কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা মুঞ্জুরুল আলমের বিরুদ্ধে সেবার নামে হয়রানীর অভিযোগ

বাংলাদেশ নির্বাচন কমিশন কুমিল্লা আঞ্চলিক অফিসের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম ও তার সহকারীর বিরুদ্ধে হয়রানীর অভিযোগ উঠেছে। এঘটনায় সাংবাদিকরা জানতে গেলে তাদের সাথের অশোভনীয় আচরণ ও হুমকি দেয়ার ঘটনা ঘটে।
সূত্রে জানাযায়, রাকিব নামে এক নাগরিকের গত ২মাস আগে অন লাইনে আবেদন করেন, তার সকল কাগজপত্রে রয়েছে রাকিব হাসান, পিতার নাম মোঃ নাজির আহম্মদ, কিন্ত তার জাতীয় পরিচয়পত্রে ডাক নাম রাকিব ও পিতার নাম নাজিম উদ্দিন উঠেছে। এই দুটি নামে আংশিক বানান সঠিক করার জন্য সাথে সার্পোট হিসেবে জমা দিয়েছেন, এফিডেভিট, জম্ম নিবন্ধন, পিতা ও মাতার আইডি কার্ড, বিবাহের সার্টিফিকেট, জমির খতিয়ানসহ ১২টি ডুকুমেন্ট।
দীর্ঘ ২মাস পর খ ক্যাটাগরিতে কুমিল্লা আঞ্চলিক অফিসের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম এর নিকট সমাধানের জন্য নির্ধারিত হলেও তা নির্ধারিত সময় সমাধান হচ্ছে না। অপর দিকে আরেকটি অভিযোগের সূত্রে জানাযায়, মোঃ হাসান নামে এক ব্যক্তির পিতার নাম থেকে মৃত ও মাতার নাম থেকে মোসাঃ এবং জম্ম তারিখ ২০০১ এর পরিবর্তে ১৯৯৭ হবে। এর জন্য সে এফিডেভিট, অন লাইন জম্ম সনদ, পাসপোর্ট কপি ও ড্রাইভিং লাইসেন্স’র কপি জমা দেন।
উভয় ব্যক্তির অভিযোগ নিয়ে নির্বাচন অফিসে গেলে তারা বলে, মোবাইলে মেসেস যাবে, অফিস থেকে চলে আসার পর ফোন আসে আপনার আইডি কার্ডের সমাধান করতে হলে ২০ হাজার টাকা লাগবে। টাকা নিয়ে গেলেও সমাধানের কোন পথ পাচ্ছে না ভুক্তভোগীরা। এ নিয়ে তাদের অফিসের কর্মকর্তারা জানান, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারনে স্যার নিয়মিত অফিস করতে পারছেন না। তার কারনে দেরি হচ্ছে।
অভিযোগের জের ধরে এ বিষয় দৈনিক সকালের সময় কুমিল্লা ব্যুরো চীফ এইচ এম মহি উদ্দিন, সোমবার (২৭/০৩/২০২৩ইং) দুপুরে এই দুটি অভিযোগের বিষয় সর্বশেষ আপডেট জানতে চাইলে কুমিল্লা আঞ্চলিক অফিসের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম পিএস নাম (অজ্ঞাত) মহিলা বলেন, আপনী স্যারের সাথে কথা বলেন, ব্যক্তি না আসলে তথ্যেও আপডেট দেয়া যাবে না।
পরে তিনি তার স্যারকে ডেকে বিষয়টি বলেন, মোহাম্মদ মুঞ্জুরুল আলম এসে সাংবাদিকের সাথে উচ্চ বাচ্য ও অসাধাচরন করেন। আপনী কিসের সাংবাদিক, বহু সাংবাদিকের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। আমরা কাজ করি, আমরা বসে বসে ঘুমাইনা, আপনী পারলে কিছু করেন বলে হুমকি ধমকি দেন। তিনি নাকি কুমিল্লার ৩শতাধিক সাংবাদিকের সাথে চলাফেরা করেন।
এ বিষয় বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোঃ রিয়াজ উদ্দিনকে মুঠোফোনে জানানো হলে তিনি বিষয়টি অবগত হয়েছেন ও দুঃখ প্রকাশ করেছেন।
এমএসএম / এমএসএম

ধামইরহাটে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চাঁদাবাজির সময় হাতেনাতে ধরা পড়লো কুখ্যাত রাজিব ইসলাম

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কনসালটেশন ওয়ার্কশপ

অভয়নগরে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

রায়গঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ডিসি'র স্বাক্ষর জালিয়াতি করেও বহালে অভিযুক্ত অধ্যক্ষ

অন্যের সম্পত্তির উপর প্রভাব বিস্তার করে বিল্ডিং নির্মাণের অভিযোগ

নড়াইল-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন গণঅধিকার পরিষদ (জিওপি) নেতা লায়ন মো. নূর ইসলাম

বেনাপোল কাস্টমসে দুদকের অভিযানে ঘুষের টাকাসহ আটক ২

হাইমচর মেঘনায় ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ

ন্যায়বিচার ও মানবিকতায় প্রশংসায় ভাসছেন তানোর থানার (ওসি) আফজাল হোসেন
