বটতলী রুস্তমহাটে সড়ক দখল করে ভ্রাম্যমাণ দোকান,যানজট লেগেই থাকে প্রতিনিয়ত

রাস্তার অর্ধেকটা জায়গা দখল করে চলছে বেচাকেনা! জ্যামের কারণে পিছনে আটকে থাকে শত গাড়ি। কারোই কোনো ভ্রুক্ষেপ নেই সেদিকে। সড়কে সৃষ্ট যানজট দেখেও না দেখার ভান করে থাকে ভ্রাম্যমাণ দোকানিরা।একটু এগোলেই চোখে পড়ে সারি সারি ব্যাটারি চালিত গাড়ি এবং সিএনজি অটোরিকশার জ্যাম।রাস্তা দখল করে বানিয়ে নিয়েছে নিজেদের মতো করে স্ট্যান্ড।ফলে একই রাস্তার দুই জায়গায় দখল হওয়ায় যান চলাচলের কোনো বিকল্প নেই বললেই চলে।
বৃহস্পতিবার (০৬) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী রুস্তমহাট বাজারে গিয়ে দেখা যায়,উত্তরে গরু বাজার নতুন বাস স্টেশন থেকে মোহছেন আউলিয়া রহঃ মাজার সড়কটি অবৈধ দখলের কারণে যানবাহন চলাচল স্থবির হয়ে পড়েছে।সড়কের অর্ধেক অংশ দখল করে বসেছে তরমুজ বিক্রির দোকানসহ ফলের বিভিন্ন কাঁচাবাজার।
রুস্তমহাট বাজারের মসজিদের পাশে পানের বাজারে প্রতিনিয়ত দাঁড়িয়ে থাকে সিএনজির অবৈধ স্ট্যান্ড। ফলে বাজারের অন্যতম ব্যস্ত সড়কটিতে সব সময় লেগে থাকে অসহনীয় যানজট।
শুধু রাস্তা দখল করেই শেষ নয়, মানুষের হাঁটাচলা করার ফুটপাত পর্যন্ত দখল করে রেখেছেন সবজি বিক্রেতারা। যদিও রাস্তার পাশে ভিতরের গলিতে রয়েছে স্থায়ী একটি বাজার। কিন্তু ব্যবসায়ীরা এই বাজারে বসলেও কিছু ব্যবসায়ী রাস্তাকেই বাজার বানিয়ে ফেলেছেন।
স্থানীয় বাসিন্দা ও গাড়ি চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, রাস্তা দখলের কারণে তাদের ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়ে থাকতে হয়। সকাল ৭ট থেকে বসা এই বাজার চলে রাত পর্যন্ত। এছাড়া রাস্তা দখল করে ব্যাটারি চালিত গাড়ি ও সিএনজি অটোরিকশার অবৈধ স্ট্যান্ড বানানোর কারণে মূল বাজারের সামনে সব সময় লেগে থাকে জটলা।
বাজার করতে আসা স্থানীয় ব্যক্তি আবুল কালাম বলেন, এভাবে রাস্তা দখল করে তরমুজ এবং সবজি বিক্রি করা এইটা কোন দেশের আইন।কেউ কিছু বলেনা না। রাস্তা হলো গাড়ি চালানোর জন্য কিন্তু তারা বাজার ও গাড়ির স্ট্যান্ড বানিয়ে করে রাখছে। এই যানজটের ঠেলায় আমরা বাঁচি না।
সড়কটিতে প্রতিদিন যাতায়াত করা যাত্রী মোঃ ইলিয়াস বলেন, সরকার এত ফ্লাইওভার নির্মাণ করছে যানজট নিরসনের জন্য। কিন্তু বছরের পর বছর ধরে রাস্তা অবৈধভাবে দখল করে রেখেছে যে রাস্তাগুলো সেটা সরাতে পারে না কেন? এসব রাস্তা থেকে দখল সরানো না গেলে মানুষের কল্যাণে কোনো কাজেই আসবে না।
এমএসএম / এমএসএম

খালিয়াজুরীতে মিথ্যা মামলায় গ্রেফতার আওয়ামীলীগ নেতা, দাবী পরিবারের

টেকনাফ সদর ইউনিয়নে ভিডব্লিউবি কার্ড উদ্ভোদন

মহেশখালীতে ডাকাত সর্দার মঞ্জুর পুলিশের হাতে আটক

হাইব্রিডদের বিরুদ্ধে শীঘ্রই অভিযান শুরু হবে: শেখ সাদী

শ্রীপুরে মাদকমুক্ত যুব সমাজ গড়তে সপ্তাহব্যাপী ফুটবল উৎসব

পুকুর ও খালে ভেঙ্গে পড়েছে সড়ক, ১ লাখ মানুষের দুর্ভোগ

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত
