ঢাকা সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

টি-টোয়েন্টিতে সাকিবকে পেয়ে উচ্ছ্বসিত মাহমুদউল্লাহ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-৭-২০২১ দুপুর ১২:১৬

নিষেধাজ্ঞার পর ক্রিকেটে ফিরে অন্য দুই ফরম্যাটে খেললেও এখনো টি-টোয়েন্টিতে খেলা হয়নি সাকিব আল হাসানের। সব ঠিক থাকলে আজই (বৃহস্পতিবার) জিম্বাবুয়ে বিপক্ষে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে প্রত্যাবর্তন হয়ে যাবে টাইগার অলরাউন্ডারের। সাকিবকে দলে পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ দলের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার আগে মাহমুদউল্লাহ বলেন, আমি খুবই খুশি দলটা নিয়ে। সাকিব ফিরেছে। সে ব্যাটে বলে খুবই ভালো করছে। আরও কয়েকজন নতুন প্রতিভাবান ক্রিকেটার দলে এসেছেন। তাদের ফিল্ডিং সামর্থ্য অনেক ভালো। সবে মিলিয়ে সবই ভালো। সব সংস্করণেই শুরুটা গুরুত্বপূর্ণ। সেই শুরুটা ভালো করতে পারি এই আশা থাকবে।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টির লড়াইয়ে নামার আগে অন্য দুই ফরম্যাটের সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। একমাত্র টেস্ট জয়ের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের ধবলধোলাইয়ের স্বাদ দিয়েছে সফরকারীরা। এখান থেকেও আত্মবিশ্বাসের রসদ পেয়েছেন মাহমুদউল্লাহ।

বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক বলছিলেন, টেস্টে ভালো খেলেছি। ওয়ানডেতে তিনটা ম্যাচই জিতেছি। বোলাররা ভালো করেছে। সেই আত্মবিশ্বাসটা অবশ্যই থাকবে। ম্যাচে কাজে লাগিয়ে ফলটা নিজেদের পক্ষে আনতে পারি।

তবে প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হলেও চ্যালেঞ্জের ইঙ্গিত দিয়ে রাখলেন মাহমুদউল্লাহ, ‘প্রতিটা টি-টোয়েন্টি ম্যাচই চ্যালেঞ্জিং। কারণ কাউকে এই সংস্করনের খেলায় ফেভারিট বলা খুব কঠিন। ওই দিন যে ভালো খেলবে তাদের জয়ের সম্ভাবনা বেশি থাকবে। আমরা অবশ্যই তামিম ও মুশফিককে মিস করব। দুজনই আমাদের জন্য অনবদ্য খেলোয়াড়। তারপরও আমি বলব, এটা বাকিদের জন্য সুযোগ বাংলাদেশকে জেতানোর জন্য।’

জামান / জামান

ক্রীড়া সাংবাদিকদের নতুন অফিস উদ্বোধন করলেন তাবিথ-বুলবুল

‘চোকার্স’ তকমা কি এবার দক্ষিণ আফ্রিকার মেয়েদেরও?

অবশেষে যেভাবে বিসিবি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা

ক্রিকেটারদের হোটেলে রেখে উধাও টুর্নামেন্ট আয়োজকরা, সবার পারিশ্রমিক বকেয়া

টানা তিন হারের পরও যেভাবে শিরোপা জয়, যা বললেন ভারতীয় অধিনায়ক

ইয়ামাল-নিকোলের প্রেম তাহলে ভেঙেই গেল, নেপথ্যে কী?

কার মাথায় উঠবে শ্রেষ্ঠত্বের ‘প্রথম’ মুকুট

টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যাবেন শান্ত, নিশ্চিত করল বিসিবি

বেটিংয়ে জড়ানোয় ১৪৯ রেফারি বরখাস্ত

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে যেমন হবে একাদশ, বাদ জাকের!

দুই ফরম্যাটের সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ

ভিনিসিয়ুসের সঙ্গে নতুন চুক্তির পরিকল্পনা রিয়ালের!

অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ