ঢাকা শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটাররা খুঁজছেন যোগ্য প্রার্থী


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ১৮-২-২০২৩ দুপুর ১:৩২

প্রায় এক যুগ পরে হলেও সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় কর্মরত সাংবাদিকবৃন্দ এক মতে উপনীত হয়ে একই ছাঁদের নিচে একই ব্যানারে আসতে পেরেছেন । একই সাথে আসন্ন পাটকেলঘাটা প্রেসক্লাবের নির্বাচনকে সামনে রেখে গঠিত আহবায়ক  কমিটির মাধ্যমে অব্যহত  রয়েছে সদস্য সংগ্রহ কার্যক্রম । ইতোমধ্যেই  নির্বাচনমুখী সাংবাদিকদের মধ্যে শুরু হয়ে গেছে সাজ সাজ রব। বিশেষ করে সভাপতি সেক্রেটারি নির্বাচনের ক্ষেত্রে চলছে চুল চেরা বিশ্লেষণ ও লবিং গ্রুপিং । অন্যদিকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটাররা খুঁজছেন যজ্ঞ প্রার্থী । সূত্রমতে,বিগত ২০১০ ইং  তারিখের দিকে গণতান্ত্রিক  পন্থায়  সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তালা উপজেলার পাটকেলঘাটা প্রেসক্লাব কমিটি গঠন করা হয় । কিন্তু কিছুদিন যেতে না যেতেই নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির  কারণে উক্ত প্রেসক্লাব ২ ভাগে বিভক্ত হয়ে পাটকেলঘাটা থানা সদরে বা বাজারে দুটি সাইনবোর্ড টানানোর বিষয়টি সবারই জানা । যারই প্রেক্ষিতে কিছু সাংবাদিক ক্ষুব্ধ  হয়ে সাংবাদিকদের অন্যান্য সংগঠনের,স্থানীয় ভাবে ভিন্ন ভিন্ন কমিটি গঠনের বিষয়টিি জানা গেছে । এমত অবস্থায় এলাকায় মোটামুটি পরিচিতি লাভকারী একটি গ্রুপের পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি শেখ জহরুল হক । গত ইংরেজি তিন ফেব্রুয়ারি এক সাধারণ সভা উপলক্ষে মোট ৪৯ জন সাংবাদিককে চিঠির মাধ্যমে  বিষয়টি অবহিত করেন । নির্ধারিত ওই সাধারণ সভায়  প্রায় ৪৫ জন সাংবাদিক উপস্থিত হন । উক্ত সবাই উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে গত ইং ১০ ফেব্রুয়ারি ২০২৩  কার্যনির্বাহী কমিটির সভায় উক্ত পাটকেলঘাটা প্রেসক্লাবের কমিটি বিলুপ্তি ঘোষনা করা হয় । এবং র্ঐদিনই ক্লিন ইমেজ সম্পূর্ণ স্থানীয় সিনিয়র সাংবাদিক ও শিক্ষক মফিদুল ইসলাম কে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি আহবায়ক  কমিটি গঠন করা হয়েছে । অন্যরা হলেন প্রভাষক  নাজমুল হক ,স্কুল  শিক্ষক মুজিবুর রহমান , প্রভাষক ফিরোজ কবির ও প্রভাষক ইয়াসিন আলী । যারা স্থানীয় সিনিয়র সাংবাদিক হিসেবে ও  এলাকায় ব্যাপক পরিচিত । এদিকে ওই সময় উপস্থিত সকল সাংবাদিকদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ মার্চ এর মধ্যে প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হওয়ার কথা রয়েছে । এলাকায় খোঁজখবর নিয়ে জানা গেছে, এবারও প্রেসক্লাবের নির্বাচন বেশ জোরেশোরেই  সম্পূর্ণ গণতান্ত্রিক পন্থায়ই হবে । কারণ এবার আর কোন লুকোচুরি নয়, দেশের বিভিন্ন গণমাধ্যম এবং বর্তমান সময়ের খুবই জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার প্রসারের মাধ্যমে এই কমিটি গঠন প্রক্রিয়া এগিয়ে চলার বিষয়টি  চোখে পড়ার মত । তবে  এতকিছুর পরও অপর প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি পরিচয় দানকারী সহ হাতেগোনা কয়েকজন সাংবাদিকদের অদ্যবধি পর্যন্ত অনুপস্থিতি লক্ষ্য করার বিষয়টি জানা যায় ।  তবে চলমান স্বচ্ছ আহবায়ক  কমিটির মাধ্যমে সদস্য হওয়ার এখনো যথেষ্ট সুযোগ তাদের রয়েছে। স্থানীয় সুধী সমাজের কয়েক জনের সাথে আলাপকালে জাতীয় দৈনিক সকালের সময়কে জানান, এখনো বাইরে থাকা কলম সৈনিকেরা সাংবাদিকদের ঐক্যের স্বার্থে চলমান প্রেসক্লাবের আহবায়ক  কমিটির মাধ্যমে সদস্য হওয়ার এই শুভবুদ্ধির পরিচয় তারা দিবেন।  আর তা না হলে  আগামীতে হীন স্বার্থ চরিতার্থের লক্ষ্যে  দুই চার জন মিলে ঘরের অন্ধকারে  বসে বিতর্কিত কোন প্রেসক্লাবের জন্ম দিতে পারবে না । আর দিলেও তা কখনো সামাজিকভাবে বৈধতা পাবে না । এদিকে  ইতো মধ্যেই শুরু হয়ে গেছে নিয়ম অনুযায়ী সদস্য সংগ্রহের  কাজ । আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনমুখী সাংবাদিকদের শুরু হয়ে গেছে সাজ সাজ রব । ভোটারদের মধ্যে চলছে প্রকৃত সাংবাদিককে নির্বাচিত করার ক্ষেত্রে চলছে চুল চেরা বিশ্লেষণ । অন্যদিকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে নানান জল্পনা, কল্পনা এবং লবিং,গ্রুপিংয়ের বিষয়টি লক্ষণীয় । সর্বোপরি জাতির বিবেকদের নিয়ে অন্যরা যাতে সমালোচনা  করতে না পারে । সে লক্ষ্যে সকল দলমত এবং বিতর্কের ঊর্ধ্বে থেকে সম্পূর্ণ সততার সাথে গণতান্ত্রিক পন্থায় একটি বিতর্ক মুক্ত । সর্বজন স্বীকৃত পাটকেলঘাটা প্রেসক্লাবের একটি নতুন কমিটিি গঠন হবে এমনটি আশা  এলাকার বিশিষ্টজনদের ।

এমএসএম / এমএসএম

বোদায় মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

হাটহাজারী মাদ্রাসায় বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য কবর জেয়ারত ও পরিচালক'র সাথে সৌজন্য সাক্ষাত

ভবদাহ অঞ্চলে পানিবন্দি শত শত পরিবার

বারহাট্টার প্রকৃতিতে ফুটন্ত শাপলা যেন হাতছানি দিয়ে ডাকছে

কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের দরিদ্র মহিলাদের মাঝে সেলাই/হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন

মানিকগঞ্জে সাবেক মন্ত্রী মুন্নুর মৃত্যুবার্ষিকীতে চিকিৎসা সেবা ও শ্রদ্ধাঞ্জলি

বিয়ে হয়নি তবুও নিচ্ছেন মাতৃত্বকালীন ভাতার টাকা

মির্জাগঞ্জে চাঁদাবাজির মামলায় রাসেল মৃধা গ্রেপ্তার

কর্ণফুলী পেপার মিলসের তামার তার পাচারের সময় ১ জন গ্রেফতার

‎নেত্রকোনায় আওয়ামী লীগ নেতা বিস্ফোরক মামলার আসামি ভারতে পালানোর সময় গ্রেপ্তার

তানোরে বিএনপির স্থবিরতা কাটাতে মিজানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি তৃণমূল নেতাকর্মীদের!

মেহেরপুর জেলা বিএনপি'র উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মুকসুদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠান