লাখো মানুষের শ্রদ্ধায় সিক্ত জাতীয় স্মৃতিসৌধ

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করতে লাখো মানুষের ঢল নেমেছে জাতীয় স্মৃতিসৌধে। বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে নানা সংগঠনসহ সকল শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
সকাল সাড়ে ৬টার পর সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধ এলাকা উন্মুক্ত করে দেয়ার পরেই এখানে শ্রদ্ধা জানাতে আসেন নানান শ্রেণি-পেশা ও বয়সের লাখো মানুষ।
এর আগে সকাল ৫টা ৫৬ মিনিটে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় এক মিনিট দাঁড়িয়ে থেকে নীরবতা পালন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পাশে বেজে ওঠে বিউগলের করুণ সুর। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অফ অনার দেয় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল।
এ সময় জাতীয় সংসদের স্পিকার, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান ও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকরা উপস্থিত ছিলেন।
পরে আওয়ামী লীগের পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান দলের সভাপতি শেখ হাসিনা। এ সময় তার পাশে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, শাজাহান খানসহ আরও অনেকে।
এদিকে ভিআইপি যাতায়াতের কারণে ভোর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন ও মানুষের চলাচল বন্ধ করে দেয়া হয়।
সকাল সোয়া ৬টায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ ত্যাগ করার পর মহাসড়ক ছেড়ে দেওয়া হয় এবং সকলের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হলে নারী-পুরুষ নির্বিশেষে সব বয়সী ও নানা শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে প্রবেশ করেন স্মৃতিসৌধ প্রাঙ্গণে।
এই স্মৃতি হ্রদয়ে ধারন করে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এলজিইডির প্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলীদ্বয় এবং নির্বাহী প্রকৌশলী মোঃ ফিরোজ আলম তালকদার, ঢাকা জেলা এবং সিঃ সহকারী প্রকৌশলী মোঃ মোহম্মদ মাসুদুর রহমান মল্লিক, সাভার উপজেলা প্রকৌশলী তরুন কুমার বৈদ্য সহ অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।
রাজনীতিবিদ, কূটনীতিক, সমাজকর্মী, সরকারি-বেসরকারি চাকুরে, শিল্পী-বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা, পেশাজীবী, শ্রমিক, শিক্ষার্থী, সর্বোপরি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত শ্রদ্ধার পুষ্পান্জলিতে ঢেকে যায় শহীদ বেদী।
এদিকে ২৬ শে মার্চ উপলক্ষে সাভার পৌরসভা মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সন্মানার্থে এক সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেন সাভারের গনমানুষের নেতা পৌর মেয়র হাজী মোঃ আব্দুল গনি। আলোচনায় তিনি বলেন মুক্তিযোদ্ধাদের সন্মান শুধু অর্থ দিয়েই মুল্যায়ন করা যায় না। বিশেষ অনুষ্ঠানে একটি ফুলের স্টিক দিয়েও সন্মান জানান যায়। তিনি বলেন জননেত্রী শেখ হাসিনার আমলেই মুক্তিযোদ্ধারা অর্থনৈতিক এবং সামজিকভাবে মুল্যায়িত হয়েছে। আওয়ামীলীগ সরকারের আগে মুক্তিযোদ্ধাদের পালিয়ে বেড়ানোর দৃষ্টান্তও আছে। অনুষ্ঠানে ১১৪ জন মুক্তিযোদ্ধাকে নগত অর্থ ও মুল্যবান উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
সাভার প্রশাসনের আয়োজনে দুপুরের পর বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগনের সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ডাঃ মোঃ এনামুর রহমান ( এমপি), ত্রান ও দুর্যোগ ব্যবস্হাপনা মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী। তিনি তার বক্তবে বলেন মাননীয় প্রধানমন্ত্রী ৪ বার সরকার পরিচালনা করে আসছে বলেই দেশ উন্নয়নের মহাসড়কের দিকে এগিয়ে যাচ্ছে এছাড়া বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা চালু করে সন্মানীত করেছে। প্রধান বক্তা হিসাবে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড মোঃ কামরুল ইসলাম( এমপি) ঢাকা-০২, আলোচনায় তিনি বর্তমান সরকারের উন্নয়নের দিক তুলে ধরে বলেন। বিএনপি - জামাতের উদ্দেশ্যই দেশকে ধবংসের দিকে নিয়ে যাওয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বীর মুক্তযোদ্ধা আগা খাঁন মিন্টু এমপি, ঢাকা-১৪ ও সাভার উপজেলা চেয়ারম্যান মন্জুরুল আলম রাজীব, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মাজহারুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাভার। এছাড়া উপস্হিত ছিলেন অফিসার ইনচার্জ সাভার মডেল থানা, দীপক চন্দ্র সাহা। সহকারী( ভুমি) কমিশনারসহ উপজেলা কর্মকর্তা ও স্হানীয় আমন্ত্রনিত মুক্তিযোদ্ধাবৃন্দ। অনুষ্ঠান ইফতারের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
এমএসএম / এমএসএম

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ
