সোনারগাঁওয়ে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের উপর স্থানীয় বখাটেদের হামলা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পানাম নগরে ঘুরতে হামলা ও হেনস্থার শিকার হয়েছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের একদল শিক্ষার্থী।
এতে ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় কয়েকজন যুবক এ হামলা করেছেন বলে অভিযোগ ভুক্তভোগী শিক্ষার্থীদের। শনিবার এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, পানামনগরে ঘুরতে গেলে স্থানীয় ছেলেরা আমাদের নারী সহপাঠীদের উত্ত্যক্ত করে। পরে আমরা প্রতিবাদ করি এবং এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি সেখানেই শেষ হয়ে যায়। ফেরার পথে আমাদের বাস ছাড়ার আগ মুহূর্তে উত্ত্যক্তকারীরা আবার আসে। তারা আমাদের গায়ে হাত তোলে এবং বাস ভাঙচুর করে। এসময় বাসের জানালার কাচের টুকরো লেগে আমাদের অনেক সহপাঠী আহত হয় এবং বেশ কয়েকজন শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। আশঙ্কাজনক শিক্ষার্থীদের অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে।
ভুক্তভোগীরা আরও বলেন, বাসে হামলা হলে আমরা কয়েকজন ৯৯৯ এ কল দেই। ভাঙচুর শেষে পুলিশ আসার পর বিস্তারিত বলি। সবকিছু শোনার পর বিস্তারিত খোঁজ নিয়ে ব্যবস্থাগ্রহণ করবেন বলে আমাদের আশ্বাস দেওয়া হয়।
এ বিষয়ে সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ রহমান বলেন, শিক্ষার্থীরা ফোন নিয়ে অভিযোগ করার পর সঙ্গে সঙ্গে আমরা পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। অধিকাংশ শিক্ষার্থীদের ঢাকা পাঠানো হয়েছে এবং বেশ কয়েকজন শিক্ষার্থীকে আমাদের সঙ্গে রেখেছি মামলার এজাহারের জন্য। অভিযুক্তদের শনাক্ত করে শিগগির ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
বিতর্কের মুখে প্রাথমিকের শারীরিক শিক্ষা-সংগীত শিক্ষক পদ বাদ
বাঁচতে চায় জবি শিক্ষার্থী নূরনবী, মানবতার টানে এগিয়ে আসুন একটি জীবন বাঁচানোর আহ্বান
ইবিতে জুলাই গণঅভ্যুত্থানে বিরোধীতার অভিযোগে ৭৪ শিক্ষক -কর্মকর্তা- শিক্ষার্থী বহিষ্কার
রসায়ন ছাত্র থেকে বৈশ্বিক পর্যটন নেতৃত্বে আল মামুন
জবি ছাত্রদলের নভেম্বর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
জকসু সামনে রেখে জবি ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন
র্যাগিংয়ের ঘটনায় পবিপ্রবির তিন শিক্ষার্থী বহিষ্কার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১৩ ডিসেম্বর
জকসু নির্বাচনে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতির ওপর ছাত্রদলের হামলা
বুয়েটের ধর্ষক শ্রীশান্ত রায়ের বিচারের দাবিতে জাবিতে মানববন্ধন