শৈলকুপায় মুদি দোকানে দুর্ধর্ষ ডাকাতি, অর্ধলক্ষাধিক টাকার মালামাল লুট

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা শহরের বাজারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল অর্ধলক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকার ব্যবসায়ীদের মাঝে উদ্বেগ-আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) দিনগত রাতে উপজেলা শহরের কবিরপুর নতুন ব্রীজ রোডের চৌরাস্তা মোড়ে শামীম স্টোরে মুদি দোকানে এ ডাকাতির ঘটনা ঘটে। লুটপাট করা মালামালের মধ্যে রয়েছে নগদ টাকা, চাল, তেল, মোবাইল মিনিট কার্ড, সিগারেট, সাবান সহ বিভিন্ন সামগ্রী। এসবের মধ্যে চাউল রয়েছে প্রায় ১৫ বস্তা, যার দাম ১৫ হাজার টাকার ওপরে। বিভিন্ন ব্রান্ডের সিগারেট রয়েছে ১০ হাজার টাকার, সয়াবিন তেল রয়েছে ১০ হাজার টাকার, পেস্ট রয়েছে ৫হাজার টাকার, সাবান-শ্যাম্পু, ভীম রয়েছে ৫ হাজার টাকার, মোবাইল মিনিট কার্ড রয়েছে ৬ হাজার টাকার। এছাড়াও মুদি দোকানটির অন্যান্য সামগ্রী নিয়ে পুরো দোকান ফাঁকা করে ফেলে ডাকাত দল।
এলাকাবাসির ধারণা, গভীর রাতে দীর্ঘ সময় ধরে সংঘবদ্ধ ডাকাতদল ও গ্যাংগ্রুপ দোকানের একাধিক তালা ভেঙে ও সাঁটার খুলে এসব সামগ্রী লুট করে নিয়েছে।
কবিরপুর নতুন ব্রীজ রোডের চৌরাস্তা মোড়ের শামীম স্টোরের মালিক শারীরিক প্রতিবন্ধী শামীম আহম্মেদ জানান, প্রতিদিনের মতো গতকাল রাতেও ১০টার দিকে দোকানে তালা দিয়ে বাড়ি ফিরে যান। ভোরে এসে দেখেন, দোকানের একাধিক তালা ভাঙা, সাঁটার খোলা।
দোকানের মালিক জানান,তার দোকানে কিছু নগদ টাকাসহ চাল-ডাল, সিগারেট, তেল, সাবান সহ অন্যান্য দামী সব সামগ্রীই লুটপাট করে নিয়ে গেছে।এদিকে শহরের ব্যস্ততম প্রধান সড়কের সাথে এবং বাইপাস সহ কয়েকটি রাস্তার মোড়ের মুদি দোকানটিতে বে-পরোয়া লুটপাটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ব্যবসায়ী মহল। তারা দ্রুত ঘটনার সাথে জড়িত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছে।
প্রসঙ্গত, শৈলকুপার কবিরপুর,চৌরাস্তা,আবাসিক এলাকা, ঝাউদিয়া, ঝাউদিয়া আবাসন, ঝাউদিয়া ক্যানেল, গোবিন্দপুর, চরাঞ্চল, হাবিবপুর সহ এলাকায় চোরচক্র, গ্যাংগ্রুপ, ছিনতাইকারী, ডাকাতদল ও মাদক কারবারীদের বিভিন্ন সিন্ডিকেট রয়েছে। পুলিশ বিভিন্ন সময় এলাকায় অভিযান চালিয়ে এদের অনেকের গ্রেফতার করলেও অপরাধ প্রবনতা কমেনি বরং দিনকে দিন বেড়েই চলেছে। সড়কে ডাকাতি, ঘরের গরু-ছাগল লুট, চাঁদা আদায়, ছিনতায়, জিম্মি করাসহ নারীদের এনে দেহ ব্যবসাও করানো হয় কয়েকটি স্থানে।
ঘটনা জানার পর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ নানা আলামত জব্দ করেছে । তবে এখনও কেউ আটক বা গ্রেফতার হয়নি।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, কবিরপুরে শামীম স্টোরে দুর্ধর্ষ চুরি-ডাকাতি যাই হোক অপরাধী চক্রের ধরা হবে, আইনের আওতায় আনাসহ গ্রেফতার করা হবে। এলাকায় পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।
এমএসএম / এমএসএম

ভোলায় বজ্রপাতে জেলের মৃত্যু, আহত-৩

বড়লেখায় সীমান্ত থেকে একনলা বন্দুক উদ্ধার

খালিয়াজুরীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

সন্দ্বীপে প্রান্তীক জেলেদের মানববন্ধন

মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

চট্টগ্রাম শ্রম দপ্তর:আইন লঙ্ঘনের অভিযোগ পরিচালকের বিরুদ্ধে

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের ভিডিও এডিটিং কর্মশালা সম্পূর্ণ

টেকনাফে বজ্রপাতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

রাজশাহীতে আজকের দর্পণ'র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বীর মুক্তিযোদ্ধাকে নানা সাজিয়ে মিথ্যা তথ্য দিয়ে পুলিশে চাকরি

বাউফলে ব্র্যাক জলবায়ু পরিবর্তন স্বাস্থ্য প্রকল্পের ওয়ার্কশপ অনুষ্ঠিত

বিপাকে আগাম সবজি চাষীরা কুড়িগ্রামে সার ও বীজ সংকট
