বাংলাদেশে অনুশীলন ম্যাচ খেলবে না অস্ট্রেলিয়া
নতুন স্বাভাবিকতায় কোনো টুর্নামেন্ট বা সিরিজ আয়োজন করা দুর্বিষহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জৈব সুরক্ষা বলয় তৈরিতে বাকিদের থেকে ক্রিকেট পরাশক্তি দলগুলো বাড়তি শর্ত বেঁধে দিচ্ছে। বাংলাদেশ সফর নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার টালবাহানা দীর্ঘদিনের। এই সিরিজের সূচি চূড়ান্ত হলেও যদি-কিন্তুর শঙ্কা কাটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্য আশাবাদী অজিদের আসা নিয়ে।
করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ সফরে আসবেন না অস্ট্রেলিয়ার একাধিক তারকা ক্রিকেটার। নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ হাঁটুর ইনজুরির কারণে ছিটকে গেছেন। শেষ পর্যন্ত তুলনামূলক কিছুটা দুর্বল দল নিয়ে বাংলাদেশ সফর করলেও ১০ দিনে ৫টি টি-টোয়েন্টি খেলে দেশে ফিরে যাবে অস্ট্রেলিয়া। এরমধ্যে আবার তিন দিনের হোটেল বন্দি কোয়ারান্টাইন। এই ১০ দিনে বাংলাদেশ-অস্ট্রেলিয়াসহ সিরিজের সঙ্গে জড়িত সবাইকে প্রায় প্রতিদিনই করোনা ভাইরাস পরীক্ষার মধ্যদিয়ে যেতে হবে। এমনটিই জানিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, অস্ট্রেলিয়া দল যতদিন বাংলাদেশ থাকবে প্রায় প্রতিদিনই টেস্ট হবে।
জিম্বাবুয়ে সফর শেষে ঢাকায় এসেই সোজা হোটেলে প্রবেশ করবে বাংলাদেশ দল। মিচেল স্টার্কদের মতো সাকিব আল হাসানদেরও তিন দিনের কঠোর কোয়ারেন্টানের মধ্যদিয়ে যেতে হবে। এ দেশে এসে কোনো অনুশীলন ম্যাচ খেলবে না সফরকারীরা। সুযোগ নেই স্বাগতিকদেরও।
দেবাশিষ চৌধুরী বলেন, ক্রিকেটাররা যখন ঢুকবে তখন তাদের তিন দিনের কোয়ারেন্টাইন করতে হবে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া দুই দলের ক্রিকেটারদের জন্য একই নিয়ম। অস্ট্রেলিয়ার সাথে আমাদের যে ধরনের কথাবার্তা হয়েছে, তারা এখানে এসে কোনো অনুশীলন ম্যাচ খেলবে না। তবে সূচিতে দুদিন অনুশীলন রাখা হয়েছে।
এদিকে বাংলাদেশ দল জিম্বাবুয়ে সফরে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে রয়েছে। অস্ট্রেলিয়া একই তালিকায় রয়েছে ওয়েস্ট ইন্ডিজে। তারা তিন দিনের কোয়ারেন্টাইন করলেও ম্যাচ অফিসিয়াল, গ্রাউন্ডসম্যানসহ যারা সিরিজের সঙ্গে সম্পৃক্ত, তারা ইতোমধ্যে কোয়ারেন্টাইনে প্রবেশ করেছেন। সে সংখ্যাটাও দেড়শ জনের বেশি বলে জানালেন বিসিবির এই চিকিৎসক।
দেবাশিষ বলেন, এখনো ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে আমাদের ছোট ছোট জায়গা আছে আলোচনার। তাদের সাথে এখনো আলোচনা চলছে এগুলো নিয়ে। তবে একটা জিনিস দাঁড় করানো গেছে, যারা জৈব সুরক্ষা বলয়ে ঢুকবে তাদের ১০ দিনের কোয়ারেন্টাইন করতে হবে। ম্যাচ অফিসিয়াল, গ্রাউন্ডসম্যান, হোটেল স্টাফসহ যারা আছেন তারা কোয়ারেন্টাইন শুরু করে দিয়েছেন। এই ১০ দিনে তাদের আরো চারটি টেস্ট হবে। ইতোমধ্যে প্রায় ১৫০ জনের মতো জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেছেন। দুই দলের ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়াল মিলিয়ে সংখ্যাটা ২০০-এর বেশি।
জামান / জামান
প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল
দুবাইয়ে নজর কেড়েছে রোনালদোর ঘড়ি, দাম কত?
দাপুটে জয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্সের
চোট নিয়েও দুই তারকা থাকছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে
রোনালদোর জোড়া গোল, আল নাসরের দশে দশ
উলভসকে হারিয়ে শীর্ষ চারে লিভারপুল
সালাহর গোলে জিতলো ১০ জনের মিশর, সবার আগে নকআউটে
ক্ষোভে নোয়াখালীর অনুশীলন রেখে সিলেট ছাড়ছেন সুজন-তালহা
‘বিশ্বকাপে আর্জেন্টিনার ভারসাম্যই বদলে দিতে পারেন মেসি’
ক্লাব কিনছেন দানি আলভেস
বিপিএলের আগেই ক্রিকেটারদের খুশি করল রংপুর, এখনো টাকা দেয়নি যারা
ট্রান্সফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় স্বস্তি রোনালদোর ক্লাবে