ঢাকা সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

ঝিনাইদহে নূর এ আলম সিদ্দিকীর প্রথম জানাজা সম্পন্ন


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ২৯-৩-২০২৩ বিকাল ৫:৫৯

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধু’র চার খলিফার অন্যতম সদস্য তাঁর ঘনিষ্ঠ সহচর বীর মুক্তিযোদ্ধা নুর-এ-আলম সিদ্দিকীর প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার জোহরের নামাজের পর ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে বর্ষিয়ান এই রাজনীতিবিদ ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভোর ৪টা ৩৭ মিনিটে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সহ অংখ্য গুণগ্রহী রেখে গেছেন।
এ সময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-১ আসনের সাংসদ আব্দুল হাই, ঝিনাইদহ ২ আসনের সাংসদ ও নূর –এ-আলম সিদ্দিকীর ছেলে তাহজীব আলম সিদ্দিকী সমি, জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান,জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আজিজুর রহমান, জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, জেলা পরিষদ চেয়ারম্যান এম হারুন-অর-রশিদ, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেনসহ জেলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রশাসনের সর্বোস্তরের কর্মকর্তা ।
এর আগে বীর মুক্তিযোদ্ধা নূর এ আলম সিদ্দিকীকে রাষ্ট্রীয় ভাবে গার্ড অব অনার দেওয়া হয়।সদ্য প্রয়াত এই বীর মুুক্তিযোদ্ধার জানাযার নামাজ জোহর বাদ থাকলেও এর আগেই হাজার হাজার মানুষ জানাযায় অংশ নেওয়ার জন্য সরকারি বালক বিদ্যালয় মাঠে এসে জোড় হয়।জানাযার পরই তার লাশবাহী হেলিকপ্টার ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ষ্টেডিয়াম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
পারিবারিক সূত্রে জানাযায়, বুধবার ভোর ৪টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নূর এ আলম সিদ্দিকীর মৃত্যু হয়। নূর এ আলম সিদ্দিকী ১৯৪০ সালের ২৬ মে যশোরের ঝিনাইদহ মহকুমায় (ঝিনাইদহ শহরের সার্কিট হাউজ পাড়া) জন্মগ্রহণ করেন। 
এরপর নূর-এ- আলম সিদ্দিকী ৬২ সালের ছাত্র আন্দোলন, ৬ দফা আন্দোলন ও বাঙালির স্বাধিকার আন্দোলনসহ তৎকালীন সব রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা রেখে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেন। 
তিনি স্বাধীনতা যুদ্ধের প্রারম্ভে ১৯৭০ সালে  ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হোন। ওই সময় স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়কও নির্বাচিত হন নূরে আলম সিদ্দিকী। দেশ স্বাধীনের পরে তিনি ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে যশোর-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হোন। তবে ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসনে পরাজিত হয়েছিলেন।
নূর-এ-আলম সিদ্দিকীর বড় ছেলে সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী বলেন, আমার বাবাকে আপনারা মাফ করে দেবেন । তিনি যদি কোনো অন্যায় করেন, তাকে ক্ষমা করবেন ।হে আল্লাহ, আপনি আমার পিতাকে কবুল করুন । ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে, গাজীপুরে নিয়ে যাওয়া হবে। সেখানে বাবার প্রতিষ্ঠিত নবী টেক্সটাইল ও ডরিন গার্মেন্টেসের কাছে মসজিদের পাশে দাফন করা হবে। এটা আমার বাবার অন্তিম ইচ্ছা ছিলো। তার মৃত্যুতে ঝিনাইদহ জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এমএসএম / এমএসএম

ভোলায় বজ্রপাতে জেলের মৃত্যু, আহত-৩

বড়লেখায় সীমান্ত থেকে একনলা বন্দুক উদ্ধার

খালিয়াজুরীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

সন্দ্বীপে প্রান্তীক জেলেদের মানববন্ধন

মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

চট্টগ্রাম শ্রম দপ্তর:আইন লঙ্ঘনের অভিযোগ পরিচালকের বিরুদ্ধে

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের ভিডিও এডিটিং কর্মশালা সম্পূর্ণ

টেকনাফে বজ্রপাতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

রাজশাহীতে আজকের দর্পণ'র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বীর মুক্তিযোদ্ধাকে নানা সাজিয়ে মিথ্যা তথ্য দিয়ে পুলিশে চাকরি

বাউফলে ব্র্যাক জলবায়ু পরিবর্তন স্বাস্থ্য প্রকল্পের ওয়ার্কশপ অনুষ্ঠিত

বিপাকে আগাম সবজি চাষীরা কুড়িগ্রামে সার ও বীজ সংকট

তানোরে বিএনপির বিরুদ্ধে একাধিক মামলা, ভোটের আগে প্রত্যাহারের দাবি