমধ্যে ২০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন কেন। তার থেকে ৮ গোল বেশি করে দ্বিতীয় স্থানে ওয়েন রুনি। আর ২৬০ গোল করে সবার উপরে অ্যালান শিয়ারার। 

প্রীতি / প্রীতি

দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা

সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?

আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা

দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট

‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি

সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি

সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ

ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের

তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি

ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি

আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ