ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

মারা গেলেন ভূমিকম্পে নিখোঁজ সেই ফুটবলার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-২-২০২৩ দুপুর ২:৪৭

১১ দিন নিখোঁজ থাকার পর অবশেষে পাওয়া গেল ক্রিস্তিয়ান আতসুকে। তবে জীবিত নয়, মৃত। ভয়াবহ ভূমিকম্পের কারণে পৃথিবী ছেড়ে বিদায় নিতে হলো এই ফুটবলারকে। খবরটি নিশ্চিত করেছেন আতসুর তুর্কিশ এজেন্ট মুরাত উজুনমেহমেত।

সাংবাদিকদের মুরাত বলেন, ‘ধ্বংসস্তূপের নিচে পাওয়া গিয়েছে আতসুর নিথর দেহ। বর্তমান আরও অনেক কিছু বের করা হচ্ছে। তার ফোনও খুঁজে পাওয়া গিয়েছে। ’

ভূমিকম্পের ঘণ্টাখানেক আগে দক্ষিণ তুরস্কের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল আতসুর। হাতায়াস্পোর ক্লাব ম্যানেজার এমনটাই জানান। কিন্তু পরে ক্লাবেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন ঘানাইয়ান ফুটবলার। ভূমিকম্পে নিখোঁজ হওয়ার আগের দিন দলকে জয়ের আনন্দে ভাসিয়েছিলেন তিনি। কাসিমপাসার বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে ফ্রি-কিক থেকে জয়সূচক গোলটি করেন এই উইঙ্গার।  

কিন্তু এর কয়েকঘণ্টার মধ্যেই ওলটপালট হয়ে গেল সবকিছু। স্ত্রী ছাড়াও দুই পুত্র এবং এক কন্যাকে নিয়ে তুরস্কের আনতাকিয়া শহরে থাকেন আতসু। জাতীয় দলে ঘানার হয়ে ৬৯ ম্যাচে ৫ গোল করেছেন তিনি।  তুর্কিশ লিগে পাড়ি জমানোর আগে ইংলিশ প্রিমিয়ার লিগ ও লা লিগায় খেলেছেন তিনি। ২০১৩ সালে তার সঙ্গে চুক্তি করে চেলসি। 

কিন্তু ব্লুজদের জার্সি গায়ে একটি ম্যাচও খেলা হয়নি। চার মৌসুমের পুরোটাই কাটিয়েছেন লোনে। এক মৌসুম লোনে খেলার পর তাকে পাকাপাকিভাবে দলে ভেড়ায় নিউক্যাসেল ইউনাইটেড। ইংলিশ ক্লাবটিতে পাঁচ মৌসুম কাটিয়ে সৌদি আরবের আল রাইদ ঘুরে গত সেপ্টেম্বরে তুরস্কের হাতায়াস্পোরে যোগ দেন তিনি।

এদিকে ভূমিকম্পের কারণে তুরস্ক ও সিরিয়ায় ৪০ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। 

প্রীতি / প্রীতি

দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা

সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?

আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা

দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট

‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি

সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি

সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ

ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের

তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি

ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি

আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ