জবির ফজিলাতুন্নেছা মুজিব হলে নিম্নমানের লিফট,ভোগান্তিতে ছাত্রীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে নিন্মমানের লিফট ঝুঁকিতে ভোগান্তিতে পড়তে হচ্ছে ছাত্রীদের। বর্তমানে এই হলে এক হাজার দুইশত ছাত্রী থাকেন।
শিক্ষার্থীদের অভিযোগ লিফট চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যায়। চারটি লিফটের যেকোন দুটি লিফট বন্ধ রাখতে হয় যান্ত্রিক ত্রুটির কারণে। যার জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।
তৃতীয় বর্ষের শিক্ষার্থী সেতু বলেন, লিফট গুলোর স্থায়ী সমাধান করা প্রয়োজন। আমরা লিফটে ভয়ে ভয়ে উঠি। কখন কি হয় বলা যায় না। আশা করি বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষ বিষয়টি দেখবে।
নাম প্রকাশে অনিচ্ছুক হলের আরেক শিক্ষার্থী বলেন, শুধু একটা লিফটের সমস্যা হলে কথা ছিল, কিন্তু ৪ টা লিফটেই এমন সমস্যা। আল্লাহ না করুক, কোনোদিন যদি লিফট নিচে ছিড়ে পড়ে যায়, কোনো দুর্ঘটনা হয়, তার দায় কে নেবে তখন? এমন বাজে লিফট দিয়ে, ১২০০ মেয়ের জীবন ঝুঁকিতে ফেলার দরকার ছিল না।
এ বিষয়ে হলের লিফট অপারেটর মো: মহাসিন বলেন, লিফটগুলো নিম্নমানের। লিফট ইনস্টল করা হয়েছে একবছরও হয়নি এর মধ্যেই সবগুলো নষ্ট হয়ে গেছে। চারটি লিফটের দুটি লিফটিই যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ থাকে। চলতে চলতে লিফট হঠাৎ বন্ধও হয়ে যায়। প্রশাসনিক ভবন হলে আমাদের যেতে সমস্যা হয় না, কিন্ত ছাত্রী হল এখানে সবাই মেয়ে, আমাদের যেতেও অনেক সময় আনইজি লাগে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, লিফট তো মাঝেমধ্যে সমস্যা হয়ই। এর মেইনটেনেন্সের জন্য আমাদের কোম্পনির সাথে চুক্তি করা আছে। সমস্যা হলে তারাই এসে ঠিক করে দিয়ে যায়।
লিফটগুলো পরিবর্তন করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, এগুলো তো সরকারি কোম্পানি বিল্ডিং বানানোর সাথে একসাথেই আমাদের কাছে হস্তান্তর করেছিল। আমরা নিজেরা লিফটগুলো বসায়নি। লিফট পরিবর্তন করাও তো অনেক ব্যয়সাপেক্ষ ব্যাপার। লিফটগুলো প্রতিস্থাপন করা হবে কি না তা নিয়ে আমরা এখনও ভাবিনি।
এমএসএম / এমএসএম
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল
জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা
জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,
এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা
স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি