ব্রাজিলের ফ্ল্যামেঙ্গোকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে সৌদি আরবের ক্লাব
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখিয়েছিল সৌদি আরব। এবার ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আমেরিকা অঞ্চলের সেরা ক্লাব ফ্ল্যামেঙ্গোকে হারিয়ে আরেক চমক দেখালো সৌদি আরবের ক্লাব আল হিলাল।
মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি, ২০২৩) রাতে ক্লাব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ব্রাজিলের সেরা ক্লাব ফ্ল্যামেঙ্গোকে ৩-২ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে আল হিলাল। প্রথম কোনো সৌদি আরবের এবং তৃতীয় কোনো এশিয়ান ক্লাব হিসেবে ফাইনালে নাম লেখালো আল হিলাল।
আজ বুধবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে মিশরের ক্লাব আল আহলি। এই ম্যাচের জয়ী দলের বিপক্ষে রোববার দিবাগত রাতে ফাইনালে মাঠে নামবে আল হিলাল।
মরোক্কোর ট্যাঙ্গিয়ারের ইবনে বতুতা স্টেডিয়ামে ম্যাচের ৪ মিনিটেই এগিয়ে যায় আল হিলাল। এ সময় পেনাল্টি পায় তারা। পেনাল্টি থেকে সালেম আল দাওসারি গোল করে এগিয়ে নেন দলকে। তবে বেশিক্ষণ তাদের এগিয়ে থাকতে দেয়নি ২০১৯ সালে ক্লাব বিশ্বকাপের ফাইনালে খেলা ফ্ল্যামেঙ্গো। ২০ মিনিটের মাথায় পেদ্রোর গোলে সমতা ফেরে।
ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে আরও একটি পেনাল্টি পায় আল হিলাল। আর দশজনের দলে পরিণত হয় ফ্ল্যামেঙ্গো। এ সময় হিলালের লুসিয়ানো ভিয়েত্তোকে বক্সের মধ্যে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গারসন। পেনাল্টি থেকে দাওসারি গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যান।
বিরতির পর ৭০ মিনিটে ব্যবধান ৩-১ করে ফেলে আল হিলাল। এ সময় পাল্টা আক্রমণে ওঠে আল হিলাল। সালেম আল দাওসারির বাড়িয়ে দেওয়া বল থেকে বক্সের ডানদিক দিয়ে ঢুকে উপরের অংশ দিয়ে জালে জড়ান হিলালের আর্জেন্টাইন ফরোয়ার্ড লুসিয়ানো।
ম্যাচের ৯০+১ মিনিটের মাথায় ফ্লেমেঙ্গোর পেদ্রো নিজের জোড়া গোল পূর্ণ করেন। তাতে কেবল ব্যবধানই কমে, পরাজয় আর এড়াতে পারেনি দক্ষিণ আমেরিকার সেরা দলটি। শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানের দারুণ জয়ে ফাইনালে পৌছে যায় এশিয়ার সেরা আল হিলাল।
প্রীতি / প্রীতি
দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা
সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?
আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা
দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট
‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি
সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি
সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ
ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের
তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি
ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি
আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার