ঢাকা বৃহষ্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

স্বস্তি নিয়েই লাঞ্চ বিরতিতে টাইগাররা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-৪-২০২৩ দুপুর ১২:৫৮

টাইগার বোলারদের চাপে শুরু থেকেই ধুঁকছে আয়ার‌ল্যান্ড ব্যাটাররা। মাত্র ১১ রানেই প্রথম উইকেট হারানো আইরিশরা প্রথম সেশন শেষে বেশ চাপেই রয়েছে। স্বস্তিতে থাকা স্বাগতিক বাংলাদেশের বোলাররা লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে তাদের ৩ উইকেট তুলে নিয়েছে। বিনিময়ে আয়ারল্যান্ডের সংগ্রহ ৬৫ রান।

এর মাধ্যমে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনের প্রথম সেশন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল। এর আগে দিনের শুরুতে শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ দল।

ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি আয়ারল্যান্ডের। দলীয় ১১ রানের মাথায় ওপেনার মারে কামিন্স ফিরে যান। মাত্র ৫ রানেই শরিফুল ইসলামের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন এই ওপেনার। এরপর প্রথম ধাক্কা সামলানোর আগেই এবার আইরিশ শিবিরে আঘাত হানেন এবাদত হোসেন। দলীয় ২৭ রানের মাথায় তিনি জেমস ম্যাককালামকে ১৫ রানে বিদায় করেন।

দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আয়ারল্যান্ড। তবে সেই চাপ থেকে দলকে মুক্ত করতে ব্যাট হাতে লড়াই করতে থাকেন অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি ও হ্যারি টেক্টর। তবে এই জুটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। দলীয় ৪৮ রানে তৃতীয়বারের মাতো আইরিশ শিবিরে ধাক্কা দেয় টাইগাররা। স্পিনার তাইজুল ইসলাম ফেরান আইরিশ অধিনায়ক বালবার্নিকে। আউট হওয়ার আগে তিনি ১৬ রান করেন। এরপর লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে টেক্টরের সঙ্গে ক্রিজে ছিলেন কার্টিস ক্যাস্পার।

এই ম্যাচের আগে তামিম ইকবালের খেলা নিয়ে শঙ্কা থাকলেও তিনি একাদশে রয়েছেন। তিন স্পিনারের সঙ্গে একাদশে রয়েছেন তিন পেসারও। এর আগে সর্বশেষ ২০১৪ সালে দেশের মাটিতে তিনজন বিশেষজ্ঞ পেসার নিয়ে খেলেছিল বাংলাদেশ।

অন্যদিকে, ফরকারী আইরিশরা ৬ ক্রিকেটারকে এই ম্যাচে অভিষেক করিয়েছে। একইসঙ্গে জিম্বাবুয়ের হয়ে আটটি টেস্ট খেলা পিটার মুরের এই ম্যাচ দিয়ে আইরিশদের জার্সিতে অভিষেক হয়েছে। ২০১৯ সালের জুলাইয়ের পর থেকে এ সংস্করণে অনুপস্থিত ছিল আয়ারল্যান্ড।

এমএসএম / এমএসএম

দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা

সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?

আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা

দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট

‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি

সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি

সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ

ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের

তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি

ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি

আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ