পঞ্চগড়ে আন্তর্জাতিক মানের মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন
পঞ্চগড়ে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি বলেছেন, বঙ্গবন্ধু সপ্ন দেখেছিলেন, যে দেশের মানুষ ভাল থাক। তিনি দীর্ঘ ৪০ বছর ধরে এ দেশটিকে সাজিয়েছিলেন। তারই কন্যা আজকে দেশকে এগিয়ে যাচ্ছেন। আমরা যে পাকিস্তানে ছিলাম তারা আমাদের ধোঁকা দিয়েছে। তারা আমাদের উপর জুলুম করেছে। আজকে আমাদের চাইতে ভারত, পাকিস্তান সহ অনেক দেশ আমাদের পেছনে পড়ে আছে। পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, আমরা পাকিস্তানকে সুইডেন বানাবো। তাদের এক অধ্যাপক বলেছিলেন আপনি আগে বাংলাদেশ বানিয়ে দেখান।
তিনি শনিবার দুপুরে পঞ্চগড়ের সদর উপজেলার দাড়িয়া পাড়া এলাকায় বাংলাদেশ ও প্রতিবেশী দেশগুলোর জনসাধারণের উন্নত মানের সেবা দেয়ার লক্ষ্যে আন্তর্জাতিক মানের টারশিয়ারি কেয়ার ১ হাজার শয্যা বিশিষ্ট নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন এ অঞ্চলে একটি ফুড প্রসেসিং কারখানা নির্মাণ করা যায় কিনা। আমি আপনাদের পঞ্চগড় জেলা ঘুরে দেখেছি। আমরা এখানে একটি ফুড প্রসেসিং কারখানা তৈরী করবো চীনের সহযোগিতায়। এ জেলার মাটি অনেক উর্বর। কম খরচে ভাল ফসল উৎপাদন করা যায়। পঞ্চগড়ে আগামী জুনে চায়ের তৃতীয় নিলাম কেন্দ্র উদ্বোধন হবে। আপনাদের এখানে একটি বিশ্বমানের বেসরকারী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল হচ্ছে। বাইরে থেকে অনেক ছাত্রছাত্রীরা এখানে এসে পড়াশোনা করবে। বাংলাদেশ, ভারত, নেপাল, ভূটান সহ বিশ্বের অনেক দেশের মানুষ এখানে চিকিৎসা সেবা নিবে। অনেক জটিল কঠিন রোগের চিকিৎসা এখানে হবে। দেশের মানুষকে আর বাইরে যেতে হবেনা। দেশের টাকা দেশেই থাকবে। চীন আমাদের অনেক উন্নয়ন কাজের অংশীদার। তারা এখানে তাদের এক ব্যবসায়ী এই বেসরকারী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অর্থায়ন করছে। এখানকার (পঞ্চগড়ের) অর্থনীতির উন্নয়ন হবে। অনেকের কর্মসংস্থান হবে। এখানকার মানুষের জীবনমান উন্নত হবে।
এসময় মন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বিশ্বের অনেক দেশে দ্রব্যমূল্যে বেড়েছে। আমরা চিনি, তেল সহ নানা আমদানি পন্য বিদেশের উপর নির্ভর। দেশের বাজারেও দেশীয় উৎপাদিত পন্যর উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দব্যমূল্য বাড়ছে। আমরা চেষ্টা করছি পন্যর দাম কমানোর জন্য।
নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান মিঃ জুয়াং লিফেং এর সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানিটর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এইচ এম জাহাঙ্গীর আলম রানা।
এসময় অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন, চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মাহবুব উজ জামান, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মইনুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, ভারপ্রাপ্ত সিভিল সার্জন আফরোজা বেগম রীনা, জেলা পরিষদের চেয়ারম্যান হান্নান শেখ,জেলা আ'লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট প্রমুখ।
অনুষ্ঠানে নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্বিক দিক তুলে ধরেন প্রকল্প পরিচালক তৌফিক হাসান।
পরে নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ফলক উন্মোচন ও মাটি কাটা কাজের শুভ সূচনা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। এসময় দেশ ও জাতীর কল্যাণ কামণায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
উল্লেখ্য, চীনের ব্যবসায়ী মিঃ জুয়াং লিফেং ও বাংলাদেশের ব্যবসায়ী এইচ এম জাহাঙ্গীর আলম রানার যৌথ অর্থায়নে ২ হাজার ৫০০ কোটি টাকা ব্যায়ে ৩২ একর জমির উপর স্থাপিত হচ্ছে মেডিক্যাল কলেজ ও হাসপাতালটি।
এমএসএম / এমএসএম
৭ ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নাগেশ্বরীতে মুসলিম এইডের উদ্যোগে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত
বিএনপির মনোনয়ন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
হাতিয়ায় গাঁজা ও ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক
পঞ্চগড়ে দুর্নীতি দমন কমিশনের গণশুনানী
ইনসাফ এর বাংলাদেশ চায় জামায়াত
রাতে স্ত্রীর রহস্যজনক মৃত্যু, সকালে উধাও স্বামী
পটুয়াখালীর দশমিনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
নেত্রকোনা-২ বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের বিশাল নির্বাচনী শোডাউন
নবীনগরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ১৩ কিলোমিটার মানববন্ধন
তাড়াশে লক্ষ্মী নারায়ণ গোপাল বিগ্রহ মন্দিরের সম্পত্তি জোর করে দখল প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
সিংড়ায় বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালিত