ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

খুলনাকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে সিলেট স্টাইকার্স


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ৮-২-২০২৩ বিকাল ৫:৫২
১২ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই উঠে গেছে  সিলেট স্টাইকার্স। তবে সমান পয়েন্ট নিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যে কারণে শেষ ম্যাচে জয়টা গুরুত্বপূর্ণ ছিল সিলেটের জন্য। চোট কাটিয়ে নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ফিরেছেন। মাঝে দেশে ফেরা ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমিরকেও উড়িয়ে আনা হয় এই ম্যাচের জন্য।  ৬ উইকেটের জয়ে সব কিছুই পেলো পূর্ণতা। 
 
আজকের ম্যাচে মাশরাফি কেবল অধিনায়ক হিসেবে খেলেছেন, করেননি একটি বলও,১২ ম্যাচে ১৮ পয়েন্ট সিলেটের। ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা কুমিল্লার ম্যাচ বাকি অবশ্য আরও একটি। টস জিতে আগে ব্যাট করে ৮ উইকেটে ১১৩ রানের বেশি করতে পারেনি খুলনা টাইগার্স। মাহমুদুদল হাসান জয়ের ৪১ ও শেষদিকে নাহিদুল ইসলামের ২২ রান না হলে আরও বড় লজ্জায় পড়তে হত তাদের। 
 
জবাবে জাকির হাসানের ৫০ ও মুশফিকের ৩৯ রানে ভর করে ৭ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় সিলেট। চোটে পড়া তামিম ইকবালকে এবারের বিপিএলে আর দেখা যাবে না আগেই জানা। অ্যান্ড্রু বালবার্নির সাথে ওপেন করতে নামেন মুনিম শাহরিয়ার। দুজনেই হয়েছেন ব্যর্থ, মুনিম ৩ ও বালবার্নি ৭ রানের বেশি করতে পারেননি। তিন নম্বরে নামা অধিনায়ক শাই হোপও ৯ রানে ফিরেছেন। এক পাশ মাহমুদুল হাসান জয় আগলে রাখলেও অন্য প্রান্তে ইয়াসির আলি রাব্বি (১২), সাব্বির রহমানরা (৬) ব্যর্থতার মিছিলে শামিল হন। 
 
৫১ রানে ৫ উইকেট হারানোর পর জয়ের ৪১ বলে ৩ চার ২ ছক্কায় ৪১ ও নাহিদুলের ১৭ বলে ৩ চারে ২২ রানে ১০০ পেরোতে পারে খুলনা টাইগার্স। সিলেট স্টাইকার্সের হয়ে পেসার তানজিম হাসান সাকিব নেন সর্বোচ্চ ৩ উইকেট। লক্ষ্য তাড়ায় নেমে বাজে শুরু সিলেটেরও। দুই ওপেনার তৌহিদ হৃদয় (৫) ও নাজমুল হোসেন শান্ত (৩) ফেরেন দলীয় ১০ রানেই। তবে ৯০ রানের জুটিতে দলকে বিপদে পড়তে দেননি জাকির হাসান ও মুশফিকুর রহিম। 
পল ভ্যান মিকিরেনের করা ১৫তম ওভারে সিঙ্গেল নিয়ে ৪৪ বলে ফিফটি ছুঁয়েছেন জাকির। তবে এই বাঁহাতি এরপর যেতে পারেননি বেশি দূর। দলকে জয় থেকে মাত্র ১৪ রান দূরে রেখে আউট হন। হাসান মুরাদের বলে নাহিদুল ইসলামকে ক্যাচ দেওয়ার আগে করেন ৪৬ বলে ৫ চার ১ ছক্কায় ঠিক ৫০ রান। জাকিরের পর একই ওভারে অদ্ভুত রান আউটে ফিরেছেন মুশফিকও। ৩৫ বলে ৪ চারে তার নামের পাশে ৩৯ রান। তবে রায়ান বার্লের ৬ বলে অপরাজিত ১২ রানে ৬ উইকেট ও ১৫ বল হাতে রেখে জয় নিয়েই মাঠ ছাড়ে সিলেট স্টাইকার্স।

এমএসএম / এমএসএম

২০০ মিটারেও পারলেন না শিরিন, ইমরানকে হারালেন তারেক

স্টেডিয়ামের অবস্থা দেখে কান্না চলে এসেছে : বিসিবি সভাপতি

দ্বিগুণ পিছিয়ে থাকা বার্সেলোনাকে জেতালেন পেদ্রি-তোরেসরা

ইয়োকেরেস-টিম্বারের জোড়ায় বড় জয় আর্সেনালের

চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি

বড় হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় বাংলাদেশের

২-১ সপ্তাহে পাওয়ার হিটিং শেখা যাবে না: উড

আর্জেন্টিনা জাতীয় দলের ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত

প্রতিপক্ষকে ৫ গোল, ৪ বছরে প্রথমবার টেবিলের শীর্ষে চেলসি

তৃতীয় ওপেনার হিসেবে এশিয়া কাপের বিমানে উঠবেন কে?

আর্জেন্টিনায় সমর্থকদের সহিংসতায় ম্যাচ পণ্ড, আটক ৯০

সেমির দৌড়ে এগিয়ে যেতে লড়াকু সংগ্রহ বাংলাদেশের

রোহিতের জায়গায় ওয়ানডে অধিনায়ক শ্রেয়াস!