আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে না বাংলাদেশ
বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ১১ মার্চ ঢাকায় পা রাখবে আইরিশ ক্রিকেটাররা। এরপর মে মাসে আয়ারল্যান্ডের মাটিতে খেলতে যাবে বাংলাদেশ। সেখানে ওয়ানডে সিরিজের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজও খেলার কথা ছিল টাইগারদের। তবে সেই টি-টোয়েন্টি সিরিজটি এখন অনিশ্চিত। কারণ আইরিশ বোর্ড এখনও এ ব্যাপারে নিশ্চিত করেনি কিছু।
শনিবার বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমে বলেছেন, ‘এটা তো ওদের হোম সিরিজ, সুতরাং ওরাই ঠিক করে ভেন্যু কোথায় হবে। ওয়ানডে তিনটা ইংল্যান্ডে হবে, যেটা আয়ারল্যান্ডে হওয়ার কথা ছিল।’
আইরিশ বোর্ডের পক্ষ থেকে বিসিবি এখন পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজের ব্যাপারে কোনো তথ্য পায়নি। জালাল ইউনুসের মতে, ‘টি-টোয়েন্টি এখনও চূড়ান্ত নয়। এটা এখনও কনফার্ম করেনি তারা, হবে কি হবে না। নাও হতে পারে। এরকমও হতে পারে টি-টোয়েন্টির সূচিটা তারা পরে দিতে চাচ্ছে।’
আয়ারল্যান্ডের সূচি যদি ফাঁকা সময়ে না হয় বিসিবি গ্রহণ করবে না তাদের সিদ্ধান্ত। জালাল ইউনুস আরও বলেছেন, ‘এর পরবর্তীতে আমাদের যে খেলাগুলো আছে সেটার সঙ্গে সাংঘর্ষিক হলে তো আমরাও গ্রহণ করব না। তারা এটা জানেই ভালো করে। আপনারা জানেন যে ডিসেম্বর পর্যন্ত এফটিপি কনফার্ম। খালি তারিখগুলো জানানো (বাকি)। আমার মনে হয় না এর মধ্যে আবার রিসিডিউল করা যাবে।’
ওয়ানডে সিরিজ ইংল্যান্ডে হবে আপাতত সেভাবেই পরিকল্পনা সাজানো হচ্ছে। জালাল বলছিলেন, ‘এটা কিন্তু চূড়ান্ত নয়। আমি বলছি যে নাও হতে পারে। যদি তারা ম্যানেজ করতে পারে তাহলে অবশ্যই আমাদের জানাবে। আপাতত তিনটা যে ওয়ানডে আছে এটা ইংল্যান্ডে হবে।'
এমএসএম / এমএসএম
দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা
সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?
আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা
দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট
‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি
সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি
সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ
ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের
তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি
ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি
আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার