ভারতে সিরিজ জিততে অস্ট্রেলিয়াকে জনসনের পরামর্শ
ভারতের মাটিতে কখনো টেস্ট সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। আগের চারবারের দেখায় মাত্র একটি টেস্ট জিতেছে তারা। এবার সেই গেরো কাটাতে পারবে কি অজিরা? উত্তর পেতে অপেক্ষা করতে হবে। তবে সাবেক অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসনের বিশ্বাস, প্যাট কামিন্সের দল আগে ব্যাটিং করতে পারলে সিরিজ জয়ের ভালো সুযোগ পাবে।
আগামী ৯ ফেব্রুয়ারি নাগপুরে শুরু হচ্ছে চার টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি। এনিয়ে চলছে বিশেষজ্ঞদের নানা অভিমত। দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ানের কলামে অস্ট্রেলিয়াকে টোটকা দিলেন জনসন, ‘সিরিজের শুরুতে যদি অস্ট্রেলিয়া কয়েকবার প্রথমে ব্যাট করতে পারে, যে ভেন্যুতে স্পিন ভালো ধরে, তারা যদি সেখানে প্রথম ইনিংসে বোর্ডে ভালো স্কোর জমাতে পারে, তাহলে ভারতের ওপর চাপ বাড়বে।’
সাবেক এই পেসার আরো বলেছেন, ‘অজিরা চার স্পিনার নিয়েছে দলে এবং নাথান লিয়নের অভিজ্ঞতা ও টেস্ট রেকর্ডকে ভারত সমীহ করতে পারে। তবে তারা কাউকে ভয় পায় না, ভারতের ব্যাটসম্যানরা পায়ের ভালো কাজ পারে এবং নিখুঁতভাবে স্পিন খেলতে পারে।’
২০০৮ সালে নাগপুরে অস্ট্রেলিয়াকে ১৭২ রানে হারায় ভারত। ওইবার জনসনের সঙ্গে পেস আক্রমণে ছিলেন ব্রেট লি। ম্যাচে সাবেক অস্ট্রেলিয়ান গতি তারকা নেন মাত্র একটি উইকেট। তবে সাবেক সতীর্থ জ্যাসন ক্রেজা পান ১২ উইকেট। জনসনের বিশ্বাস, এবারো ফ্ল্যাট পিচে খেলা হবে।
তিনি যোগ করেন, ‘২০০৮ সালের পর প্রথমবার এই সপ্তাহে নাগপুরে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। আগেরবার ১২ উকেট নেন জ্যাসন ক্রেজা। আশা করা হচ্ছে পিচ খুব ফ্ল্যাট থাকবে, ঘাস থাকবে না। হয়তো সুইংও হবে না। পেসারদের জন্য কঠিন হবে। লিয়নের এক্সট্রা বাউন্সে বল করার সামর্থ্য আছে। সে প্রথমবার নাগপুরে কিছু একটা করতে পারে।’
প্রীতি / প্রীতি
দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা
সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?
আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা
দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট
‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি
সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি
সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ
ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের
তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি
ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি
আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার