ইংল্যান্ড, অস্ট্রেলিয়াসহ সব দেশের সাথে সিরিজ জয় বড় অর্জন
ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াসহ ক্রিকেট খেলুড়ে সব দলের সাথে সিরিজ জিততে পারাটা বড় অর্জন হিসেবে দেখছেন বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী মিরাজ।
টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেই সিরিজ হেরে বসলো বিশ্ব চ্যাম্পিয়নরা। মুখোমুখি দেখার প্রথম দ্বি-পাক্ষিক সিরিজেই ইংল্যান্ডকে হারিয়ে খুব খুশি টাইগাররা।
মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ভালো সূচনা করার পরও তারা অলআউট হয়ে যায় ১১৭ রানে। ১৩ বল ও চার উইকেট হাতে রেখেই তা টপকে যায় বাংলাদেশ। চট্টগ্রামে ১৫৬ রান তাড়া করে ম্যাচ জিতেছিল টাইগাররা। ফলে দুই ম্যাচেই জয় নিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। এই জয়কে বড় অর্জন হিসেবে দেখছেন মিরাজ।
ম্যাচসেরা মিরাজ বলেন, "আলহামদুলিল্লাহ, এই প্রথম আমরা ইংল্যান্ডের সাথে সিরিজ জিতেছি, তাও টি-টোয়েন্টি। ওরা তো বিশ্ব চ্যাম্পিয়ন দল। বিশ্ব চ্যাম্পিয়ন দলকে হারিয়ে নিজেদের কাছে খুব ভালো লাগছে। সবচেয়ে বড় কথা, ওদের সাথে আমাদের খেলা বেশি হয় না। খেলার তেমন সুযোগও পাই না। ২০ বছরে মনে হয় ১০টা টি-টোয়েন্টিও খেলিনি ওদের সাথে। এটাই প্রথম সিরিজ ছিল। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, যেহেতু আমরা সিরিজটা জিতেছি।
বড় দলের সাথে খেলার সুবিধা হিসেবে তিনি জানান, "আমাদের যারা তরুণ খেলোয়াড় আছে, আমরা বড় দলের সাথে খেললে মানসিকভাবে আরো শক্ত হতে পারি। তাদের সাথে কীভাবে লড়াই করব সেটার একটা প্রবণতা আমাদের সবার মধ্যে কাজ করে। বড় দলের সাথে খেললে হারানোর কিছু থাকে না, পাওয়ার অনেক কিছু থাকে। আমরা সিরিজ জিতেছি। আমাদের হারানোর ছু ছিল না। কিন্তু আমরা সবাই যেভাবে খেলেছি, সাহস নিয়ে খেলেছি এটাই একটা দলকে অনেক মোটিভেট করে
তবে শুধু বড় দলই না, প্রতিটা সিরিজের গুরুত্ব নিয়ে মিরাজ বলেন, "প্রতিটা সিরিজই গুরুত্বপূর্ণ। প্রতিটা দেশের সঙ্গে জিতলে অনেক ভালো লাগে। নির্দিষ্ট করে বলতে পারবেন না অমুককে হারালে নিউজিল্যান্ডকে হারালে, অস্ট্রেলিয়াকে হারালে ভালো লাগবে...অবশ্যই প্রতিটা দলকে হারালেই আমাদের ফিলিংস একই রকম থাকে। কারণ দিনশেষে, জিতছে কে? বাংলাদেশ। আমরা সবাই জিতেছি, এটা কিন্তু একটা আনন্দের বিষয়।
এই ম্যাচে জয় নিয়ে উচ্ছ্বসিত মিরাজ বলেন, "আজকে দেখেন সবাই কিন্তু অনেক খুশি। আপনারা যারা আছেন খুশি, আমরা খুশি, ম্যানেজম্যান্ট খুশি, সারা বাংলাদেশের মানুষ; সবাই খুশি। কারণ আমরা বাংলাদেশ ম্যাচ জিতেছি। আমরা যদি জিতি, বাংলাদেশই জেতে। অস্ট্রেলিয়ার সঙ্গে জিতলে বাংলাদেশ জিতে, নিউজিল্যান্ডের সঙ্গে জিতলেও বাংলাদেশ জেতে। অবশ্যই বড় দলের সঙ্গে হলে অবশ্যই আরও ভালো লাগে।
তিনি আরো যোগ করেন, "প্রতিটা দলের সঙ্গে আমরা সিরিজ জিতেছি, শুধু একটা মাত্র দল ছিল যাদের আমরা রিচ করতে পারিনি, সিরিজ জিততে পারিনি; সেটা হলো ইংল্যান্ড। আজকেও টি-টোয়েন্টি হয়তো আমরা জিতেছি, খুবই ভালো লেগেছে। এখন আমরা বলতে পারবো সব দলকে হারিয়েছি ও সিরিজ জিতেছি সব দলের সঙ্গে।
এমএসএম / এমএসএম
দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা
সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?
আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা
দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট
‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি
সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি
সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ
ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের
তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি
ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি
আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ
Link Copied