কর্পোরেট সংবাদ

ইসলামী ব্যাংক বাংলাদেশ
৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘সর্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল ৩০ মার্চ প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায় অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোঃ নাজমুল হাসান, পিএইচডি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ডা. তানভীর আহমেদ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, ডাইরেক্টর মোঃ জয়নাল আবেদীন, প্রফেসর ড. কাজী শহীদুল আলম, সৈয়দ আবু আসাদ, প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর এবং মোহাম্মদ নাসির উদ্দিন, এফসিএমএ। অনুষ্ঠানে মূল আলোচনা উপস্থাপন করেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার। স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী এবং দোয়া পরিচালনা করেন শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদ। গ্রাহকদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন মিনিস্টার মাই ওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ ও আলিফ গ্রুপ অব কোম্পানিজ-এর ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আজিজুল ইসলাম। অনুষ্ঠানে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস ও মোঃ আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরবৃন্দসহ ঊর্ধতন নির্বাহীগণ, বিচারপতি, কূটনীতিক, আইনজীবী, শিল্পপতি, ব্যবসায়ী, ব্যাংকার, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, উলামা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির ভাষণে প্রফেসর মোঃ নাজমুল হাসান, পিএইচডি বলেন, কল্যাণমুখী ব্যাংকিংয়ের প্রতিশ্রুতি নিয়ে ১৯৮৩ সালের এই দিনে ইসলামী ব্যাংক যাত্রা শুরু করে। দেশের আমানত, বিনিয়োগ, আমদানি-রপ্তানি ও রেমিট্যান্স আহরণ, শিল্পায়ন, উদ্যোক্তা উন্নয়ন, নারীর ক্ষমতায়নসহ প্রায় সব ক্ষেত্রেই সর্বোচ্চ মার্কেট শেয়ার ধারণ করে ইসলামী ব্যাংক জাতীয় অর্থনীতির অন্যতম শক্তিতে পরিণত হয়েছে। গণমানুষের অপরিসীম আস্থা ও ভালোবাসায় এ অর্জন সম্ভব হয়েছে। আন্তরিক রেমিট্যান্স সেবার মাধ্যমে প্রবাসীদের অবিচল আস্থা অর্জন করেছে এই ব্যাংক। এই ব্যাংকের কল্যাণধর্মী সেবা দেশীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে সমাদৃত। ক্যাশলেস সোসাইটি গড়ে তুলতে ইসলামী ব্যাংকের আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সেবা, সেলফিন অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিংসহ সব আর্থিক সেবা গ্রহণ করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। সভাপতির বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, ইসলামী ব্যাংক আজ সাফল্য ও অগ্রগতির ৪০ বছর অতিক্রম করেছে। এ ব্যাংকের সাফল্যে অনুপ্রাণিত হয়ে এখন দেশে ১০টি ব্যাংক পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকসহ প্রায় ৩৪ টি ব্যাংক শাখা ও উইনডোর মাধ্যমে ইসলামী ব্যাংকিং পরিচালনা করছে। দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে ইসলামী ব্যাংক কাজ করে যাচ্ছে। ইসলামী ব্যাংক সবচেয়ে বেশি পরিপালনকারী ব্যাংক এবং দেশের ব্যাংকিং খাতে এ ব্যাংকের দক্ষতা ও পরিচালন কৌশল শ্রেষ্ঠত্বের মানে উন্নীত। এ ব্যাংক জাতীয় উন্নয়নের গর্বিত অংশীদার। তিনি বলেন, প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প বিশ্বের বৃহত্তম ইসলামিক মাইক্রোফাইন্যান্স প্রকল্প।

গ্রামীণফোন
ওটিটি প্ল্যাটফর্ম দেখার সুযোগ একই ইন্টারনেট প্যাকেজে
ডিজিটালাইজেশনের সাথে সাথে মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আসছে এবং সেই সাথে অনলাইনে ভিডিও কনটেন্ট জনপ্রিয় হয়ে উঠছে । তবে, অনলাইনে ভিডিও কনটেন্ট দেখতে বিনোদনপ্রেমীদের একটি জটিল প্রক্রিয়ার মধ্যে যেতে হয়- বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রাইব করার প্রয়োজন হয়, খরচের হিসাব-নিকাশ করে একাধিক ট্র্যানজ্যাকশন করতে হয়। এক্ষেত্রে, গ্রাহকদের জন্য ওয়ান-স্টপ সল্যুশন নিয়ে আসার মাধ্যমে তাদের যাত্রাকে আরও সহজ করতে গ্রামীণফোন প্রথমবারের মতো ডেডিকেটেড ইন্টারনেট পোর্টফোলিও নিয়ে এসেছে, যেখানে থাকছে সাশ্রয়ী মূল্যে তিনটি প্যাকেজ। ‘প্লে প্যাকস’ নামে ডেডিকেটেড এই ইন্টারনেট প্যাক-এর মাধ্যমে গ্রাহকরা সহজেই অপট-ইন প্রক্রিয়ার মাধ্যমে চরকি, হইচই ও বায়োস্কোপ প্রাইম – সবচেয়ে জনপ্রিয় এ তিনটি ওটিটি প্ল্যাটফর্মে আনলিমিটেড কনটেন্ট দেখতে পারবেন, যা তাদের ডিজিটাল লাইফস্টাইলে নতুন মাত্রা যুক্ত করবে। এ প্যাকের মধ্যে রয়েছে তিনটি প্যাকেজ; সাত দিনের জন্য ১৫৮ টাকায় চরকি, হইচই ও বায়োস্কোপ সাবস্ক্রিপশন সহ ১২জিবি ইন্টারনেট (৬জিবি এন্টারটেইনমেন্ট ইন্টারনেট + ৬জিবি ইন্টারনেট); তিন দিনের জন্য ৪৬ টাকায় হইচই ও বায়োস্কোপ সাবস্ক্রিপশন সহ ১.৫জিবি ইন্টারনেট (৫১২ এমবি এন্টারটেইনমেন্ট ইন্টারনেট + ১জিবি ইন্টারনেট) এবং ত্রিশ দিনের জন্য ৩৫৮ টাকায় চরকি, হইচই ও বায়োস্কোপ সাবস্ক্রিপশন সহ ১২জিবি ইন্টারনেট (৪জিবি এন্টারটেইনমেন্ট ইন্টারনেট + ৮জিবি ইন্টারনেট)। ব্যবহারকারীরা এন্টারটেইনমেন্ট ইন্টারনেটের পাশাপাশি রেগুলার ডেটা উপভোগ করতে পারেন। ১৩ মার্চ থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত চলবে এবং গ্রাহকরা ক্যাম্পেইনের সময় যতবার খুশি ততবার এই অফারটি উপভোগ করতে পারবেন।

সোনালী ব্যাংক
সিইও অ্যান্ড এমডির জাতীয় শুদ্ধাচার পুরস্কার
সোনালী ব্যাংক লিমিটেডের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম ২০২১-২২ অর্থবছরের শুদ্ধাচার চর্চার স্বীকৃতি স্বরূপ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ‘জাতীয় শুদ্ধাচার পুরস্কার’ লাভ করেছেন। বাংলাদেশ সচিবালয়স্থ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিমের হাতে জাতীয় শুদ্ধাচার পুরষ্কারের সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। শুদ্ধাচার পুরস্কার প্রদান (সংশোধনী) নীতিমালা-২০২১ অনুযায়ী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন সকল ব্যাংক, দপ্তর ও সংস্থা প্রধানদের মধ্যে থেকে এ পুরস্কারের জন্য তাকে মনোনীত করা হয়।

ফুডপ্যান্ডা
গ্র্যান্ড ইফতার টেকঅ্যাওয়ে ফেস্ট’ আয়োজন
পবিত্র রমজান মাসে পরিবার-পরিজন ও বন্ধু সবাই মিলে একসাথে ইফতার করার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে ‘গ্র্যান্ড ইফতার টেকঅ্যাওয়ে ফেস্ট’ ক্যাম্পেইনের আয়োজন করেছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা বাংলাদেশ। ক্রেতাদের স্বাচ্ছন্দ্যে রাজধানীর জনপ্রিয় বিভিন্ন রেস্তোরাঁ এই ক্যাম্পেইনে যুক্ত হয়েছে। বনানীর ডিএনসিসি ফুডকোর্ট ও ধানমন্ডির সীমান্ত স্কয়ার, এই দু’টি নির্দিষ্ট ভেন্যুতে আয়োজন করা হয়েছে এ উৎসব। বনানী ও ধানমন্ডি কিংবা নিকটবর্তী এলাকার গ্রাহকরা এ উৎসবে অংশগ্রহণকারী রেস্তোরাঁ থেকে ইফতারের জন্য তাদের পছন্দের খাবার ভেন্যু থেকে পিকআপ করা কিংবা বাসায় বসে ডেলিভারি নিতে পারবেন। এ উৎসবে মিলবে হালিম, বিরিয়ানি বা ঘিয়ে ভাজা মচমচে জিলাপির মতো রোজার ঐতিহ্যবাহী ও মুখরোচক খাবারের সমাহার। সবার জন্য সাশ্রয়ী মূল্যে ও স্বাচ্ছন্দ্যদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করতে জনপ্রিয় সব রেস্তোরাঁ নিয়ে এ ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে। যেসব গ্রাহক ইফতার স্টলে গিয়ে সরাসরি খাবার কিনতে চান, কিন্তু তাদের ফোনে ফুডপ্যান্ডা অ্যাপ ইনস্টল করা নেই, তাদের জন্য ভেন্যুতে নির্ধারিত স্বেচ্ছাসেবীরা থাকবেন। যারা ভেন্যু থেকেই অ্যাপ ইনস্টল করা ও খাবার অর্ডার করে দেয়ায় গ্রাহকদের সহযোগিতা করবেন।

অগ্রণী ব্যাংক
নতুন ডিএমডি হলেন ওয়াহিদা বেগম
অগ্রণী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন ওয়াহিদা বেগম। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে অগ্রণী ব্যাংকে তাকে পদায়ন করা হয়। এর আগে তিনি আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। ওয়াহিদা বেগম ১৯৯৮ সালে সিনিয়র অফিসার (প্রবেশনারি) হিসেবে রূপালী ব্যাংকে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। চাকরির বিভিন্ন পর্যায়ে তিনি রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক, জোনাল ম্যানেজার, বিভাগীয় প্রধান, রূপালী সিকিউরিটিজ লিমিটেডের সিইও হিসেবে কর্মরত ছিলেন। নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার মরহুম আবদুল ওহাব ভূঁইয়া ও নুরজাহান বেগমের কন্যা ওয়াহিদা বেগম ১৯৭৪ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি মালয়েশিয়া, দুবাইয়ে ব্যাংকিংবিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নিয়েছেন।

মিডল্যান্ড ব্যাংক
পুনঃঅর্থায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গত ২৯ মার্চ বাংলাদেশ ব্যাংক এবং মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের মধ্যে জাহাজ নির্মাণ শিল্পে পুনঃঅর্থায়ন প্রকল্পের অধীনে একটি চুক্তির স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ.কে.এম. সাজেদুর রহমান খানের উপস্থিতিতে মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আহসান-উজ জামান এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. নুরুল আমিন তাদের স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। চুক্তির অধীনে, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড জাহাজ নির্মাণ শিল্পে স্বল্প খরচে দীর্ঘমেয়াদি অর্থায়নের মাধ্যমে জাহাজ নির্মাণ শিল্পে দেশের সম্ভাবনা বাড়াতে সহায়তা করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক আরিফ হোসেন খান, অতিরিক্ত পরিচালক মো. নাজিম উদ্দিন, যুগ্ম পরিচালক মোহাম্মদ আক্তার-উজ-জামান এবং মাহেদী মামুন। মিডল্যান্ড ব্যাংকের পক্ষে ছিলেন এসইভিপি এবং প্রাতিষ্ঠানিক ব্যাংকিং বিভাগের প্রধান মো. জাভেদ তারেক খান, এসএভিপি এবং স্ট্রাকচার্ড ফাইন্যান্স ইউনিটের প্রধান আবু শাহাদাত মোহাম্মদ শাহেদ।

যমুনা ব্যাংক
অ্যাপ এবং ওয়েবভিত্তিক ডিজিটাল ব্যাংকিং সেবা যুক্ত
আরও আধুনিক ও উন্নততর সেবার লক্ষ্য নিয়ে যমুনা ব্যাংকের অনলাইন ব্যাংকিং সেবায় যুক্ত হলো নতুন মোবাইল অ্যাপ এবং ওয়েবভিত্তিক ডিজিটাল ব্যাংকিং সেবা স্বাধীন। এ উপলক্ষে যমুনা ব্যাংকের কর্পোরেট অফিসে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ। আরও উপস্থিত ছিলেন- ব্যাংকের সম্মানিত পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সহ প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, এই অ্যাপটি গুগল প্লে স্টোর ও এপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড অথবা ওয়েব পোর্টালে সেল্ফ রেজিষ্ট্রেশন করা যাবে। এই অ্যাপ দিয়ে যমুনা ব্যাংকের সকল একাউন্ট হোল্ডাররা ঘরে বসেই মোবাইল হ্যান্ডসেটের মাধ্যমে ব্যালেন্স ইনকুয়েরি, ব্যালেন্স ট্রান্সফার, এড মানি, মোবাইল টপ আপ, স্টেটমেন্ট ভিউ, পজিটিভ পে, ব্রাঞ্চ/সাব ব্রাঞ্চ/এটিএম বুথ লোকেশন, ইউটিলিটি বিল পেমেন্ট, মারচ্যান্ট পেমেন্ট, টোল পে, বেনেফিসিয়ারি ম্যানেজমেন্টসহ আরো অনেক সেবা লাভ করতে পারবেন।

সিটি ব্যাংক
এভারকেয়ার হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক সই
সিটি ব্যাংক এনএ বাংলাদেশ এবং এভারকেয়ার হাসপাতালের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। সম্প্রতি সিটি ব্যাংক এনএর সিটি কান্ট্রি অফিসার মো. মইনুল হক ও এভারকেয়ার হাসপাতালের চিফ মার্কেটিং অফিসার অভিনয় কাউল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী সিটি ব্যাংক এনএ বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা এভারকেয়ার হাসপাতাল (ঢাকা ও চট্টগ্রাম) থেকে অগ্রাধিকারমূলক পরিষেবা পাবেন।

আইএফআইসি ব্যাংক
মাগুরা শাখা উদ্বোধন
আইএফআইসি ব্যাংকের মাগুরা শাখা উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি ব্যাংকের ডিএমডি ও চিফ বিজনেস অফিসার (এসএমই অ্যান্ড রিটেইল) গীতাঙ্ক দেবদীপ দত্তের সভাপতিত্বে সদর থানার দে মার্কেটে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল কাদের, মাগুরা সদরের ইউএনও মো. তারিফ-উল হাসান, মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের অন্য কর্মকর্তারা ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সোনারগাঁও ইউনিভার্সিটি
কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা
রাজধানীর গ্রিন রোডে সোনারগাঁও ইউনিভার্সিটির ক্যাম্পাস অডিটোরিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৯ মার্চ আলোচনা সভা, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতা ও জাতীয় দিবস সম্পর্কে গঠনমূলক বক্তব্য দেন প্রধান অতিথি সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আবুল বাশার। বিশেষ অতিথি উপ-উপাচার্য প্রফেসর শামীম আরা হাসান। সভাপতিত্ব করেন প্রাক্তন ট্রেজারার ও ব্যবসায় প্রশাসনের প্রফেসর মো. আল-আমিন মোল্লা। অনুষ্ঠানের শুরুতে স্বরচিত কবিতা পাঠ করেন পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. ওমর ফারুক মোল্লা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর মো. মোস্তফা হোসেন। সঞ্চালক ছিলেন রেজিস্ট্রার এস এম নূরুল হুদা। দিনব্যাপী রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় সোনারগাঁও ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্য রচনা প্রতিযোগিতায় ১১ জনকে এবং কবিতা আবৃত্তিতে ৮ জনকে শ্রেষ্ঠ প্রতিযোগী হিসেবে নির্বাচিত করা হয়। রচনা প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন ইয়ানূর ঝুমকী, মো. ইয়ামিন, সুমাইয়া জাহান, মো. মনির হোসেন, রাফিয়া আসমা ইভা, রেশমা আক্তার, ইমন ইসলাম, নুসরাত জাহান বৃষ্টি, শ্রাবনী বর্মন, কাশফিয়া কাজী ও মেহরাব হোসেন। কবিতা আবৃত্তিতে বিজয়ীরা হলেন ফাহিম মুনতাসির, ইয়ানূর ঝুমকী, মেহরাব হোসেন, ইমন ইসলাম, নূর মোহাম্মদ , কাজী আসাদুর রহমান, মো. ইয়ামিন ও মো. মনির হোসেন। পরে নির্বাচিতদের সার্টিফিকেট ও ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়। দোয়া ও ইফতার মাহফিলের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

বসুন্ধরা গ্রুপ
সাশ্রয়ী মূল্যে সারা দেশে পণ্য বিক্রয়
পবিত্র রমজান উপলক্ষে ভোক্তা পর্যায়ে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। প্রতিদিন রাজধানীর ২টি স্থানসহ ৮টি বিভাগীয় শহরে মোট ১০টি স্থানে ট্রাকের মাধ্যমে তেল, আটা, গুঁড়া মশলা ও অন্যান্য পণ্যসামগ্রী বিক্রি করবে প্রতিষ্ঠানটি। রমজানে প্রতিদিন সকাল থেকে জাতীয় সচিবালয়ের সামনে এবং কাওরান বাজার এলাকা ছাড়াও বিভাগীয় শহর যেমন চট্টগ্রামের অক্সিজেন মোড়, সিলেটের বন্দর এলাকা, বগুড়ার সাতমাথা, খুলনার গল্লামারী মোড়, বরিশালের চৌমাথার হাতেম আলী কলেজ, ময়মনসিংহ টাউন হলের মোড়, কুমিল্লা চাট্টিপট্টি মসজিদ, ফরিদপুরের চকবাজার এলাকায় এই বিক্রয় কার্যক্রম চলবে। ৩০ মার্চ রাজধানীর টিসিবি ভবন এবং সচিবালয় ভবনে বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়। টিসিবি ভবনের সামনে বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার সহ বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। একই সময়ে বাংলাদেশ সচিবালয়ের সামনে এই বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন। এ ছাড়া উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দাউদ ইসলাম, যুগ্ম সচিব মিয়াজুল ইসলাম উকিল, সহকারী নিয়ন্ত্রক রিফাত চৌধুরীসহ বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রধান অথিতিরা বলেন, রমজান মাসে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার ৩০ মার্চ থেকে বসুন্ধরাও এই কর্যক্রমে সরকারের পাশে দাঁড়িয়েছে। বসুন্ধরার মতো অন্য বড় শিল্প গ্রুপগুলোও এগিয়ে এলে সাধারণ মানুষ উপকৃত হবে। বসুন্ধরা ফুড ডিভিশনের হেড অফ সেলস রেদোয়ানুর রহমান বলেন, শুধু ব্যাবসায়িক উদ্দেশ্য নয়, দেশ ও মানুষের কল্যাণের ব্রত নিয়ে সবসময় বসুন্ধরা গ্রুপ কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয়ের মাধ্যমে ভোক্তা সাধারণের সেবায় এগিয়ে এসেছে বসুন্ধরা গ্রুপ। বছরজুড়ে এই কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা আছে বলে তিনি জানান।

রবি
বিদ্যানন্দকে সঙ্গে নিয়ে ইফতার বিতরণ কর্মসূচি
রমজান মাসে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে ইফতার ক্যাম্পেইনের আয়োজন করেছে রবি। ক্যাম্পেইনে রবি’র সঙ্গে রয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। এই আয়োজনের মাধ্যমে রবি গ্রাহকরা রমজান মাসজুড়ে রিচার্জের মাধ্যমে মানবিক কার্যক্রমে অবদান রাখার সুযোগ পাচ্ছেন। গ্রাহকদের প্রতি নির্দিষ্ট অ্যামাউন্ট রিচার্জের একটি অংশ দিয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবার ও এতিমদের ইফতার সরবরাহ করবে রবি। রমজানের প্রথম দিন থেকেই গ্রাহকরা দুটি নির্দিষ্ট রিচার্জ বান্ডেল কেনার মাধ্যমে এই ক্যাম্পেইনে অংশ নিতে পারছেন। রবির ৩৫৮ ও ৩৯৯ টাকার প্রতিটি বান্ডেল প্যাক কিনলে গ্রাহকদের পক্ষ থেকে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ইফতার বিতরণ ফান্ডে ৩০ টাকা করে ডোনেট করা হবে। ৩৫৮ টাকা রিচার্জে গ্রাহকরা ৫৩০ মিনিট টকটাইম ও এক জিবি ডেটাসহ নূর সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবেন। আর ৩৯৯ টাকা রিচার্জে গ্রাহকদের জন্য থাকছে ১৮ জিবি ডেটা অফারসহ নূর সাবস্ক্রিপশন। উভয় ক্ষেত্রে অফারের মেয়াদ ৩০ দিন। এ ধরনের উদ্যোগ পবিত্র রমজানের তাৎপর্য ও মূল্যবোধকে সুসংহত করবে বলে আশা করছে রবি।

অপো
বিউটিফুল বাংলাদেশ, ইন পোর্ট্রেট’ ক্যাম্পেইনের
বিজয়ীদের নাম ঘোষণা
ফ্যানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও অভূতপূর্ব সাড়ার পর বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে শেষ হলো অপো’র ‘বিউটিফুল বাংলাদেশ, ইন পোর্ট্রেট’ ক্যাম্পেইন। তরুণ আলোকচিত্রী ও ফটোগ্রাফি নিয়ে উৎসাহীদের অনুপ্রাণিত করতে এ ক্যাম্পেইনের আয়োজন করে অপো। এ ক্যাম্পেইনের মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীরা ফটোগ্রাফি সংক্রান্ত সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ পান। ক্যাম্পেইন শুরু হওয়ার পর স্বতঃস্ফূর্তভাবে ক্যাম্পেইনে ছবি জমা দেন স্মার্টফোন ব্যবহারকারীরা। সম্প্রতি অপো বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ক্যাম্পেইনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী হিসেবে নির্বাচিত হন যথাক্রমে তারেক আহমেদ, প্লাবন বণিক ও মো. ইব্রাহিম জনি।
Sunny / Sunny
এইউবিতে ‘ফাউন্ডার অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৪৭তম পর্ষদ সভা অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯০তম সভা অনুষ্ঠিত
পরিচালনা পর্ষদের সদস্যদের জন্য এএমএলন ও সিএফটি সংক্রান্ত সচেতনতামূলক কর্মশালার আয়োজন করলো আইএফআইসি ব্যাংক
সাউথইস্ট ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস উদযাপন
নিজ উদ্যোগে ড্রোন উদ্ভাবনে অনন্য আনসার সদস্য আবুল হোসেন, মিলছে মহাপরিচালকের পৃষ্ঠপোষকতা
তিতাস গ্যাসে প্রতিটি শেয়ারের বিপরীতে ২% নগদ লভ্যাংশ অনুমোদিত
অ্যাপার্টমেন্ট কেনার আগে ৫টি জরুরি বিষয়!
যমুনা ব্যাংক পিএলসি কক্সবাজারের হিমছড়িতে হোটেল বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলসের সাথে কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
*নিজ উদ্যোগে ড্রোন উদ্ভাবনে অনন্য আনসার সদস্য আবুল হোসেন, মিলছে মহাপরিচালকের পৃষ্ঠপোষকতা*
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২; চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ১ জন আটক