গোবিন্দগঞ্জে স্বামীকে রেখে গোপনে বিয়ে অতপর দেনমোহর দাবী
গাইবান্ধার গোবিন্দগঞ্জের শালমারা ইউনিয়নের শাখাহাতী বালুয়া গ্রামের কাজেম উদ্দিনের ছেলে আবু শাহিন প্রধানের সাথে ইসলামী সরিয়া মোতাবেক রফিকুল ইসলামের মেয়ে লাবনী বেগমের গত ২০১৮ সালের ২৩ অক্টোবর একলক্ষ পঞ্চাম হাজার এক টাকা দেন মোহরে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ঘর সংসার করিয়া আসিতেছিল । লাবনী তার আপন বোনের স্বামীর সাথে অবৈধ সম্পর্ক থাকায় বিবাহ বিচ্ছেদ হয় প্রথম স্বামীর সাথে। প্রথম সংসারে এক কন্যা সন্তানের জন্ম দেয় লাবনী। লাবনীর পরিবার অর্থলোভী হওয়ায় তার পরিবার পূর্বের সকল ঘটনা লুকাইয়া রেখে শাহিন প্রধানে সাথে বিবাহ দেয়। ফলে বিয়ের কয়েক বছর পেরিয়ে গেলে সংসারে অসান্তির সৃষ্টি হয় এবং শাহিনের বাড়ী থেকে বেড়িয়ে যায় লাবনী বেগম। কয়েক মাস পেরিয়ে গেলে শাহিন প্রধানে বাড়ীতে লাবনী না ফেরায় কাজী আব্দুল হাদীর নিকট বিয়ের নকল কাবিন নামা তোলার জন্য যায় স্বামী শাহিন প্রধান। কাজী আব্দুল হাদী বিয়ের নকল কাবিন নামা দেই দিচ্ছি বলে ঘুরাইতে থাকে ফলে জেলা রেজিষ্টার বরাবর আবেদন করে শাহিন প্রধান। জেলা রেজিষ্টারের কথায় ও নকল না দিয়ে সময় ক্ষেপন করছে কাজী আব্দুল হাদী। উক্ত ঘটনার পরে আদালতে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেনমোহরের দাবী করে মামলা করে লাবনী বেগম। লাবনীর দ¦ীতিয় স্বামী শাহিন জানান, প্রথম স্বামীর নিকট হতে আশি হাজার টাকা কাবিনের বিপরীতে দুই লক্ষ টাকা আদায় করে সে। সে কারনে কাজীর সাথে সক্ষতা রেখে কাবিন নামা গোপন করে আড়াই লক্ষ টাকা দাবী করে মামলা করেছে। আরো বলেন আমাকে তালাক না করে বর্তমানে কোচাশহর ইউনিয়নের ধারাই কান্দিগ্রামের তাজু কসাইয়ের ছেলে দেলবর কসাইয়ের সাথে ঘর সংসার করছে লাবনী বেগম। এঘটনায় সাংবাদিকরা স্বামীকে তালাক না করে কিভাবে অন্যর সংসার করছে জানার জন্য গেলে লাবনী বেগম পালিয়ে যায়। উক্ত ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী শাহিন প্রধান বলেন, অন্যর সংসার করছে আর আমাকে মামলা দিয়ে হয়রানী করছে এর সঠিত তদন্তের মাধ্যমে অর্থলোভী লাবনী,তার পরিবার এবং বর্তমান স¦ামী দেলবরের শাস্তির দাবি করছি।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে এমপি পদপ্রার্থী এটিএম আজহারুল ইসলামের মতবিনিময় সভা
কারখানার জিএম ও প্রশাসনিক কর্মকর্তাকে বহিষ্কারের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি
ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বালিয়াকান্দিতে আইন-শৃঙ্খলার সভা অনুষ্ঠিত
তানোরে ধানকাটা-আলু রোপণে ব্যস্ত কৃষকরা
শালিখায় হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি মোস্তফা কামালের গণসংযোগ ও লিফলেট বিতরণ
সরকারি রাস্তার জায়গা প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়ে মুক্ত করে আবারো দূর্বৃত্তদের দখলে, নেপথ্যে যাদের ইশারা
হোসেনপুর উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলার সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামান ভূঁইয়ার জানাজা অনুষ্ঠিত
জামায়াত থেকে বিএনপিতে যোগদান, দুই দলেরই নেতা হাফেজ বেলায়েত
টঙ্গী–কাশিমপুরে জাল খতিয়ান সিন্ডিকেটের কবলে ৪৮ পরিবার, সড়ক অবরোধ করে কাফনের কাপড়ে অবস্থান
মনোহরগঞ্জে পর্যাপ্ত খেজুর গাছ না থাকায় গাছিরা পরিবর্তন করছে পেশা
শেরপুরে জেলা মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত