ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

বটতলী রুস্তমহাটে সড়ক দখল করে ভ্রাম্যমাণ দোকান,যানজট লেগেই থাকে প্রতিনিয়ত


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ৬-৪-২০২৩ দুপুর ৩:৪৮

রাস্তার অর্ধেকটা জায়গা দখল করে চলছে বেচাকেনা! জ্যামের কারণে পিছনে আটকে থাকে শত গাড়ি। কারোই কোনো ভ্রুক্ষেপ নেই সেদিকে। সড়কে সৃষ্ট যানজট দেখেও না দেখার ভান করে থাকে ভ্রাম্যমাণ দোকানিরা।একটু এগোলেই চোখে পড়ে সারি সারি ব্যাটারি চালিত গাড়ি এবং সিএনজি অটোরিকশার জ্যাম।রাস্তা দখল করে বানিয়ে নিয়েছে নিজেদের মতো করে স্ট্যান্ড।ফলে একই রাস্তার দুই জায়গায় দখল হওয়ায় যান চলাচলের কোনো বিকল্প নেই বললেই চলে।

বৃহস্পতিবার (০৬) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী রুস্তমহাট বাজারে গিয়ে দেখা যায়,উত্তরে গরু বাজার নতুন বাস স্টেশন থেকে মোহছেন আউলিয়া রহঃ মাজার সড়কটি অবৈধ দখলের কারণে যানবাহন চলাচল স্থবির হয়ে পড়েছে।সড়কের অর্ধেক অংশ দখল করে বসেছে তরমুজ বিক্রির দোকানসহ ফলের বিভিন্ন কাঁচাবাজার।

রুস্তমহাট বাজারের মসজিদের পাশে পানের বাজারে প্রতিনিয়ত দাঁড়িয়ে থাকে সিএনজির অবৈধ স্ট্যান্ড। ফলে বাজারের অন্যতম ব্যস্ত সড়কটিতে সব সময় লেগে থাকে অসহনীয় যানজট।

শুধু রাস্তা দখল করেই শেষ নয়, মানুষের হাঁটাচলা করার ফুটপাত পর্যন্ত দখল করে রেখেছেন সবজি বিক্রেতারা। যদিও রাস্তার পাশে ভিতরের গলিতে রয়েছে স্থায়ী একটি বাজার। কিন্তু ব্যবসায়ীরা এই বাজারে বসলেও কিছু ব্যবসায়ী রাস্তাকেই বাজার বানিয়ে ফেলেছেন।

স্থানীয় বাসিন্দা ও গাড়ি চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, রাস্তা দখলের কারণে তাদের ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়ে থাকতে হয়। সকাল ৭ট থেকে বসা এই বাজার চলে রাত পর্যন্ত। এছাড়া রাস্তা দখল করে ব্যাটারি চালিত গাড়ি ও সিএনজি অটোরিকশার অবৈধ স্ট্যান্ড বানানোর কারণে মূল বাজারের সামনে সব সময় লেগে থাকে জটলা।

বাজার করতে আসা স্থানীয় ব্যক্তি আবুল কালাম বলেন, এভাবে রাস্তা দখল করে তরমুজ এবং সবজি বিক্রি করা এইটা কোন দেশের আইন।কেউ কিছু বলেনা না। রাস্তা হলো গাড়ি চালানোর জন্য কিন্তু তারা বাজার ও গাড়ির স্ট্যান্ড বানিয়ে করে রাখছে। এই যানজটের ঠেলায় আমরা বাঁচি না।

সড়কটিতে প্রতিদিন যাতায়াত করা যাত্রী মোঃ ইলিয়াস বলেন, সরকার এত ফ্লাইওভার নির্মাণ করছে যানজট নিরসনের জন্য। কিন্তু বছরের পর বছর ধরে রাস্তা অবৈধভাবে দখল করে রেখেছে যে রাস্তাগুলো সেটা সরাতে পারে না কেন? এসব রাস্তা থেকে দখল সরানো না গেলে মানুষের কল্যাণে কোনো কাজেই আসবে না।

এমএসএম / এমএসএম

আলোকবালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

কাপাসিয়ায় কড়িহাতা ইউনিয়নের মাস্টার ইয়াকুব আলী ফাউন্ডেশনের' উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

আলোকবালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসনের মতবিনিময় সভা মাজহারুল ইসলাম ইমন

সলঙ্গায় কচুরিপানার নিচ থেকে মানুষের পায়ের কঙ্কাল উদ্ধার

পাবিপ্রবি’র শিক্ষকদের জন্য কর্মশালা শুরু

ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে চলছে মাছ ধরার প্রতিযোগিতা

হাটহাজারীতে মানবতার কল্যাণে আমরা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

চন্দনাইশে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নাচোলে যথাযোগ্য মর্যাদায় ইলা মিত্রের জন্মশত বার্ষিকী পালিত

পাঁচবিবিতে গভীর রাতে ঝগড়া থামাতে বলায় প্রতিবেশির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামে নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভায় বেগম সেলিমা রহমান

দাগনভূঞায় ফেনী-৩ উন্নয়ন পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজারের বেশি রোগীকে সেবা প্রদান

ভূরুঙ্গামারীতে গণমাধ্যমকর্মীর তৎপরতায় এক শিক্ষার্থী ফিরে পেল বই-খাতা আর স্বপ্নের স্কুলজীবন