কুতুবদিয়ায় করোনা প্রতিরোধে ইউপি চেয়ারম্যানদের অবস্থান
কক্সবাজারের কুতুবদিয়ায় উপজেলা প্রশাসনের নির্দেশে এবার স্ব-স্ব ইউনিয়নে করোনা প্রতিরোধে রাস্তায় নেমেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। সরকার নির্দেশিত লকডাউন সফল করার জন্য পরিষদের চৌকিদারের মাধ্যমে রাস্তায় ব্যারিকেড দিয়েছেন জনপ্রতিনিধিরা। জনগণের অবাধ চলাফেরাকে নিরুৎসাহিত করছেন তারা। সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছেন তারা।
জনগণকে করোনা থেকে মুক্ত রাখতে রাস্তায় বসে থাকতে দেখা গেছে দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরীকে। তিনি দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের প্রধান রাস্তায় পরিষদের চৌকিদারদের নিয়ে জনগণকে মাস্ক বিতরণসহ স্বাস্থবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করছেন।
একই চিত্র দেখা গেছে আলী আকবর ডেইল, বড়ঘোপ, কৈয়ারবিল , উত্তর ধুরুং ও লেমশীখালী ইউনিয়নে। জনপ্রতিনিধিদের সরব উপস্থিতিতে রাস্তাঘাটে কমেছে যানবাহন চলাচল। বিকেল পর্যন্ত ফাঁকা দেখা গেছে আজম রোড। যদিও সন্ধ্যায় মেডিকেল গেট এলাকার পরিবেশ ছিল একটু ভিন্ন। এখানে দেখা গেছে মানুষের ভিড়।
তারা বলেন, কুতুবদিয়ায় করোনা রোগী দিন দিন বাড়ছে। সংক্রমণ ঠেকাতে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী প্রত্যেক ইউপির চেয়ারম্যানদের সাথে জরুরী মিটিং করে নির্দেশনা দিয়েছেন। আমরা চেষ্টা করছি মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করতে। আশা করছি মানুষ স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা সংক্রমণ কমবে। একই কথা বলেছেন অন্যান্য ইউনিয়নের জনপ্রতিনিধিগণ।
এ ব্যাপারে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরের জামান চৌধুরী বলেন, করোনার ভয়াল থাবা থেকে জনগণকে রক্ষা করতে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিগণের ভূমিকা অত্যন্ত জরুরি বিধায় উপজেলার ছয় ইউনিয়নের চেয়ারম্যানসহ সকল জনপ্রতিনিধির অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করছি।
সচেতন মহল জানানিয়েছেন, করোনা প্রতিরোধে স্ব-স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের অবস্থানের ফলস্বরূপ জনসাধারণ সচেতন হচ্ছে। রাস্তায় যানবাহনের চলাচলও এসেছে কঠোর নিয়ন্ত্রণে।
এমএসএম / জামান