ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

আইপিলের পর অন্যতম সেরা লীগ বিপিএল : মঈন আলী


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ১৭-২-২০২৩ বিকাল ৫:১৩
বিপিএলকে অন্যতম সেরা লীগ বলে দাবি করছেন ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলি। তিনি বলেন আইপিএলের পর আরেকটি জনপ্রিয় লীগ বিপিএল। সেই সাথে তিনি পিএসএল না খেলে কেন বিপিএল খেলতে আসছেন সেটাও জানালেন এই অলরাউন্ডার। 
 পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে জাতীয় দলের স্কোয়াড থেকে নাম সরিয়ে নিয়েছেন অ্যালেক্স হেলস সহ কয়েকজন ইংলিশ ক্রিকেটার। তবে ভিন্ন পথে হেঁটেছেন অলরাউন্ডার মঈন আলি। পিএসএল থেকে নাম সরালেও খেলেছেন বিপিএল। মূলত আসন্ন বিশ্বকাপ ও ইংল্যান্ডের বাংলাদেশ সফরকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করতেই তার এই ভাবনা। 
 
বিপিএলে মঈন আলি শেষদিকে যোগ দিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। গতকাল ফাইনাল জিতে কুমিল্লা ঘরে তুলল বিপিএল ইতিহাসের সর্বোচ্চ শিরোপা। পকোয়ালিফায়ার সহ মঈন খেলেছেন দুই ম্যাচ। 
 
অথচ তার খেলার কথা ছিল পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডে। কয়েকদিন আগেই জানিয়েছেন বাংলাদেশ সফরের জন্য পিএসএল থেকে নাম প্রত্যাহার করেছেন। তবে বিপিএল খেলাটা ছিল চমকই।
তিনি বলেন, 'অবশ্যই (বাংলাদেশে আসা এবং বিপিএল খেলা সাহায্য করবে)। আর এটাই আমার এখানে আসার অন্যতম একটি কারন। আমি জানি এখানে একটা সিরিজ আছে আর আমি নিজেকে আসন্ন বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে চাই। আমি এখানকার কন্ডিশন কাজে লাগাতে চাই। সুতরাং হ্যাঁ এ ধরণের কন্ডিশনে খেলা আমাকে অবশ্যই সাহায্য করবে।'
সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে ইংল্যান্ড। মিরপুরে ১ মার্চ মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। 
 
ঘরের মাঠে শক্ত প্রতিপক্ষ বাংলাদেশ নিয়ে ইংলিশ অলরাউন্ডার যোগ করেন, 'বাংলাদেশ সবসময় কঠিন কারণ তারা ঘরের মাঠে খুবই শক্তিশালী দল। আর আমরাও খুব ভালো দল।'
 
বিপিএলে এর আগেও কুমিল্লার হয়ে খেলেছেন। কুমিল্লা বরাবরই তারকা নির্ভর দল গড়ে। মঈন সহ এবার আসরের তারকা বিদেশি ক্রিকেটাররা খেলেছে কুমিল্লাতেই। কুমিল্লার সাফল্যের পেছনে মালিকপক্ষের দারুণ সমর্থনের প্রশংসা চারদিকে। 
 
মঈন আলিও সেরকমটাই জানালেন, 'কুমিল্লার ভক্ত সমর্থকরা দারুণ, দলের মালিকপক্ষও দুর্দান্ত। তারা তাদের খেলোয়াড়দের প্রতি খুবই যত্নবান। তারা জিততে চায় পাশাপাশি ক্রিকেটারদের দেখভালটাও খুব ভালো করে।'
 
'অসাধারণ উন্মাদনা, ক্রিকেটয়ের প্রতি তাদের নিবেদন দুর্দান্ত। আমি কুমিল্লাকে প্রতিনিধিত্ব করতে এখানে আসাটা পছন্দ করি। তারা ফাইনাল খেলবে এ ব্যাপারে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল, অনেকদিন ধরেই তারা এটা বলে আসছে যে আবারও ফাইনাল খেলবে। আমি কৃতজ্ঞ যে তারা আমাকে ডেকেছে।'

এমএসএম / এমএসএম

২০০ মিটারেও পারলেন না শিরিন, ইমরানকে হারালেন তারেক

স্টেডিয়ামের অবস্থা দেখে কান্না চলে এসেছে : বিসিবি সভাপতি

দ্বিগুণ পিছিয়ে থাকা বার্সেলোনাকে জেতালেন পেদ্রি-তোরেসরা

ইয়োকেরেস-টিম্বারের জোড়ায় বড় জয় আর্সেনালের

চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি

বড় হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় বাংলাদেশের

২-১ সপ্তাহে পাওয়ার হিটিং শেখা যাবে না: উড

আর্জেন্টিনা জাতীয় দলের ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত

প্রতিপক্ষকে ৫ গোল, ৪ বছরে প্রথমবার টেবিলের শীর্ষে চেলসি

তৃতীয় ওপেনার হিসেবে এশিয়া কাপের বিমানে উঠবেন কে?

আর্জেন্টিনায় সমর্থকদের সহিংসতায় ম্যাচ পণ্ড, আটক ৯০

সেমির দৌড়ে এগিয়ে যেতে লড়াকু সংগ্রহ বাংলাদেশের

রোহিতের জায়গায় ওয়ানডে অধিনায়ক শ্রেয়াস!