ঢাকা রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

শৈলকুপায় মুদি দোকানে দুর্ধর্ষ ডাকাতি, অর্ধলক্ষাধিক টাকার মালামাল লুট


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ১০-৩-২০২৩ বিকাল ৫:৫৯

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা শহরের বাজারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল অর্ধলক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকার ব্যবসায়ীদের মাঝে উদ্বেগ-আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

বৃহস্পতিবার (৯ মার্চ) দিনগত রাতে উপজেলা শহরের কবিরপুর নতুন ব্রীজ রোডের চৌরাস্তা মোড়ে শামীম স্টোরে মুদি দোকানে এ ডাকাতির ঘটনা ঘটে। লুটপাট করা মালামালের মধ্যে রয়েছে নগদ টাকা, চাল, তেল, মোবাইল মিনিট কার্ড, সিগারেট, সাবান সহ বিভিন্ন সামগ্রী। এসবের মধ্যে চাউল রয়েছে প্রায় ১৫ বস্তা, যার দাম ১৫ হাজার টাকার ওপরে। বিভিন্ন ব্রান্ডের সিগারেট রয়েছে ১০ হাজার টাকার, সয়াবিন তেল রয়েছে ১০ হাজার টাকার, পেস্ট রয়েছে ৫হাজার টাকার, সাবান-শ্যাম্পু, ভীম রয়েছে ৫ হাজার টাকার, মোবাইল মিনিট কার্ড রয়েছে ৬ হাজার টাকার। এছাড়াও মুদি দোকানটির অন্যান্য সামগ্রী নিয়ে পুরো দোকান ফাঁকা করে ফেলে ডাকাত দল। 

এলাকাবাসির ধারণা, গভীর রাতে দীর্ঘ সময় ধরে সংঘবদ্ধ ডাকাতদল ও গ্যাংগ্রুপ দোকানের একাধিক তালা ভেঙে ও সাঁটার খুলে এসব সামগ্রী লুট করে নিয়েছে।
 কবিরপুর নতুন ব্রীজ রোডের চৌরাস্তা মোড়ের শামীম স্টোরের মালিক শারীরিক প্রতিবন্ধী শামীম আহম্মেদ জানান, প্রতিদিনের মতো গতকাল রাতেও ১০টার দিকে দোকানে তালা দিয়ে বাড়ি ফিরে যান। ভোরে এসে দেখেন, দোকানের একাধিক তালা ভাঙা, সাঁটার খোলা। 

দোকানের মালিক জানান,তার দোকানে কিছু নগদ টাকাসহ চাল-ডাল, সিগারেট, তেল, সাবান সহ অন্যান্য দামী সব সামগ্রীই লুটপাট করে নিয়ে গেছে।এদিকে শহরের ব্যস্ততম প্রধান সড়কের সাথে এবং বাইপাস সহ কয়েকটি রাস্তার মোড়ের মুদি দোকানটিতে বে-পরোয়া লুটপাটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ব্যবসায়ী মহল। তারা দ্রুত ঘটনার সাথে জড়িত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছে।

প্রসঙ্গত, শৈলকুপার কবিরপুর,চৌরাস্তা,আবাসিক এলাকা, ঝাউদিয়া, ঝাউদিয়া আবাসন, ঝাউদিয়া ক্যানেল, গোবিন্দপুর, চরাঞ্চল, হাবিবপুর সহ এলাকায় চোরচক্র, গ্যাংগ্রুপ, ছিনতাইকারী, ডাকাতদল ও মাদক কারবারীদের বিভিন্ন সিন্ডিকেট রয়েছে। পুলিশ বিভিন্ন সময় এলাকায় অভিযান চালিয়ে এদের অনেকের গ্রেফতার করলেও অপরাধ প্রবনতা কমেনি বরং দিনকে দিন বেড়েই চলেছে। সড়কে ডাকাতি, ঘরের গরু-ছাগল লুট, চাঁদা আদায়, ছিনতায়, জিম্মি করাসহ নারীদের এনে দেহ ব্যবসাও করানো হয় কয়েকটি স্থানে।
ঘটনা জানার পর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ নানা আলামত জব্দ করেছে । তবে এখনও কেউ আটক বা গ্রেফতার হয়নি।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, কবিরপুরে শামীম স্টোরে দুর্ধর্ষ চুরি-ডাকাতি যাই হোক অপরাধী চক্রের ধরা হবে, আইনের আওতায় আনাসহ গ্রেফতার করা হবে। এলাকায় পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।

এমএসএম / এমএসএম

কুমিল্লা সীমান্তে ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা

‘গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’ : ত্রিশালে ভোটের গাড়ির ব্যতিক্রমধর্মী গণসচেতনতা কার্যক্রম

কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান

রামুতে পুলিশের যৌথ অভিযান: ধানের বস্তায় মিলল রাইফেলের গুলি, অস্ত্র কারিগর কালু গ্রেফতার

প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী তাহমিনা জামান

তারাগঞ্জে মহাসড়কে যত্রতত্র আটো রিকশা, সিএনজি পার্কিং,বাড়ছে দুর্ঘটনা

শেরপুরে সরিষার বাম্পার ফলনের আশা: উৎপাদিত সরিষায় জেলার শতকরা ৭০ ভাগ ভোজ্যতেলের চাহিদা পূরণ হবে

আইনশৃঙ্খলা জোরদারে মনপুরার হাট–বাজারে নৌবাহিনীর ফুট পেট্রোলিং

সুনামগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় পন্যসহ ২ জন আটক

মান্দায় দখলদারিত্ব ধরে রাখতে ফসল বিনষ্টে আগাছানাশক প্রয়োগ

তানোরে অবশেষে তালন্দ কলেজের নিয়োগ বোর্ড স্থগিত!

রাজস্থলীতে পুলিশের অভিযানে চুরির মামলা গ্রেফতার ২