ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

সাকিবরা না খেললে কলকাতার বড় লোকসান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-৩-২০২৩ দুপুর ৪:১৬

৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি এবং ১ টেস্ট ম্যাচ খেলতে এরই মধ্যে বাংলাদেশ সফরে এসেছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। খেলা মাঠে গড়াবে ১৮ মার্চ থেকে। এদিকে ৩১ মার্চ থেকে মাঠে গড়াবে আইপিএলের এবারের আসর। যেখানে বাংলাদেশ থেকে খেলার কথা রয়েছে সাকিব আল হাসান, লিটস দাস এবং মুস্তাফিজুর রহমানের।

আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ এপ্রিল থেকে টেস্ট ম্যাচ শুরু হয়ে শেষ হবে ৮ এপ্রিল। যে কারণে এর আগে আইপিএলে যোগ দিতে পারছেন না টাইগার তিন ক্রিকেটার। তবে সাকিবের পুরো সিরিজ খেলা নিয়ে ধোঁয়াশা আছে। টেস্ট না খেলে সাকিব আগেই আইপিএলে যাবেন কি না এমন প্রশ্নে জবাবে সম্প্রতি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন এখনও এনওসি (অনাপত্তিপত্র) চায়নি এই অলরাউন্ডার।

পাপন বলছিলেন, 'এখনও অনেক দেরি। এগুলো নিয়ে কোনো কথা হলে তারপর বলবো। আগে কথাটা হোক, আসুক, শুনি তারপর না একটা সিদ্ধান্ত নিয়ে কথা বলা যাবে। এখন এগুলো নিয়ে আমি কথা শুনতেই রাজি না। এটাই আমি ওদেরকে বলেছি। সাকিব এখনও কাউকে বলেনি কোনোটাতে অ্যাভেইলএবল না। আমি তো জানি অবশ্যই খেলবে। এনওসি যদি চায় তখন বলতে পারবো। আমি জোর করে চাওয়াবো? আপনারা যা বলছেন আমার তো মনে হয় এখন জোর করে তার কাছে থেকে আবেদন নিতে হবে এনওসির জন্য।'

পাপন যোগ করেন, ‘আমাদের এমন কোনো পরিকল্পনা নেই (আইপিএলে খেলার অনুমতি দেয়ার)। জাতীয় দলের খেলা বাদ দিয়ে অন্য কোন খেলায় অংশগ্রহণে অনুমতি দেয়ার পরিকল্পনা আমাদের নেই। এটা আমরা ওদের জানিয়েও দিয়েছি।’

এদিকে, আগামী ২১ মার্চ থেকে ক্যাম্প শুরু হবে কেকেআরের। কিন্তু এখনও ভারতের ভিসার আবেদনই করেননি সাকিবরা। শেষ পর্যন্ত জাতীয় দলের ব্যস্ততায় সাকিবরা আইপিএলে খেলতে না পারলে বড় ধাক্কা খেতে পারে কলকাতা নাইট রাইডার্স।

টাইগার দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাস রয়েছেন কেকেআরে। সাকিবকে দেড় কোটি টাকা দিয়ে নিলামে কিনেছিল কলকাতা। এছাড়া লিটনকে কিনেছিল ৫০ লাখ টাকায়। এই দুই ক্রিকেটারের কেউ এখনো বোর্ড থেকে ছাড়পত্র নেননি। সেই সঙ্গে ভিসার জন্য আবেদনও করেননি। 

এমএসএম / এমএসএম

দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা

সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?

আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা

দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট

‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি

সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি

সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ

ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের

তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি

ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি

আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ